Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    বিবাদের মধ্য দিয়ে চরিত্রের শক্তি — ১৯

    খ্রীষ্টের জীবনের প্রথম ত্রিশ বছর নাসারতের অখ্যাত গ্রামে কেটেছে। এই গ্রামের লােকেরা তাদের দুর্বলতার জন্য প্রবাদতুল্য ছিল, এই নিমিত্ত নথনিয়েল বলেছেন: “নাসারৎ হইতে কি উত্তম কিছু বাহির হইতে পারে ?” প্রচারকগণ বলেন, খ্রীষ্টের প্রাথমিক জীবন সম্পর্কে খুব সামান্যই বলা হয়েছে । তাঁর পিতার সঙ্গে যিরূশালেমে যাত্রার সংক্ষিপ্ত বিবরণ ছাড়া আমাদের কাছে কেবল সাধারণ ভক্তি রয়েহে, “আর শিশুটি জ্ঞানে, বয়সে এবং ঈশ্বরের ও মনুষ্যের নিকটে অনুগ্রহে বৃদ্ধি পাইতে থাকিলেন; আর ঈশ্বরের অনুগ্রহ তাঁহার। উপরে ছিল।”MYPBen 72.1

    সমস্ত কিছুর মধ্যে খ্রীষ্ট আমাদের আদর্শ। ঈশ্বরের দূরদর্শীতায়, তার প্রাথমিক জীবন নাসারতে অতিবাহিত হয়েছিল, যেখানে লােকেরা এমন চরিত্রের অধিকারী ছিল যে, তা অবিরত তার কাছে প্রলােভন স্বরূপ ছিল, আর । তা তাঁর কাছে আবশ্যক ছিল, যেন তিনি এরূপ পরিস্থিতির মধ্যে পবিত্র এবং নিষ্কলঙ্ক থাকতে পারেন। খ্রীষ্ট স্বয়ং এরূপ স্থান মনােনয়ন করেন নি। তার স্বর্গস্থ পিতা তার জন্য এই স্থান মনােনয়ন করেছিলেন, যেখানে বিভিন্ন উপায়ে। তাঁর চরিত্রের পরীক্ষা করা হয়। খ্রীষ্টের প্রাথমিক জীবন প্রচণ্ড রকমের পরীক্ষা, কঠিন শ্রম, এবং বিবাদের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছিল যেন তিনি নিখুঁত চরিত্র গঠন করতে পারেন; যাতে তিনি শিশু, যুবক, পূর্ণবয়স্ক মানবের জন্য একটি নিখুঁত আদর্শ স্বরূপ হতে পারেন।MYPBen 72.2

    শিশু এবং যুবক-যুবতিগণ প্রায়ই এমন স্থানে অবস্থান নেয় যেন তাদের পারিবারিক অবস্থা খ্রীষ্টিয় জীবনের অনুকূলে ছিল না, আর তারা খুব সহজে প্রলােভনে পড়ে, এবং ক্রমাগত পাপের একটি পথ অনুসরণ করার জন্য অজুহাত তুলে ধরে যে, তাদের পরিবেশ সন্তোষজনক নয়। জীবনের মধ্য দিয়ে তার হস্ত ব্যস্ত রেখে খ্রীষ্ট অবসর মনােনয়ন করেছিলেন, তিনি প্রলােভনকে। আমন্ত্রণ জানাননি, কিন্তু একটি সমাজ থেকে নিজেকে পৃথক রেখেছেন— যাদের প্রভাব ছিল ভ্রষ্ট। খ্রীষ্ট তার চরণ অতীব বন্ধুর স্থানে স্থাপন করেছেন, যেখানে শিশু এবং যুবক-যুবতিদের চলতে আহ্বান করা হয়। তিনি তাঁকে এমন একটি জীবন দেন নি যা তাঁকে একটি প্রভাব এবং শ্রমবিমুখতার মধ্যে রাখবে। তার পিতা-মাতা ছিলেন দরিদ্র, এবং তাদের বেঁচে থাকার জন্য দৈনন্দিন কাজের উপর নির্ভর করতে হত, সুতরাং খ্রীষ্টের জীবন ছিল একটি দারিদ্র, আত্ম অস্বীকার এবং আরাম-আয়েশ বঞ্চিত জীবন। তিনি তাঁর পিতা মাতার সঙ্গে কঠিন পরিশ্রম সহভাগ করতেন।MYPBen 72.3