Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    বিবাহের দায়িত্ব- ১৫৫

    এমন অনেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় যারা সম্পত্তির মালিক নন, আর যাদের পৈতৃক কোনাে সম্পত্তি নেই। তাদের সম্পত্তি অর্জন করার মত দৈহিক শক্তি কিম্বা মনের জোর নেই। এ ধরণের ব্যক্তিরাই বিয়ে করতে তাড়াহুড়াে করে, এবং যে বিষয়ে তাদের কোনাে ধারণা থাকে না সে দায়িত্ব নিজেদের কাঁধে নেয়। তাদের কোনাে মহৎ বা উন্নত অনুভূতি থাকে না, একজন স্বামী কিম্বা বাবার কর্তব্য, একটি পরিবারের চাহিদা পূরণ করতে তাদের কত ব্যয় করতে হবে, এ সম্বন্ধে তাদের কোনাে যথাযথ ধারণা থাকে না। তাদের পরিবার বদ্ধি পাওয়ায় তাদের ব্যবসায়িক লেনদেনে প্রদর্শিত পরিমাণের চাইতে অধিক কোনাে সঙ্গতি দেখা যায় না ।...MYPBen 452.1

    বিবাহ প্রতিষ্ঠার পেছনে স্বর্গ থেকেই পরিকল্পনা ছিল যে এটি মানুষের জন্য একটি আশীর্বাদস্বরূপ হবে; কিন্তু সার্বিক দৃষ্টিতে, এমন অন্যায়ভাবে বিবাহের সুবিধা নেয়া হয়েছে যে তা ভীষণ অভিশাপে পরিণত হয়েছে। বেশির ভাগ স্ত্রী-পুরুষ এমনভাবে বিবাহে প্রবেশ করেছে যেন তাদের জন্য প্রশ্নটি ছিল তারা দুজন পরস্পরকে ভালােবাসে কিনা তা প্রমাণ করা। কিন্তু তাদের এটা উপলব্ধি করা উচিৎ যে বিবাহের সম্পর্ক এর থেকেও অনেক বড় একটি দায়িত্ব তাদের ওপর এনে দেয়। তাদেরকে বিবেচনা করতে হবে যে তাদের সন্তানেরা। শারীরিক সুস্বাস্থ্যের, মানসিক এবং নৈতিক শক্তির অধিকারী হবে কি না। কিন্তু অল্প লােকই উন্নত উদ্দেশ্য এবং উন্নত বিবেচনা নিয়ে চলছে যা তারা হালকা ভাবে পরিত্যাগ করতে পারে না, ঐ সমাজের তাদের উপর দাবি আছে, যে, তাদের পরিবারের প্রভাব ঊর্ধ্বে অথবা নীচের মান সম্পর্কে বলবে। -“ A Solemn Appeal,” pp. 63, 64 (Edition: Signs Publishing Company Limited).MYPBen 452.2