Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    বাৎসরিক সভা

    ঈশ্বরের লোকেরা যে স্থানে সমবেত হয়, সেই স্থানে সমবেত হইবার নিমিত্ত অতিরিক্ত চেষ্টা করুন । প্রিয় ভ্রাতা ও ভগ্নিগণ, আপনাদের নিমিত্ত ঈশ্বরের যে বার্তা আছে, তাহা শ্রবণ করিবার সুযোগ অবহেলা করা অপেক্ষা, বরং আপনাদের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হইতে দেওয়া আপনাদের পক্ষে বহুগুণে শ্রেয়ঃ । সম্ভব হইলেই প্রতেকটী আধ্যাত্মিক সুযোগ ধরিতে কোন প্রকার ওজর আপত্তি করিবেন না । দীপ্তির প্রতিটী রশ্মিতে আপনাদের প্রয়োজন আছে । আপনাদের মধ্যে যে প্রত্যাশা আছে, মৃদুতা ও ভয় সহকারে তৎসম্বন্ধে উত্তর দিতে আপনারা অবহেলা করিতে পারেন না ।CCh 210.3

    পুরোহিতগণ কিংবা প্রচারকেরা সভাটী আমাদের জন্য আশীর্ব্ববাদের সভা করিয়া তুলিবেন, এই ধারণা লইয়া কাহারও বাৎসরিক সভায় যোগদান করা কর্ত্তব্য নহে । ঈশ্বর চাহেন না যে, তাঁহারা লোকেরা এই বিষয়ে পুরোহিতের উপরে ভার দিয়া নিশ্চেষ্ট থাকিবে । অসহায় সন্তানসন্নতি খুঁটা স্বরূপ যেমন অন্যের উপরে নির্ভর রাখে, মণ্ডলীর সভ্যদের কখনই সেরুপ করা উচিত নহে । ঈশ্বরের অনুগ্রহের ধনাধ্যক্ষের ন্যায় মণ্ডলীর প্রত্যেক সভ্যেরই নিজের মধ্যে জীবন ও মূল ধারনের নিমিত্ত ব্যক্তিগত দায়িত্ব-বোধ থাকা আবশ্যক ।CCh 211.1

    পবিত্র আত্মার উপস্থিতি ও শক্তির উপরে, সভার কৃতকর্য্যতা নির্ভর করে । পবিত্র-আত্মা বর্ষণের নিমিত্ত প্রত্যেক সত্যপ্রিয় ব্যক্তিরই প্রার্থনা করা কর্ত্তব্য । আর পবিত্র আত্মা যেন কার্য্য করিতে পারেন, তজজন্য আমাদের যতদূর সাধ্য প্রত্যেকটী বাধা দূর করিয়া দেওয়া আবশ্যক । মণ্ডলীর সভয়গণের মধ্যে যে পর্য্যন্ত অনৈক্য ও মনোমালিন্য থাকিবে, সে পর্য্যন্ত পবিত্রআত্মা কোন মতেই আসিতে পারেন না । হিংসা, ঈর্ষ্যা, কুসন্দেহ, কুআলাপ শয়তানের কার্য্য ; আর এইগুলি পবিত্র আত্মার কার্য্যের প্রধান প্রতিবন্ধক ।CCh 211.2

    ঈশ্বরের কাছে তাঁহার মণ্ডলী যত প্রিয়, জগতের অন্য কিছু তত প্রিয় নহে, এবং অন্য কিছুকে তিনি তত উদ্যোগের সহিত রক্ষাও করেন না । যাহারা তাঁহার কার্য্যকারী, তাহাদের প্রভাব নষ্ট করায় তিনি যতটা বিরক্ত হন, ততটা বিরক্তকর আর কিছুই নাই । খুঁত ধরায় ও নিরাশ করার কার্য্যে যাহারা শয়তানের সাহায্য করিবে, ঈশ্বরের নিকটে তাহাদের সকলেরই জবাবদিহি করিতে হইবে ।136T 39.42;CCh 211.3