Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    বাহ্যিক চেহারা

    ঈশ্বর আপনার পক্ষে যে মহান আত্মত্যাগ করেছেন তার প্রতিদানে। তিনি তােমার কাছ থেকে কিছু একটা আশা করেন। তিনি চান আপনি যেন খ্রীষ্টিয়ান হন, শুধু নামে নয়, বরং কথাবার্তায় এবং পােশাক-পরিচ্ছদের। পােশাক-পরিচ্ছদে কুঁচি এবং পালকশােভিতকরণ অথবা অযথা সাজ-সজ্জা নয় বরং তিনি চান তুমি যেন সাধারণ পােশাকে সন্তুষ্ট থাক। তিনি তােমার চালচলন, আচার-আচরণকে আকর্ষণীয় করতে চান যাতে স্বর্গ তােমাকে অনুমােদন দিতে পারে । প্রিয় যুবক-যুবতিরা, এই প্রত্যাশায় তােমরা কি অসুখী হবে?MYPBen 338.2

    বাহ্যিক বেশ-ভূষণ সচরাচর মনের অবস্থা প্রকাশ করে, এবং আমাদের সতর্ক হওয়া প্রয়ােজন কারণ জগতের কাছে আমরা যে চিহ্ন তুলে ধরব তা দ্বারা আমাদের বিশ্বাস বিচারিত হবে। আমরা আশা করি, তােমরা প্রিয় সন্তান হিসেবে যীশুকে অনুসরণ করবে, সমস্ত কিছুতে তিনি যেভাবে তার ইচ্ছা প্রকাশ করেছে সেভাবে তাঁর প্রতি বাধ্য থাকবে। আমরা চাই যেন তােমরা তােমাদের অন্তরকে অলংকৃত করে তােমাদের ত্রাণকর্তাকে আন্তরিকভাবে অন্বেষণ কর। আর এভাবেই দিনের পর দিন যীশুর সাহায্যে, তােমরা নিজেদের জয় করতে পারবে। অহংকার এবং বাহ্যিক চেহারা প্রদর্শনের প্রতি প্রেম তােমাদের অন্তর থেকে এবং জীবন থেকে দূর হয়ে যাবে। মৃদুশীলতা ও সরলতার প্রতি প্রেম জাগ্রত হবে। আর এভাবে যুবক-যুবতিরা খ্রীষ্টের পক্ষে এক একজন বিশ্বস্ত সৌনিক হতে পারবে।MYPBen 338.3

    আমরা এমন এক ভয়ানক যুগে বসবাস করছি, যখন, যারা ঈশ্বরকে ভালােবাসে এবং তার বাধ্য বলে দাবি করে তারা তাদের প্রতিদিনের কাজে তাকে অস্বীকার করে । “কেননা মনুষ্যেরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্মনিন্দুক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রিয়, প্রচণ্ড, সদৃবিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্বান্ধ, ঈশ্বরপ্রিয় নয়, বরং বিলাসপ্রিয় হইবে। লােকে ভক্তির অবয়বধারী, কিন্তু তাহার শক্তি অস্বীকারকারী হইব।” ২ তিমথীয় ৩:২-৫। প্রিয় যুবক-যুবতিরা ঈশ্বর চান না যে এই সমস্ত লােকদের মধ্যে তােমাদের কাউকে পাওয়া যায় । তার বাক্য থেকে তােমরা শিখতে পারবে কিভাবে মন্দের মধ্যেও সােজা হয়ে দাড়িয়ে থাকতে হয়, আর অবশেষে তােমরা জয়ী হবে।...MYPBen 339.1

    “আর মেষশাবকের রক্ত প্রযুক্ত, এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত, তাহারা তাহাকে জয় করিয়াছে।” প্রকাশিত বাক্য ১২:১১। “তখন যাহারা সদাপ্রভুকে ভয় করিত, তাহারা পরস্পর আলাপ করিল, এবং সদাপ্রভু কর্ণপাত করিয়া শুনিলেন; আর যাহারা সদাপ্রভুকে ভয় করিত, ও তাহার নাম ধ্যান করিত, তাহাদের জন্য তাঁহার সম্মুখে একখানি স্মরণার্থক পুস্তক লেখা। হইল।” মালাখি ৩:১৬।MYPBen 339.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents