Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ৬৬ অধ্যায়

    “দেখ, আমি শীঘ্র আসিতেছি”

    সম্প্রতি রাত্রিকালীন দর্শনে আমার মন পবিত্র আত্মা দ্বারা এই চিন্তায় অনুপ্রাণিত হইয়াছিল যে, প্রভু যত শীঘ্র আসিবেন বলিয়া আমরা বিশ্বাস করি, তিনি যদি বাস্তবিকই তত শীঘ্র আইসেন, তবে লোকদের সমক্ষে সত্য লইয়া যাইবার জন্য বিগত বৎসরসমূহে আমরা যেরূপ চেষ্টা করিয়াছি, এক্ষণে তাহা অপেক্ষা অনেক বেশী চেষ্টান্বিত হওয়া কর্ত্তব্য ।CCh 685.1

    এই সম্পর্কে ১৮৪৩ ও ১৮৪৪ খৃষ্টাব্দে খ্রীষ্টের দ্বিতীয় আগমনে বিশ্বাসী দলের মধ্যে যে কার্য্যতৎপরতা দৃষ্ট হইয়াছিল, আমার মন তাহারই দিকে আকৃষ্ট হইতেছে । তৎকালে গৃহে গৃহে যাইয়া সাক্ষাৎ করার প্রথা ছিল খুব অধিক এবং ঈশ্বরের বাক্যে কথিত বিষয় সমূহ দ্বারা লোকদিগকে চেতনা দিবার চেষ্টাদি ছিল অবিশ্রান্ত । যাঁহারা অতি বিশ্বস্তভাবে প্রথম দূতের বার্ত্তা প্রচার করিয়াছিলেন, তাঁহাদের অপেক্ষা আমাদের এমন কি, অধিকতর উদ্যমে কার্য্য করা কর্ত্তব্য । আমরা অতি দ্রুত এই পৃথিবীর ইতিহাসের শেষ অঙ্কের সমীপবর্ত্তী হইতেছি এবং যীশু যথার্থই অতিশীঘ্র আসিতেছেন, ইহা আমরা হৃদয়ে উপলব্দি করি, সুতরাং আমাদের উদ্যোগ সহকারে কার্য্যে অনুরক্ত হওয়া কর্ত্তব্য, যেরূপ আমরা পূর্ব্বে কখনও করি নাই । লোকদিগকে বিপদসূচক ঘণ্টাধ্বনি শুনাইবার জন্য আমাদিগকে আদেশ দেওয়া হইয়াছে । আর আমাদের নিজেদের জীবনে সত্যের ও ধার্ম্মিকতার প্রভাব দেখাইতে বলা হইয়াছে । মহান্ ব্যবস্থাদাতার ভগ্ন ব্যবস্থার সম্মিখে জগদ্বাসীর শীঘ্রই দণ্ডায়মান হইতে হইবে । ব্যবস্থা লঙ্ঘন হইতে ফিরিয়া যাহারা তাঁহার আজ্ঞাবহ হয়, কেবল তাঁহার ক্ষমা ও শান্তিলাভের আশা করিতে পারে ।CCh 685.2

    আহা ! যাহারা সত্যের ও জীবনের বাক্য পাইয়াছে, তাহারা সকলেই যদি, যাহারা সত্য পায় নাই, তাহাদিগকে সত্যের জ্যোতি দান করিবার নিমিত্ত প্রাণপ্রণে পরিশ্রম করিত, তবে কত মঙ্গলই না সাধিত হইত । শমরীয়া নারীর আহ্বান শুনিয়া শমরীয়া লোকেরা যখন খ্রীষ্টের নিকটে আসিয়াছিল, তখন তিনি তাহাদের সম্বন্ধে স্বীয় শিষ্যগণকে বলিয়াছিলেন যে, শস্য এক্ষণই কাটিবার মত শ্বেতবর্ণ হইয়াছে । “তোমরা কি বল না, আর চারি মাস পরে শস্য কাটিবার সময় হইবে ?” তিনি কহিলেন, “চক্ষু তুলিয়া ক্ষেত্রের প্রতি দৃষ্টিপাত কর, শস্য এখনই কাটিবার মত শ্বেতবর্ণ হইয়াছে ।” খ্রীষ্ট শমরীয়গণের সহিত দুই দিন অবস্থিতি করিয়াছিলেন, কারণ তাহারা সত্য জানিবার নিনিত্ত উৎসুক ছিল । আর ঐ দুই দিন কী ব্যস্ততার দিনই না ছিল । ঐ দুই দিনের কার্য্যের ফলে, “আরও অনেক লোক তাঁহার বাক্য প্রযুক্ত বিশ্বাস করিল ।” তাহারা নিজেরা সাক্ষ্য দিয়া বলিয়াছিল, “এখন যে আমরা বিশ্বাস করিতেছি, সে আর তোমার কথা প্রযুক্ত নয়, কেননা আমরা আপানারা শুনিয়াছি, ও জানিতে পারিয়াছি যে, ইনি সত্যই জগতের ত্রাণকর্তা ।” ৪১ ও ৪২ পদ । 13TT 435, 436;CCh 685.3