Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    শয়তানের ইন্দ্রজাল চুরমার করা

    আমি জিজ্ঞাসা করি, জাদুক্রিয়ার পুস্তকগুলাে কি অগ্নিতে দন্ধ করা হবে? শয়তানের দেবালয় আকর্ষণীয় করে রাখা হয়েছে যেখানে কামুকতা লালন করা হয় এবং প্রশ্রয় দেয়া হয়; কিন্তু সাক্ষী সেখানেই আছে এবং এক অদৃশ্য অভ্যাগত ব্যক্তি অন্ধকারে কৃত কার্যাবলির সাক্ষী হচ্ছে। অসার, দাম্ভিক, ফুর্তিবাজ এর মধ্যে শয়তান সভাপতিত্ব করে, এবং সে লাম্পট্যের নাট্যমঞ্চে প্রধান প্রস্তাবক। সে ছদ্মবেশে সেখানে বর্তমানে। আমাদের সর্বদিকে জাদুবিদ্যার কাজ চলছে, এবং জগৎ ও মণ্ডলী এমন এক ব্যক্তির প্রভাবাধীন যে, সে এমন কিছুর দিকে পরিচালিত করবে যা তারা কখনও স্বপ্নেও দেখেনি বা করেনি। তারা যা করবে সে বিষয় তাদেরকে বলে দিতে হবে, ভাববাদী যখন তাকে তার ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে বলে দিয়েছিলেন, তখন ইস্রায়েল যেমন অবাক হয়েছিলেন জ্ৰপ অবস্থা হবে। প্রত্যেক নর-নারী, এবং শিশু যে ঈশ্বরের আত্মর অধীন নয়, তার শয়তানের জাদুমন্ত্রের অধীন হবে, এবং তার বাক্য এবং আদর্শের প্রভাবে চলবে, সে অন্যদের সত্যের পথ থেকে দূরে নিয়ে যাবে। যখন খ্রীষ্টের রূপান্তরকারী অনুগ্রহ হৃদয়ে থাকবে, জীবনে এক ধার্মিকতার ক্রোধ অন্তরে স্থান পাবে কেননা পাপী এত দীর্ঘ সময়ে মহা পরিত্রাণ অবজ্ঞা করেছে, যা ঈশ্বর তার জন্য প্রস্তুত করে রেখেছেন। অতঃপর সে নিজেকে, তার দেহ, এবং আত্ম। ঈশ্বরের নিকটে সমর্পণ করবে এবং তাকে দত্ত ঈশ্বরের অনুগ্রহের মাধ্যমে শয়তানের সঙ্গে সম্পর্ক ছেদ করবে। ইফিষের লােকদের মত সে, ইন্দ্রজাল অস্বীকার করবে, এবং শয়তানের সঙ্গে তার বন্ধনের শেষ সূত্র ছিড়ে ফেলবে, এবং অন্ধকারের অধিপতির পতাকা পরিত্যাগ করবে, এবং রাজপুত্র ইম্মায়েলের রক্তরঞ্জিত পতাকা তুলে আশ্রয় গ্রহণ করবে। সে ইন্দ্রজাল এবং যাদুমন্ত্রের পুস্তক পুড়িয়ে দেবে।- The Youth’s Instructor, November 16, 1883.MYPBen 269.4