Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    শয়তানের বিশেষ প্রচেষ্টা—১২

    আমাকে দেখানাে হয়েছে যে, আমাদের চারদিকে প্রহরী নিযুক্ত করতে হবে, এবং ধৈর্য সহকারে শয়তানের বক্রোক্তি এবং চাতুর্য প্রতিরােধ করতে হবে। সে দীপ্তিময় দূতের বেশ ধারণ করেছে, এবং সে সহস্র বন্দীকে প্রতারিত এবং পরিচালিত করছে। সে মানব মনের বিজ্ঞানের যে সুযােগ-সুবিধা নিচ্ছে। তা অতীব ভয়াবহ। সে সর্পতুল্য, অতিন্দ্রীয় রূপে অলক্ষ্যে ঈশ্বরের কাজকে নষ্ট-ভ্রষ্ট করার জন্য ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। খ্রীষ্টের অলৌকিক কাজ এবং খ্রীষ্টের কাজকে, সে মানবীয় কাজে রূপ দিচ্ছে।MYPBen 51.1

    যদি শয়তান খ্রীষ্ট ধর্মের উপর একটি প্রকাশ্যে, সজোর আক্রমণ করে, তাহলে তা অত্যন্ত ক্লেশ এবং আর্তনাদ সহ খ্রীষ্টিয়ানদের তার মুক্তিকর্তার চরণে আনয়ন করতে পারে, ফলে শক্তিশালী মহা ক্ষমতা সম্পন্ন মুক্তিদাতা সাহসী শত্রুকে ভয় দেখাবেন। কিন্তু শয়তান, দীপ্তিময় দূতের বেশ ধারণ করে, একমাত্র নিরাপদ সঠিক পথ থেকে মনকে মুগ্ধ করে নিয়ে যায়। মস্তিষ্ক তথ্য, মনােবিজ্ঞান, এবং সম্মােহন বিদ্যা সেই মাধ্যম যা দ্বারা শয়তান এই যুগের লােকদের কাছে আরও সরাসরি ভাবে এসেছে, এবং সেই শক্তি দ্বারা কাজ করেছে যা পরীক্ষাকালের শেষে তার কাজকে চিহ্নিত করেছে। ...।MYPBen 51.2

    - যেমন আমরা শেষকালের নিকটবর্তী হচ্ছি, মানব মন শয়তানের চাতুর্য দ্বারা অতি সত্বর প্রভাবিত হচ্ছে। সে প্রতারিত মরণশীল লােকদের, সাধারণ নীতিমালার কাজ এবং খ্রীষ্টের অলৌকিক কাজের জন্য বিবেচনার দিকে পরিচালিত করে। শয়তান কখনও খ্রীষ্টের কাজ নকল করার এবং তার নিজ শক্তি এবং দাবিসমূহ স্থাপন করার জন্য উদ্যোগী হয়নি। সে সাধারণত এটি উন্মুক্ত এবং দৃঢ় ভাবে করে না। সে ধূর্ত, আর সে জানে যে তার কাজ সম্পন্ন করার অতীব ফলপ্রসূ উপায় হল, একজন দীপ্তিময় দূতের বেশে বেচারা পতীত মানবের কাছে আসা।MYPBen 51.3

    প্রান্তরে শয়তান একজন সুন্দর যুবকের বেশে খ্রীষ্টের কাছে এসেছিল একজন পতীত দূতের বেশে নয়, কিন্তু একজন সম্রাটের ন্যায়। সে তার মুখে শাস্ত্রীয় বাণী সহ এসেছিল। সে বলেছিল, “কেননা লেখা আছে, ইত্যাদি । আমাদের দুঃখভােগী ত্রাণকর্তা শাস্ত্রীয় বাণী সহ তার মােকাবিলা করেন, এই বলে, “কেননা লেখা আছে” শয়তান দুর্বল, খ্রীষ্টের দুঃখভােগ পরিস্থিতির সুযােগ গ্রহণ করে। তিনি তাঁর ওপর আমাদের মানব প্রকৃতি ধারণ করেছিলেন। ...MYPBen 51.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents