Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    পিতামাতাদের পরামর্শ গ্রহণ করতে হবে

    আমাদের যুবক-যুবতিগণ কখন জ্ঞানবান হবে? এ কাজ কত দিন ধরে চলবে? শিশুরা কি তাদের নিজেদের ইচ্ছা এবং ঝোক অনুসারে চলবে এবং তাদের পিতামাতার পরামর্শ এবং বিচারের প্রতি অসম্মান দেখাবে? অনেক। সময় দেখা যায় তাদের পিতামাতাদের ইচ্ছার বা অগ্রাধিকারের উপর কখনও সম্মান দেখায় না অথবা, তাদের পরিপক্ব বিচার পছন্দ করে না। স্বার্থপরতা তাদের হৃদয়ের সন্তানােচিত ভালােবাসার হৃদয় দুয়ার বন্ধ করেছে। তরুণদের মন এই ব্যাপারের প্রতি জাগরুক হতে হবে । পঞ্চম আজ্ঞা হল একমাত্র আজ্ঞা যার সঙ্গে প্রতিজ্ঞা সংযােজিত; কিন্তু এটি হালকাভাবে ধরা হয়েছে, এবং এমন কি সন্দেহাতীত ভাবে প্রেমিকের দাবির জন্য তুচ্ছ করা হয়। মাতার প্রেম অবজ্ঞা, পিতার যত্নের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন নামক এসব পাপ অনেক যুবকযুবতির বিরুদ্ধে নিবন্ধিত রয়েছে।MYPBen 439.2

    এই বিষয়ে একটি ভুল ধারণা হল, যুবক-যুবতি ও অনভিজ্ঞদের প্রণয়ে ব্যাঘাত ঘটানাে উচিৎ নয়, তাদের ভালােবাসার মধ্যে কোনাে বাধা সৃষ্টি হওয়া উচিৎ নয়। যদি কোনাে বিষয় থেকে থাকে যা প্রতিটি দৃষ্টিভঙ্গি থেকে দেখা প্রয়ােজন ছিল, এটিই তাই। এ বিষয়ে উভয় পক্ষের অন্যদের অভিজ্ঞতার সাহায্য, এবং একটি ধীরতা, সতর্কতামূলক বিবেচনা সুস্পষ্টরূপে একান্ত প্রয়ােজন। এটি একটি বিষয়, যা সম্পূর্ণরূপে অধিকাংশ লােকদের দ্বারা হালকা ভাবে নেওয়া হয়।MYPBen 439.3

    তরুণ বন্ধুগণ, তােমার ঈশ্বর এবং ঈশ্বর-ভয়শীল পিতামাতাদের তােমার পরামর্শের জন্য আহ্বান কর। বিষয়টি নিয়ে প্রার্থনা কর । প্রতিটি ভাবাবেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা কর, এবং যার সঙ্গে তােমার জীবনের ভাগ্য সংযুক্ত করবে তার চরিত্র গঠন সতর্কতার সঙ্গে লক্ষ কর। যে পদক্ষেপ তুমি নেবে বলে চিন্তা করছ, তা তােমার জীবনের অতীব গুরুত্বপূর্ণ বিষয়, এবং এ পদক্ষেপ তাড়াহুড়া করে গ্রহণ করা ঠিক না। ভালােবাসতে পার, কিন্তু অন্ধের। মত ভালােবাসবে না।MYPBen 440.1

    সতর্কতার সঙ্গে বিবেচনা করে দেখ, তােমার বিবাহিত জীবন সুখের হবে কি-না, অথবা সঙ্গতীহীন এবং দুঃখের হবে কি-না। তােমার মনে এই প্রশ্ন জেগে উঠুক এই বিবাহ কি আমাকে স্বর্গপথে চলতে সাহায্য করবে? এটি কি আমাকে ঈশ্বরের জন্য আমার ভালােবাসা বদ্ধি করবে? আর এটি কি ইহ জীবনে আমার উপকারের পরিধি বৃদ্ধি করবে? যদি এই সব মানসিক চিন্তার কোনাে অসুবিধা না হয়, তা হলে ঈশ্বর ভয়ে সামনে এগিয়ে যাও।MYPBen 440.2

    যার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচছ, তার আচার আচরণ ও চরিত্রের বিষয়ে সম্পূর্ণ বােঝাপড়া না থাকা সত্তেও যদি বাগদান হয়ে যায়, তাহলেও মনে করবে না, যাকে তুমি ভালােবাসতে পার না ও সম্মান কর না তাকে তােমার জীবনের সঙ্গে জড়িয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া একান্ত অপরিহার্য। বাগদানের ধাপে প্রবেশের ক্ষেত্রে তুমি খুবই সতর্ক হও; কিন্তু সবচেয়ে ভালাে হবে যদি তুমি বিবাহের পরে বিচ্ছেদ না ঘটিয়ে- যেমন অনেকে করে বিয়ের আগেই বাগদান ভেঙ্গে দেও।MYPBen 440.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents