Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    প্রার্থনায় আমাদের মনােভাব-৭৯

    প্রকাশ্যে এবং একান্তে উপাসনা হল একটি সুযােগ যখন এটি প্রভুর সম্মুখে নতজানু হয়ে আমাদের নিবেদন উৎসর্গ করতে পারি। যীশু, আমাদের দৃষ্টান্ত, “নতজানু হয়ে প্রার্থনা করেছিলেন। পৌল বলেন, “এই জন্য, স্বর্গস্থ ও পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল যাহা হইতে নাম পাইয়াছে, সেই পিতার কাছে আমি জানু পাতিতেছি,” । দানিয়েল “দিনের মধ্যে তিন বার জানুপাতিয়া আপন ঈশ্বরের সম্মুখে প্রার্থনা ও স্তবগান করিলেন, যেমন পূর্বে করিতেন।” দানিয়েল ৬:১০।MYPBen 243.1

    ঈশ্বরের জন্য প্রকৃত সমাদর, তাঁর অসীম মহত্ত্ববােধ এবং তার উপস্থিতি উপলব্ধির দ্বারা অনুপ্রাণিত হয়। অদৃশ্য এই অনুভূতি দ্বারা প্রত্যেক হৃদয় গভীরভাবে প্রভাবিত হওয়া উচিৎ । প্রার্থনার সময় এবং স্থান পবিত্র, কেননা সেখানে ঈশ্বর বর্তমান; এবং আচার-ব্যবহার, চালচলনের মধ্যে যে সম্মানবােধ প্রকাশ পায় সেই অনুভূতি তা আরও গভীর হতে অনুপ্রাণিত করে। “তাহার নাম পবিত্র এবং ভয়াবহ” গীতরচক ঘােষণা করেন। দূতগণ যখন তাঁর নাম উচ্চারণ করেন, তখন তারা তাদের মুখমণ্ডল আচ্ছাদন করেন। তা হলে আমরা, যারা পতীত এবং পাপপূর্ণ, আমাদের মুখে কত শ্রদ্ধাভরেই না তার নাম উচ্চারিত হওয়া উচিৎ!MYPBen 243.2

    বয়স্ক এবং তরুণদের পক্ষে শাস্ত্রের এই বাক্য নিয়ে গভীরভাবে ধ্যান করা কত ভালােই হবে যা দেখায় যে ঈশ্বরের বিশেষ উপস্থিতি দ্বারা চিহ্নিত স্থানের সঙ্গে কেমন আচরণ করতে হবে। তিনি জ্বলন্ত ঝােপের মধ্য হতে মােশিকে আদেশ করলেন “তােমার পা হইতে জুতা খুলিয়া ফেল, কেননা তুমি যে স্থানে দাঁড়াইয়া আছ, উহা পবিত্র ভূমি।” যাকোব দূতগণের দর্শন লাভের পর, আশ্চর্যান্বিত হয়ে বললেন সদাপ্রভু এই স্থানে যে আছেন, তাহা আমি জানিতাম না। -“Gospel Workers, pp. 178,179.MYPBen 243.3