Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    স্বর্গীয় দিকনির্দেশনা অম্বেষণ

    বিবাহ করার পরিকল্পনার পূর্বে কোন পুরুক্ষ ও নারী উভয়ই যদি দিনে দুইবার প্রার্থনা করতে অভ্যস্ত হয়ে থাকে তবে, এই ধরণের পদক্ষেপ গ্রহণ করতে যাওয়ার চিন্তা করার সঙ্গে সঙ্গে তাদের দিনে অন্তত চারবার প্রার্থনা করতে হবে। এই জগৎ ও ভাবি জগৎ উভয়ের ক্ষেত্রে বিবাহ হল এমন কিছু যা আপনার জীবনকে প্রভাবিত ও ভাবাবেগকে নাড়া দেয়। একজন সৎ খ্রীষ্টিয়ান তার জীবনের প্রতিটি পথে ঈশ্বরের অনুমােদন আছে এমন ধারণা না নিয়ে সে এই পথে তার পরিকল্পনা নিয়ে অগ্রসর হবে না। সে তার নিজের জন্য বেছে নিতে চাইবে না, বরং সে অনুভব করবে যে ঈশ্বর নিশ্চয়ই তার জন্য পছন্দ করে দেবেন। আমরা নিজেদের সন্তুষ্ট করার জন্য নয়, কারণ খ্রীষ্ট নিজেকে সন্তুষ্ট করেন নি। এ কথা বলে আমি এটি বুঝাতে চাচ্ছি না যে, যে যাকে ভালােবাসে না সে তাকে বিবাহ করুক। এটি করলে পাপ হবে। তবে ধ্বংস হওয়ার জন্য পরিচালিত হতে কামনা বাসনা ও তীব্র ভাবাবেগীয় স্বভাবকে প্রশ্রয় দেওয়া কোনাে ক্রমেই চলবে না। ঈশ্বর সমস্ত অন্তঃকরণ, সর্বোত্তম ভালােবাসা প্রত্যাশা করেন।MYPBen 450.3

    আমাদের বর্তমান সময়ের বিবাহগুলাের মধ্যে অধিকাংশ বিবাহ যেভাবে পরিচালনা করা হয় তাতে সেগুলাে শেষকালীন চিহ্নাবলীর একটিতে পরিণত হয়। নর ও নারীরা এতটাই একরােখা, এতটাই নাছােড়বান্দা যে, বিবাহের ব্যাপারে ঈশ্বর সমস্ত প্রশ্নের বাইরেই রয়ে যান। ধর্ম একপাশে পড়ে থাকে, মনে হয় যেন পবিত্র ও গুরুত্বপূর্ণ এই ব্যাপারে ধর্মের কোনাে স্থান নেই। যারা সত্য বিশ্বাস করে বলে দাবী করে কিন্তু তারা যদি সেভাবে পবিত্র চিন্তা না করে, এবং তারা যদি তাদের চিন্তা ও চরিত্রে খুবই উল্লসিত হয় তবে তারা পাপী হিসেবে কখনও ঈশ্বরের সম্মুখে দয়া ও করুণা পাবার উপযুক্ত হতে পারবে না, কারণ তারা তাদের দাবী অনুযায়ী নিজেদের আলােকিত করতে পারে নি। --রিভিউ অ্যান্ড হেরাল্ড, সেপ্টেম্বর ২৫, ১৮৮৮।MYPBen 451.1