Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    অন্যদের জন্য উত্তপ্ত

    যারা বিদ্যালয়ে যায় তারা তাদের ত্রাণকর্তার জন্য একটি প্রভাব রাখতে পারে; কিন্তু কে খ্রীষ্টের নামের আখ্যা পেয়েছে? আর কারা তাদের সাথী সঙ্গীদের প্রতি, পাপের পথ পরিত্যাগ করে পবিত্রতার পথ বেছে নেবার জন্য অনুনয় বিনয় করেছে?MYPBen 197.1

    এই সেই পথ যা বিশ্বাসী তরুণ-তরুণীদের গ্রহণ করা উচিৎ, কিন্তু তারা তা করে না; বরং তারা পাপীদের সঙ্গে মিলেমিশে খেলাধূলা ও আমােদপ্রমােদে যুক্ত হওয়ার মনােভাব পােষণ করে। তরুণ তরুণীদের কাজের একটি প্রসার কর্মক্ষেত্র আছে, কিন্তু তারা সে দিকে দৃষ্টিপাত করে না। হায়, যদি তারা এখন ধ্বংসেম্মুখ পাপীদেরকে অন্বেষণে তাদের মন ও শক্তি প্রয়ােগ করত, যেন তারা তাদের কাছে পবিত্রতার পথ জানাতে পারে এবং প্রার্থনা এবং সনির্বন্ধ অনুরােধের দ্বারা এমন কি একটি মাত্র আত্মা খ্রীষ্টের কাছে নিয়ে আসতে পারত!MYPBen 197.2

    কি-ই না এক মহৎ কর্ম প্রচেষ্টা! অনন্ত জীবনের মাধ্যমে ঈশ্বরের প্রশংসা করার একটি মাত্র আত্মা! অনন্তজীবন উপভােগ করার জন্য একটি মাত্র আত্মা। একটি মাত্র মুক্তা যুগ যুগ ব্যাপি তাদের মুকুটে তারকা হয়ে শােভা পাবে। কিন্তু একা কি আত্মাকে ভুল থেকে সত্যের পথে ফিরিয়ে পাপ থেকে পবিত্রতায় আনা যায়। ভাববাদীদের মাধ্যমে প্রভু বলেন, “আর তারা অনেককে বার্মিকতার প্রতি ফিরাবে, তারা যুগ পর্যায়ে যুগে তারাগণের ন্যায় দেদিপ্যমান। হবে।” অতঃপর যারা মরনােখাে আত্মাগণকে রক্ষার কাজে খ্রীষ্ট এবং নৃতগণের সঙ্গে যােগদান করবে, তারা স্বর্গ রাজ্যে মহাপুরষ্কার পাবে।MYPBen 197.3

    আমি লক্ষ করলাম, অনেক আত্মা রক্ষা পেত, যদি তরুণ-তরুণীগণ তাদের যথাস্থানে থাকত, যদি ঈশ্বর এবং সত্যের প্রতি আত্মনিবেদিত থাকত; কন্তু তারা সাধারণত একটি পদ অধিকার করে আছে যেখানে অবিরত তাদের উপরে শ্রম দিতে হবে অথবা তারা নিজেরাই জগতের হয়ে যাবে। তারা অবিরত উদ্বিগ্ন এবং মর্মবেদনার উৎস হবে। মূল্য হিসাবে তাদের অশ্রু ঝরে এবং তাদের পক্ষে পিতামাতার হৃদয় হতে আর্তনাদের অশ্রু ঝরে। তবু তারা তাদের কাজের দরুন তাদের বেপরােয়া ব্যথার জন্য সম্মুখে এগিয়ে যায় । ঈশ্বরের পরিকল্পনা অনুসারে তাদের যা হওয়া উচিৎ খ্রীষ্টের রক্তের গুণে তা হবার জন্য যারা তাদের বাঁচাবার জন্য মৃত্যুবরণ করে, তারা তাদের পক্ষে কণ্টক রােপন করে।MYPBen 197.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents