Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    বিশ্বস্তদিগের পুরস্কার

    হে আমার ভ্রাতা বা ভগিণী, খ্রীষ্ট আকাশীয় মেঘরথে আসিতেছেন, আমি আপনাকে অনুরোধ করি, তাঁহার আগমনের জন্য প্রস্তুত হউন । আপনার অন্তঃকরণ হইতে জগতের প্রতি প্রেম, দিনের পর দিন দূর করিয়া দিউন । খ্রীষ্টের সহিত সহভাগিত্ব লাভের অর্থ কি, অভিজ্ঞতা দ্বারা তাহা বুঝিয়া লউন । যাহারা বিশ্বাস করে, তাহাদের সকলের মধ্যে প্রশংসিত হইবার নিমিত্ত, খ্রীষ্ট যখন আগমন করিবেন, তখন শান্তিতে যাহারা তাঁহার সহিত সাক্ষাৎ করিবে, আপনি যেন তাহাদের মধ্যে একজন হইতে পারেন, তজজন্য বিচারার্থে প্রস্তুত হউন । ঐ দিন মুক্তিপ্রাপ্তগণ পিতার ও পুত্রের প্রতাপে প্রতাপান্বিত হইবে । পবিত্র দূতগণ স্বর্ণময় বীণা হস্তে লইয়া রাজাকে ও তাঁহার জয়শ্রীকে — যাহারা মেষশাবকের রক্তে আপনাদিগকে ধৌত ও শুক্লবর্ণ করিয়াছে, তাহাদিগকে অভ্যর্থনা করিবেন । সমুদয় স্বর্গ ব্যাপী এক বিজয়-সঙ্গীত-ধ্বনি নিনাদিত হইবে । খ্রীষ্ট জয় লাভ করিয়াছেন । তাঁহার ক্লেশভোগ ও আত্ম-বলিদান বৃথা হয় নাই, ইহার সাক্ষীরূপে মুক্তিপ্রাপ্তগণকে সঙ্গে লইয়া তিনি স্বর্গীয় রাজদরবারে প্রবেশ করিবেন ।CCh 691.3

    ঈশ্বরের সাধুগণ মৃত্যু ও কবরের উপরে জয়ী হইবে, আমাদের প্রভুর পুনরুত্থান ও স্বর্গারোহণ ইহার একটী জ্বলন্ত প্রমাণ এবং মেষশাবকের রক্তে যাহারা তাহাদের চরিত্ররূপ-বস্ত্র-ধৌত ও শুক্ল করিবে, স্বর্গ তাহাদের জন্য খোলা থাকিবে, ইহা তাহার একটী প্রতিজ্ঞা । মানবজাতির প্রতিনিধি হিসাবে যীশু পিতার নিকটে স্বর্গে গিয়াছেন ; যাহারা ঈশ্বরের প্রতিমূর্তি প্রতিফলিত করে, তিনি তাহাদিগকে তাঁহার সহিত তাঁহার প্রতাপ দেখাইবেন ও ইহার অংশী করিবেন ।CCh 692.1

    পৃথিবীর যাত্রিগণের নিমিত্ত স্বর্গে আবাস গৃহ আছে । গৌরব মুকুট ও বিজয়-চিহ্ন সহ ধার্ম্মিকগণের জন্য গৌরব-বস্ত্র আছে । যে সকল জটিল সমস্যা এই জগতে আমাদিগকে কিংকর্ত্তব্য-বিমূঢ় করিয়াছে, পরজগতে ঈশ্বরের বিধানানুযায়ী সেই সকলের সুরাহা হইবে । যে সকল বিষয় বোধের অগম্য ছিল, সেগুলি ব্যাখ্যাত হইবে । অনুগ্রহের নিগূঢ়তত্ত্ব উদঘাটিত হইবে । আমাদের সসীম মন যে স্থানে কেবল বিশৃঙ্খলা ও প্রতিজ্ঞা-ভঙ্গের সম্মুখীন হইয়াছে, সেই স্থানে আমরা সর্ব্বাপেক্ষা বিশুদ্ধ ও মনোরম একতা দেখিতে পাইব । আমরা জানিতে পারিব যে, যে সকল অভিজ্ঞতা আমাদের নিকট অতি বিসদৃশ বলিয়া মনে হইত, অনন্ত প্রেমই সেই সকল পাঠাইতেন । যিনি আমাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য্য করিতে দেন, আমরা যখন তাঁহার সেই মধুর তত্ত্বাবধানের বিষয় উপলব্দি করিতে পারিব, তখন আমরা অনির্ব্বচনীয় আনন্দে ও গৌরবে উল্লাস করিব ।CCh 692.2

    স্বর্গীয় আবহাওয়ার মধ্যে আর্ত্তনাদ ও ব্যথা থাকিতে পারে না । মুক্তিপ্রাপ্তগণের আবাসে কোন ক্রন্দন, কোন অন্ত্যেষ্টক্রিয়া ও কোন বিলাপ থাকিবে না । তথাকার “নগরবাসী কেহ বলিবে না, আমি পীড়িত তন্নিবাসী প্রজাদের অপরাধের ক্ষমা হইবে ।” যিশাইয় ৩৩ : ২৪ । অনন্তঃকাল ব্যাপিয়া আনন্দের এক খরস্রোত প্রবাহিত হইতে থাকিবে ।CCh 692.3

    যাঁহাতে আমাদের অনন্তজীবনের আশা কেন্দ্রীভূত, অল্পক্ষণ পরেই আমরা তাঁহাকে দেখিতে পাইব । এই জীবনের যাবতীয় দুঃখকষ্ট ও বিপদ-পরীক্ষা তাঁহার সম্মুখে নগণ্য বলিয়া মনে হইবে । “অতএব তোমাদের সেই সাহস ত্যাগ করিও না, যাহা মহা পুরস্কার-যুক্ত । কেননা ধৈর্য্য তোমাদের প্রয়োজন আছে, যেন ঈশ্বরের ইচ্ছা পালন করিয়া প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হও । কারণ আর অতি অল্প কাল বাকী আছে, যিনি আসিতেছেন, তিনি আসিবেন, বিলম্ব করিবেন না ।” ইব্রীয় ১০ : ৩৫-৩৭ পদ । উর্দ্ধদিকে দৃষ্টিপাত করুণ, উর্দ্ধ দিকে দৃষ্টিপাত করুণ, এবং আপনার বিশ্বাস অবিরত বাড়িতে দিউন । যে সঙ্কীর্ণ পথ ঈশ্বরের নগরের তোরণ দ্বার দিয়া কেবল মুক্তিপ্রাপ্তগণের — গৌরবের বিশাল, বিস্তৃত, অনন্ত ভবিষ্যতে লইয়া যায়, এই বিশ্বাস আপনাকে সেই সঙ্কীর্ণ পথে পরিচালিত করুক । দেখ, কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে, এবং যত দিন তাহা প্রথম ও শেষ বর্ষা না পায়, ততদিন তাহার বিষয়ে দীর্ঘ-সহিষ্ণু থাকে । তোমরাও দীর্ঘ-সহিষ্ণু থাক, আপন আপন হৃদয় সুস্থির কর, কেননা প্রভুর আগমন সন্নিকট ।” যাকোব ৫ : ৭, ৮ । 59T 285-288;CCh 693.1

    “কি হইব, তাহা এ পর্য্যন্ত প্রকাশিত হয় নাই । আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন, তখন আমরা তাঁহার সমরূপ হইব ; কারণ তিনি যেমন আছেন, তাঁহাকে তেমনি দেখিতে পাইব ।”CCh 693.2

    পরে, তাঁহার কার্য্যের ফলের মধ্যে, খ্রীষ্ট ইহার পুরস্কার দেখিতে পাইবেন । “আপন প্রতাপের সাক্ষাতে নির্দ্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত” অগণিত মহালোকারণ্যের মধ্যে যীশু ; - যাঁহার রক্ত আমাদিগকে মুক্ত করিয়াছে ও যাঁহার জীবন আমাদিগকে শিক্ষা দিয়াছে, তিনি “তাঁহার প্রাণের শ্রম ফল দেখিবেন ও তৃপ্ত হইবেন ।” 6Ed 309;CCh 693.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents