Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    কিভাবে প্রার্থনা করতে হয়

    প্রার্থনা যেভাবে করা উচিৎ সেভাবে তা উপলব্ধি করা হয় না। প্রার্থনা মানে ঈশ্বরকে এমন কিছু জানিয়ে দেওয়া নয় যা ঈশ্বর জানেন না। প্রভ প্রত্যেকটি আত্মার গােপন রহস্যের সঙ্গে পরিচিত। আমাদের প্রার্থনা উচচশব্দ বিশিষ্ট এবং দীর্ঘ হওয়া উচিৎ নয়। ঈশ্বর গােপন চিন্তাসমূহ জানেন। আমরা গােপনে প্রার্থনা করতে পারি; এবং যিনি গােপনে দেখেন, তিনি শুনবেন তিনি প্রকাশ্যে পুরস্কার দেবেন।MYPBen 239.2

    যখন আমরা আদৌ দুর্দশায় থাকি না, তখন যদি দুর্দশার কথা বলে ঈশ্বরের নিকট প্রার্থনা করা হয়-তা কপটতা হিসেবে গণ্য হয়। ভগ্ন চিত্তের প্রার্থনা ঈশ্বর মনােযােগ সহকারে শােনের। “কেননা যিনি উচ্চ ও উন্নত, যিনি অনন্তকালনিবাসী যাহার নাম “পবিত্র” তিনি এই কথা কহেন, আমি ঊলােকে ও পবিত্র স্থানে বাস করি, চুর্ণ ও নম্রতা মনুষ্যের সঙ্গেও বাস করি, যেন নদের আত্মাকে সঞ্জীবিত করি ও চূর্ণ লােকদের হৃদয়কে সঞ্জীবিত করি।” যিশাইয় ৫৭:১৫।MYPBen 239.3

    প্রার্থনা ঈশ্বরের মধ্যে কোনাে পরিবর্তন আনয়ন করে না; এটি আমাদেরকে ঈশ্বরের সঙ্গে ঐক্যে আনয়ন করে। এটি কাজের স্থান গ্রহণ করে না। প্রার্থনা প্রায়ই এবং এত একান্তভাবে করা হয় যা কখনও আমাদের দশমাংশের স্থান গ্রহণ করে না। প্রার্থনা ঈশ্বরকে আমাদের ঋণ পরিশােধ করে ।. . .MYPBen 240.1