Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    নিঃস্বার্থ সেবা-৬৪

    যারা যতদূর সম্ভব, নিজেদের আগ্রহের মাধ্যমে বাস্তবতার প্রমাণ দয়েই অন্যদের মঙ্গলের জন্য ব্যস্ত থাকে, তারা কেবল মানব জীবনের বােঝা এবং অন্যদের পীড়ারই উপসম করে না কিন্তু একই সময়ে তাদের নিজেদের নি, আত্মা, ও শরীরের সাহায্য করছে। অন্যের জন্য মঙ্গলজনক কিছু করা ॥নে এমন কিছু করা যা দাতা ও গ্রহীতা উভয়েরই উপকার করে, তুমি যদি মন্যের স্বার্থে নিজেকে ভুলে যাও তাহলে তুমি তােমার দুর্বলতার উপরে বিজয়ী ও। ভালাে কিছু করে তুমি যে পরিতৃপ্তি লাভ করবে তা বিশেষ করে তােমার কল্পনার স্বাস্থ্যপ্রদ মনােভাবের পুনরুদ্ধারে সাহায্য করবে।MYPBen 201.1

    সকাজ করার আনন্দ মনকে সজীব করে এবং সর্ব শরীরের মধ্য দিয়ে চম্পিত হয়। হিতৈষী মানুষের মুখমণ্ডল আনন্দে আলােকিত হয় এবং তাদের খাবয়ব মনের নৈতিক মর্যাদা প্রকাশ করে, অন্যদিকে স্বার্থপর, হীনচেতা মনুষ্য পরিত্যাক্ত ও বিষন্ন হয়। তাদের নৈতিক ক্রটি তাদের মুখাবয়বে প্রকাশ পায়। স্বার্থপরতা এবং আত্ম-প্রেম বাহ্যিক মানুষের ওপর তাদের নিজেদের প্রতিমূর্তির ছাপ ফুটিয়ে তােলে।MYPBen 201.2

    যে ব্যক্তি প্রকৃত নিঃস্বার্থ বদান্যতায় সক্রিয় হয়, সে ঐশ্বরিক প্রকৃতির এক জন অংশিদার; ভ্রষ্টতা থেকে নিস্তার লাভ করে যা লােভের মাধ্যমে জগতে উপস্থিত হয়; তখন স্বার্থপর এবং অর্থ লিম্পুি ব্যক্তিরা তাদের স্বার্থপরতা লালন করে এবং তাদের মুখাবয়ব, বিশুদ্ধতা এবং পবিত্রতার পরিবর্তে পতীত শত্রুর প্রতিমূর্তি প্রতিবিম্বিত করে I “ Testimonies for the Church ” Vol.2, p. 534.MYPBen 201.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents