Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    পােশাক ও চরিত্র - ১১৮

    খ্রীষ্টের অনুসারীরা খ্রীষ্টের সাহায্যে পৃথিবীতে লবণ ও জগতের জ্যোতি হিসেবে প্রতিনিধিত্ব করে। খ্রীষ্টিয়ানদের রক্ষাকারী প্রভাব ছাড়া জগৎ আপন দূষণেই ধ্বংস হয়ে যেত। পূর্বে বর্ণিত খ্রীষ্টিয়ান বলে দাবীকৃত খ্রীষ্টিয়ানদের দিকে নজর দেই, যারা তাদের পােশাক ও ব্যক্তিত্বের প্রতি যত্নবান নয়; তারা তাদের পােশাকের মতই ব্যবসায়িক লেন-দেনের প্রতি উদাসীন; তারা অমার্জিত, অশিষ্টাচার, এবং চালচলনে রূঢ় প্রকৃতির; তারা আলাপে নীচ প্রকৃতির; একই সময় তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলাে প্রকৃত হীনবস্থা এবং খ্রীষ্টিয় জীবনের অবস্থা চিহ্নিত করে। আপনি একটু চিন্তা করুন তাে আমাদের ত্রাণকর্তা যদি এই সময় থাকতেন তাহলে তিনি ব্যক্তি হিসেবে তাদের পৃথিবীর লবণ এবং জগতের জ্যোতি বলতেন কি না? না, কখনই বলতেন না!MYPBen 341.1

    খ্রীষ্টিয়ানরা তাদের আলাপচারিতায় মানসিকভাবে উন্নত; আর যদিও তারা এটি বিশ্বাস করে যে নির্বোধ চাটুকারিতার মাধ্যমে নিজেকে নিচে নামানাে পাপ, আর তাই তারা নম্র, দয়ালু এবং সদাশয়। তাদের কথাবার্তাগুলাে সততা এবং সত্যতা প্রকাশ করে। তারা তাদের কার্যকলাপে তাদের ভ্রাতাদের ও পৃথিবীর প্রতি বিশ্বস্ত। পােশাকে তারা আতিশয্য এবং জাহির পরিহার করে; তবে তাদের হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, জমকালাে নয়, নিরহঙ্কার, এবং ব্যক্তির বিন্যাস ও রুচি অনুযায়ী সুসজ্জিত। বিশেষ করে পােশাকের ব্যাপারে এমনভাবে সতর্কতা অবলম্বন করতে হবে যেন তা পবিত্র বিশ্রামবারের জন্য এবং ঈশ্বরের আরাধনার জন্য পবিত্রতা বজায় থাকে ।MYPBen 341.2

    এই শ্রেণির লােকদের ও জাগতিক লােকদের মধ্যে সীমারেখা হতে হবে সুস্পষ্ট যেন পার্থক্য করতে ভুল না হয়। সেই সমস্ত নর-নারীরা যারা পূর্বে অসতর্ক ছিল এবং অভ্যাসের ব্যাপারে শিথিল ছিল তারা যদি সত্য গ্রহণ করে তবে তাদের প্রতি বিশ্বাসীদের প্রভাব হতে হবে দশগুণ বেশী যাতে তাদের মানসিক উন্নতি সাধিত হয় এবং সত্যের মধ্য দিয়ে গিয়ে পবিত্ৰীকৃত হয় যেন পরিষ্কার-পরিচ্ছন্নতা, বেশভূষা, এবং তাদের পােশাকের ব্যাপারে উত্তম রুচির অভ্যাসগুলাে অনুসরণ করতে পারে। আমাদের ঈশ্বর সুশৃঙ্খলার ঈশ্বর, এবং তিনি নােংরামি, অথবা পাপের প্রতি বিন্দুমাত্র সন্তুষ্ট হন না।MYPBen 341.3