Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    যুবক-যুবতিদের প্রতি প্রতিজ্ঞামাল

    যে সমস্ত যুবক-যুবতিরা খ্রীষ্টের অনুসারী তাদের সামনে একটি সংগ্রাম রয়েছে; জগৎ থেকে বেরিয়ে আসার জন্য প্রতিদিন তাদের ক্রুশ বহন করতে হবে এবং খ্রীষ্টের জীবনকে অনুসরণ করতে হবে। তবে যারা প্রথম ত্রাণকর্তার অন্বেষণ করে তাদের জন্য অনেক অনেক প্রতিজ্ঞার কথা লেখা আছে। প্রজ্ঞা মনুষ্য সন্তানদের ডেকে বলে, “যারা আমাকে প্রেম করে, আমিও তাহাদিগকে প্রেম করি, যাহারা সযত্নে আমার অন্বেষণ করে, তাহারা আমাকে পায়।” হিতােপদেশ ৮:১৭।MYPBen 369.3

    “তােমরা আপন আপন মনের কটি বাঁধিয়া মিতাচারী হও, এবং যীশু খ্রীষ্টের প্রকাশকালে যে অনুগ্রহ তােমাদের নিকটে আনীত হইবে, তাহার অপেক্ষাতে সম্পূর্ণ প্রত্যাশা রাখ। আজ্ঞাবহতার সন্তান বলিয়া তােমরা তােমাদের পূর্বকার অজ্ঞানতাকালের অভিলাষের অনুরূপ হইও না, কিন্তু যিনি তােমাদিগকে আহ্বান করিয়াছেন, সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও।” ১ পিতর ১:১৩-১৫। “কেননা ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হইয়াছে, তাহা সমুদয় মনুষ্যের জন্য পরিত্রাণ আনয়ন করে, তাহা আমাদিগকে শাসন করিতেছে, যেন আমরা ভক্তিহীনতা ও সাংসারিক অভিলাষ সকল অস্বীকার করিয়া সংযত, ধার্মিক ও ভক্তিভাবে এই বর্তমান যুগে জীবন যাপন করি, এবং পরমধন্য আশাসিদ্ধির জন্য, এবং মহান ঈশ্বর ও আমাদের ত্রাণকর্তা যীশু খ্রীষ্টের প্রতাপের প্রকাশ প্রাপ্তির জন্য অপেক্ষা করি। ইনি আমাদের নিমিত্তে আপনাকে প্রদান করিলেন, যেন মূল্য দিয়া আমাদিগকে সমস্ত অধর্ম হইতে মুক্ত করেন, এবং আপনার নিমিত্ত নিজস্ব প্রজাবর্গকে, সৎক্রিয়াতে। উদ্যোগী প্রজাবর্গকে, শুচি করেন।” তীত ২:১১-১৪। “কাউন্সেস টু টিচার্স, প্যারেন্টস, এন্ড স্টুডেন্টস,” পৃষ্ঠা. ৩২৫-৩৩০।MYPBen 369.4