Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    পােশাকের প্রভাব —১২০

    পােশাকের পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা নিরুৎসাহিত করি না। সঠিক স্বাদকে অবজ্ঞা নয়, দোষারােপও নয়। আমাদের বিশ্বাস, যদি এটি বজায় থাকে তাহলে তা পােশাকের ব্যাপারে আমাদের সহজ-সরল পােশাকের দিকে পরিচালিত করবে এবং ভালাে কাজ করতে উৎসাহিত করবে, যা আমাদের বৈশিষ্ট্যমণ্ডিত করে তুলবে। তবে পােশাকের ধারা এবং পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা যখন রুচি হারিয়ে ফেলি, কার্যত আমরা তখন সত্যকে পরিত্যাগ করি; কারণ সত্যে উন্নতি ছাড়া কখনও অবনতি হয় না। বিশ্বাসীরা যখন তাদের পােশাকের ব্যাপারে অমনােযােগী হয়, এবং তাদের আচরণে অমার্জিত ও রুক্ষ হয় তখন তাদের প্রভাব সত্যকে ব্যথিত করে। অনুপ্রাণিত প্রেরিত বলেন, “জগতের নিকটে এবং দূতগণের ও মনুষ্যের নিকটে আমরা আশ্চর্যরূপে নির্মিত হইয়াছি।” স্বঘােষিত খ্রীষ্টের অনুসারীরা জগতের কাছে যা প্রদর্শন করছে তার প্রতিদিনকার প্রভাবগুলাের ব্যাপারে গােটা স্বর্গরাজ্য খোজ-খবর রাখছে, ...। সাধারণ রুচিশীল পােশাক একজন বুদ্ধিসম্পন্ন নারীকে সর্বাধিক সুবিধাজনকরূপে উপস্থাপন করে। একজন ব্যক্তি কিভাবে এবং কি ধরণের পােশাক পরিধান করে তার উপর ভিত্তি করে আমরা তার চরিত্র মূল্যায়ন করে থাকি। একজন নিরহংকার, ঈশ্বর-ভয়শীল নারী পােশাকও পরেন সংযতভাবে । সাধারণ এবং উপযুক্ত পােশাক পছন্দের মধ্যে পরিমার্জিত রুচি ও একটি শিক্ষিত মন প্রকাশ পায়। যে সমস্ত যুবতি নারীরা ফ্যাশনের দাসত্ব থেকে দূরে পলায় তারা সমাজের কাছে এক একটি অলংকার। যে নারী তার পােশাকে সাধারণ ও সরল সে আচরণে দেখায় যে সে বােঝে যে একজন প্রকৃত নারী নৈতিক মূলবােধ দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত হয়। পােশাকের সরলতা কতই না মনােমুগ্ধকর, কতই না আনন্দদায়ক যার সৌন্দর্য ক্ষেত্রের বা বাগানের ফুলের সঙ্গে তুলনা করা যায়।-Review and Herald, November 17, 1904.MYPBen 345.1