Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    একজন দক্ষ পরিচালক

    বাইবেল চরিত্রের একটি পূর্ণাঙ্গ আদর্শ উপস্থাপন করে। এই পবিত্র গ্রন্থ, যা ঈশ্বর কর্তৃক অনুপ্রাণিত, এবং পবিত্র ব্যক্তিগণ কর্তৃক লিখিত, জীবনের সর্ব পরিস্থিতির মধ্যে একখানি পূর্ণাঙ্গ পথ নির্দেশক গ্রন্থ। এটি যুব এবং বৃদ্ধ। উভয়ের কর্তব্য পরিষ্কারভাবে প্রকাশ করে। যদি তুমি এটিকে জীবনের পরিচালক কর, এর শিক্ষামালা আত্মাকে উন্নত করবে। এটি মনকে উন্নত করবে, চরিত্রের উন্নতি সাধন করবে এবং হৃদয়ে শান্তি এবং আনন্দ দান করবে। কিন্তু তরুণ-তরুণিদের মধ্যে অনেকে তাদের নিজেদের ব্যাপার তারা নিজেদেরই হাতে নিয়েছে। এমন লােকদের আরও ঘনিষ্ঠভাবে বাইবেল অধ্যয়ন করতে হবে। এরা পৃষ্ঠাগুলােতে তাদের পিতা-মাতা এবং তাদের বিশ্বাসী ভ্রাতাদের প্রতি তাদের কর্তব্য রয়েছে। পঞ্চম আজ্ঞায় আমরা পাঠ করি, “তােমার পিতা ও তােমার মাতাকে সমাদর করিও, যেন তােমার ঈশ্বর সদাপ্রভ তােমাকে যে দেশ দিবেন, সেই দেশে তােমরা দীর্ঘ পরমায় হয়।” আমরা পুনরায় পাঠ করি, “সন্তানেরা প্রভুতে তােমাদের পিতা-মাতার আজ্ঞাবহ হও; কেননা ইহা ন্যায্য।”MYPBen 436.1

    আমরা যে শেষকালে বসবাস করছি তার একটি চিহ্ন হল, সন্তানেরা পিতা-মাতার অবাধ্য, অকৃতজ্ঞ অপবিত্র । ঈশ্বরের বাক্য দশ আওরি পরামর্শ এবং পিতা-মাতার প্রতি সমাদরে পরিপূর্ণ। এটি তরুণ-তরুণিদের উপরে; যারা তাদের শিশুকাল, যৌবনকাল এবং বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত পরিচালনা দান করেছেন, তাদের ভালােবাসা ও তত্ত্বাবধান করার জন্য একটি পবিত্র দায়িত্ব অর্পণ করেছে, এখন যারা তাদের উপর শান্তি এবং সখের জন্য নির্ভরশীল। বাইবেল এই বিষয়ের উপরে অনিশ্চিত কোনাে ঘােষণা দেয় না; তৎসত্ত্বেও, এর শিক্ষামালা বিশেষ ভাবে অগ্রাহ্য করা হচ্ছে।MYPBen 436.2

    যুবক-যুবতিদের অনেক শিক্ষা গ্রহণ করার প্রয়ােজন আছে; এবং অতি গুরুত্বপূর্ণটি হল, তাদের নিজেদেরকে জানা। তাদের কর্তব্য এবং তাদের পিতা-মাতা সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়ােজন এবং অবিরত খ্রীষ্টের স্কুলে মৃদুশীলতা এবং নম্রতা শিক্ষালাভ করতে হবে। তারা যেমন তাদের পিতামাতাদের প্রেম এবং সমাদর করবে, একই সময়ে তাদের অভিজ্ঞ ব্যক্তিদের বিচারে সমাদর প্রদর্শন করতে হবে, যাদের সঙ্গে তারা মণ্ডলীতে সংযুক্ত ।MYPBen 436.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents