Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    বাইবেল অধ্যয়নের মূল্য-৮১

    বুদ্ধিমত্তাকে শক্তিশালী করার জন্য সবচেয়ে উৎকৃষ্ট পন্থা হল বাইবেল অধ্যয়ন। তরুণগণ ঈশ্বরের বাক্যের মধ্যে কোন চিন্তার ক্ষেত্র আবিষ্কার করতে পারে মন গবেষণায় গভীর হতে গভীরে যেতে পারে, সর্ব চেষ্টায় সত্য বােঝবার জন্য শক্তি সংগ্রহ করতে পারে; এবং তারপরেও অসীম কিছু রয়েছে। যারা মুখে স্বীকার করে যে, তারা ঈশ্বরকে প্রেম করে এবং পবিত্র বস্তুর প্রতি সমাদর প্রদর্শন করে; তথাপি তারা ভাসাভাসা বাস্তবতাহীন বস্তুর প্রতি দৃষ্টি দেয়, তারা শয়তানের ভূমিতে চরণ রাখে এবং তার কাজ করে। যদি প্রকৃতির মাঝে তরুণগণ ঈশ্বরের গৌরবময় কাজসমূহ অধ্যয়ন করে এবং তার বাক্যে প্রমাণিত তাঁর মহিমা এবং শক্তি অধ্যয়ন করে তাহলে তারা এরূপ প্রতিটি অনুশীলন যা কর্মশক্তি হতে আসে তা শক্তিমন্ত এবং উচ্চিকৃত হবে। প্রাণশক্তি লাভ করে । একটি ঐশ্বরিক শক্তির বিস্ময়ের ধ্যান দ্বারা মন কঠিনতর কিন্তু সব পাঠের অতীব উপকারী পাঠ শিখবে, মন যদি খ্রীষ্টের অনুগ্রহ দ্বারা অসীমের সঙ্গে সংযুক্ত না হয়, এবং খ্রীষ্টের অনুগ্রহ দ্বারা পবিত্ৰকৃত না হয় তাহলে তা মুখতা মাত্র।MYPBen 245.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents