Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    রক্ষার জন্য সামাজিক অবস্থান-১৩৬

    মানব জাতির সুবিধার্থে নিজেকে নিয়ােজিত করার খ্রীষ্টের দৃষ্টান্ত, যারা তাঁর বাক্য প্রচার করে তাদের এবং যারা তাঁর অনুগ্রহ পেয়েছে তাদেরও অনুসরণ করা উচিৎ। আমাদের সামাজিক সম্পর্ক অস্বীকার করা যাবে না । সকল শ্রেণীর লােকদের কাছে পৌছতে হলে, তারা যে স্থানে থাকে আমাদের সেখানে যেতে হবে। তারা স্বতঃপ্রবৃত্ত হয়ে আমাদের খুঁজকে করবে না। পরিশ্রমের অন্য একটি ক্ষেত্র আছে- বিনম্রতা, কিন্তু হতে হবে অঙ্গীকারপূর্ণ। এটি পাওয়া যাবে বিনম্র ব্যক্তির গৃহে, এবং মহৎ ব্যক্তির গৃহে; অতিথি পরায়ন পর্ষদে এবং নিরীহ ব্যক্তিদের সামাজিক সম্মেলনে।MYPBen 395.1

    খ্রীষ্টের শিষ্যহিসেবে আমরা পৃথিবীর আমােদ প্রিয় লােকদের সঙ্গে মূখতায় মিশব না। এমন মেলামেশায় কেবল ক্ষতিই হবে। আমরা কখনও আমাদের কথায় অথবা কাজে, আমাদের নীরবতায় আমাদের উপস্থিতির দ্বারা পাপ কাজে অনুপ্রাণিত হব না। আমরা যেখানেই যাই না কেন, আমরা যীশুকে আমাদের সঙ্গে রাখব এবং আমাদের ত্রাণকর্তাকে অন্যদের কাছে প্রকাশ করব। কিন্তু যারা তাদের ধর্ম প্রস্তর প্রাচীরের মাঝে লুকিয়ে রেখে সংরক্ষণ করার চেষ্টা করে, তারা সৎ কাজের অমূল্য সুযােগ হারায়। সামাজিক মেলামেশার মাধ্যমে খ্রীষ্টধর্ম জগতের সঙ্গে পরিচিত পায়। যারা ঐশ্বরিক আলাে পেয়েছে, তারা যারা জীবনের জ্যোতির সঙ্গে পরিচিত নয়, তাদের চলার পথ আলােকিত করবে।MYPBen 395.2

    আমাদের প্রত্যেকের যীশুর পক্ষে সাক্ষ্য দেওয়া উচিৎ। খ্রীষ্টের অনুগ্রহে পবিত্ৰীকৃত, আত্মাগণকে ত্রাণকর্তার কাছে আনার লক্ষে সামাজিক শক্তি বৃদ্ধি পাওয়া আবশ্যক। জগৎ দেখুক যে, আমরা নিজেদের স্বার্থে সম্পূর্ণরূপে অভনিবিষ্ট হচ্ছি না, কিন্তু আমরা চাই যেন আমাদের আশীর্বাদ এবং সুযােগসমূহ অন্য লােকও পেতে পারে। তারা দেখুক যে, আমাদের ধর্ম আমাদেরকে সমবেদনাশূন্য করে না। যারা স্বীকার করে যে, তারা খ্রীষ্টকে সুসমাচার প্রচারক রূপে পেয়েছে, তারা তিনি লােকদের উপকারের জন্য যেমন কাজ করতেন, তেমন কাজ করুক।MYPBen 395.3

    আমরা কখনও জগতের কাছে মিথ্যা ধারণা দেব না যে, খ্ৰীষ্টিয়ানগণ অবসাদগ্রস্ত, বিষন্ন, অসুখী লােক। যদি আমাদের চক্ষু যীশুর প্রতি নিবদ্ধ থাকে। তাহলে আমরা একজন সহানুভূসিম্পন্ন ত্রাণকর্তাকে দেখতে পাব, এবং তাঁর অবয়ব থেকে জ্যোতি ধরতে পারব। যে কোনাে স্থানে তার আত্মা আধিপত্য বিস্তার করে, যেখানে শান্তি বিরাজ করে। আর সেখানে আনন্দ থাকবে, কেননা তথায় শান্তি, ঈশ্বরে পবিত্র আস্থা বিরাজমান।MYPBen 396.1

    খ্রীষ্টের অনুসারীরা যখন প্রকাশ করে যে তারা মানব হয়েও ঈশ্বরীয় প্রকৃতির অংশীদার তখন খ্ৰীষ্ট সন্তুষ্ট হন। তারা মূর্তি নয়, কিন্তু জীবিত নরনারী। তাদের অন্তঃকরণ ঐশ্বরিক অনুগ্রহ দ্বারা পুনরায় সতেজ, উন্মুক্ত এবং ধার্মিকতার সূর্যের প্রতি প্রসারিত। যে জ্যোতি তাদের উপরে আলাে বিকিরণ করে, তা তারা অন্যদের উপরে কাজে প্রতিবিম্বিত করে যা খ্রীষ্টের প্রেমে আলােকিত। “ Desire of Ages” pp. 152, 153.MYPBen 396.2