Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    বাইবেল অধ্যয়নে ভক্তি

    আমাদের বাইবেল অধ্যয়নে ভক্তি সহকারে মনােনিবেশ করতে হবে, উপলব্ধি করতে হবে যে, আমরা ঈশ্বরের সামনে রয়েছি। সব হালকা এবং তুচ্ছ তাচ্ছিল্য বিষয় এক পাশে রেখে দিতে হবে। যখন বাক্যের একটি অংশ সহজ বােধগম্য হয়, তখন অন্য অংশটি তত সহজে বােঝা যায় না। ধৈর্য, গভীর চিন্তা এবং প্রার্থনা সহকারে অধ্যয়ন করতে হবে। প্রত্যেক ছাত্রকে, শাস্ত্র। খােলবার সময়ে পবিত্র আত্মার আলােকরশ্মি যাচঞা করতে হবে; এবং নিশ্চিত প্রতিজ্ঞা রয়েছে যে তা দেওয়া হবে।MYPBen 252.1

    তুমি যেরূপ মনােভাব নিয়ে শাস্ত্র অনুসন্ধানে মনােনিবেশ করবে, তদানুসারেই তােমার পাশে সহকারীর মহানুভূতি লাভ করবে। যারা হৃদয়ের নম্রতায় ঐশ্বরিক নির্দেশনার অনুসন্ধান করবে, আলাের ভুবনের দূতগণ তাদের সহবর্তী হবেন। কিন্তু যদি ভক্তিহীনভাবে, স্বয়ং সম্পূর্ণতার বড়াই করে, কুসংস্কারচ্ছন্ন হয়ে বাইবেল ভােলা হয়, তাহলে তােমার পাশে রয়েছে, সে ঈশ্বরের বাক্যের সহজ উক্তি একটি বিকৃত অর্থবহ আলােতে স্থাপন করবে। - Testimonies to Ministers, pp. 107-108.MYPBen 252.2