Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    পোশাকে মিতব্যায়িতা-১০৪

    ঈশ্বরের লােকদের তাদের অর্থনীতিতে কঠোর নিয়মানুবর্তীতা অনুসরণ করতে হবে, যেন তার কাছে নিয়ে আসার জন্য কিছু অর্থ থাকে যা তােমার, তাই-ই তােমাকে দিলাম।” এভাবে তারা যে আশীর্বাদ তার নিকট থেকে পেয়েছে তাই-ই ধন্যবাদ স্বরূপ ঈশ্বরকে দেবে। এভাবে তারও ঈশ্বরের সিংহাসনের সম্মুখ ভাণ্ডারে তাদের দান রাখতে পারে।MYPBen 305.1

    পার্থিব ভােগ বিলাসে, পপাশাক পরিচ্ছদে যে অর্থ ব্যয় হয় তা, যারা ক্ষুধায় এবং শীতে কষ্ট পাচ্ছে তাদের দুঃখ লাঘবে ব্যয় করতে হবে। অনেকে যাদের জন্য খ্রীষ্ট তার জীবন দিয়েছেন, তাদের অতি সস্তা ও অতীব সাধারণ কাপড় চোপড়ও নাই, কিন্তু অন্য লােকরা তাদের অসমাপ্ত ফ্যাশনের চাহিদা মেটানাের জন্য হাজার হাজার টাকা খরচ করছে।MYPBen 305.2

    লােকদের আহ্বান করেছেন যেন তারা জগৎ থেকে বের হয়ে আসে এবং পৃথক হয়। যারা বিশ্বাস করে যে আমরা অনুগ্রহের শেষ সময়ে। বসবাস করছি তারা ব্যয় বহুল কাপড় চোপড়ের কাছে যাবে না। অতএব আমার বাসনা এই, সকল স্থানে বিনা ক্রোধে ও বিনা বিতর্কে শুচি হস্ত তুলিয়া প্রার্থনা করুক। সেই প্রকারে নারীগণও সলজ্জ ও সুবুদ্ধিভাবে পরিপাটি বেশে আপনাদিগকে ভূষিত করুক। বেণীবদ্ধ কেশপাশে ও স্বর্ণ বা মুক্তা বা বহুমূল্য পরিচ্ছদ দ্বারা নয় কিন্তু যাহা ঈশ্বর ভক্তি অঙ্গীকারিণী নারীগণের যােগ্য সেই মঙ্গল কাজের মাধ্যমে নিজেদের বিভূষিত করুক।MYPBen 305.3

    এমন কি ঈশ্বরের সন্তানগণের মধ্যে যারা নিজেকে ঈশ্বরের সন্তান বলে দাবী করে তারাও পােপাষাকে প্রয়ােজনের অতিরিক্ত অর্থ ব্যয় করে। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত পােশাক পরিধান করতে হবে, কিন্তু ভগ্নিগণ, যখন তােমরা কাপড় কিনে তােমাদের এবং সন্তানদের জন্য পােশাক তৈরি করছ, তখন তােমরা প্রভুর দ্রাক্ষাক্ষেত্রে কাজের কথা চিন্তা করবে যা এখনও সম্পন্ন করার অপেক্ষায় আছে। উত্তম কাপড় ক্রয় করে তা সতর্কতার সঙ্গে তৈরি করতে হবে। এটাই মিতাচার। দামী পরিপাটি বস্ত্রের প্রয়ােজন নেই এবং ওগুলাে কিনে আত্মতুষ্টির জন্য সেই অর্থ ব্যয় করা ঠিক নয়, যে অর্থ ঈশ্বরের কাজে ব্যয় করা যেতে পারে ।MYPBen 305.4

    আপনার পােশাক আপনাকে প্রভুর দৃষ্টিতে মূল্যবান করবে না। আপনার আভ্যন্তরীণ সজ্জা বা অলঙ্কার, আত্মার মাধুর্য, সদয় বাক্য, অপরের জন্য চিন্তাশীল বিবেচনা-ঈশ্বর এগুলাে মূল্যায়ন করেন। নিষ্প্রয়ােজনীয় সাজসরঞ্জাম বর্জন করে অর্থ কড়ি ঈশ্বরের কাজের অগ্রসরের স্বার্থে আলাদা করে রাখুন।MYPBen 306.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents