Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    আত্মবিশ্বাস এবং অন্ধত্ব

    প্রবঞ্চিত এবং প্রতারিত যুবকদের চোখ যদি খােলা যেত, তবে তারা। আত্মাগণের ধ্বংস করার কৃতকার্যতায় শয়তানের অতিশয় ধূর্ত মহােল্লাস দেখতে পেত। প্রতিটি পরিকল্পনায় সাধ্যমত সে বিভিন্ন উপায়ে তার প্রলােভন কার্যকর করে তােলার এবং লক্ষ্য পূরণে তাদের ঝামেলায় জড়ানাের চেষ্টা করে। সে প্রতিটি চালাকি কার্যকর করে তােলার চেষ্টা করে, এবং যদি তারা ঐ সব প্রলােভনের বিষয়ে ঈশ্বরের সাহায্যের অন্বেষণ না করে তবে তারা প্রতারণায় অন্ধিভূত হবে এবং আত্মবিশ্বাসী এবং স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠবে এবং তাদের পরিস্থিতি এবং বিপদ সম্পর্কে অজ্ঞান থাকবে। তারা অতি সত্বর বিশ্বাস অবজ্ঞা করবে যা একবার ধার্মিকগণের কাছে প্রকাশ করা হয়েছে।MYPBen 80.2

    আমি এমন একজন হিসেবে যুবকের কাছে কথা বলছি যার কাছে, প্রভু তার চলার পথের সঙ্কট সমূহ প্রকাশ করেছেন। নিজেদের উপর আত্মবিশ্বাস তােমাকে শত্রুর পাশ জালের মধ্যে পরিচালিত করবে। যুবকেরা ঈশ্বরের পরামর্শ যাচা করে না, এবং তাঁকে তাদের রক্ষাকবচ এবং শক্তিরূপে স্বীকার করে না। তারা এই বিশ্বাসে সকল নিশ্চয়তা সহ সমাজে প্রবেশ করে যে, তারা সম্পূর্ণরূপে সঠিকটি বেছে নিতে পারে এবং ঐশ্বরিক নিগূঢ় রহস্য বুঝতে পারে, কেননা তাদের বিচার শক্তির কারণে তারা যেন নিজেরাই সত্য আবিষ্কার করতে পারে।MYPBen 80.3

    তাদের জন্য আমার অধিক ভয়, যারা যে কোনাে লােকদের অপেক্ষা আত্ম বিশ্বাসী, কেননা তারা নিশ্চয়ই জালে জড়িয়ে পড়বে যা ঈশ্বর এবং মনুষ্যের মহা শত্রু কর্তৃক স্থাপন করা হয়েছে। কোনাে কোনাে সঙ্গী যে একজন পরিচিত বন্ধুর তুল্য, যে ভ্রষ্টতা এবং সন্দেহ দ্বারা আপত্তিকর কিছুতে জড়িত, তারা এই শ্রেণীর লােকদের মনের মধ্যে অবিশ্বাসের তাড়ী ফোটায় ফোঁটায় প্রবেশ করায়। তাদের বুদ্ধিবৃত্তি সম্পন্ন মহত্ত্ব ও তাদের তালন্তের চাটুকারিতার মাধ্যমে, তাদের মধ্যে উচ্চ পদের জন্য একটি উচ্চাকাঙ্ক্ষা উদ্দীপিত করে তাদের মনােযােগ আকর্ষণ করা হবে এবং তাদের ওপর নৈতিক ধ্বংস নেমে আসবে। যারা তাদের নিজেদের মতবাদে উন্নত, তারা যজ্ঞের বলির রক্ত অবজ্ঞা করবে, এবং অনুগ্রহের আত্মার প্রতি অবজ্ঞা প্রকাশ করবে।MYPBen 81.1

    বিশ্রামবার পালনকারী লােকদের সন্তান-সন্ততিগণ, যাদের মহৎ জ্যোতি আছে, তাদের কোমলতম স্বাতন্ত্রের বস্তু রয়েছে, তারা এমন ব্যক্তি হতে পারে যারা লজ্জার উত্তরাধীকার পরিত্যাগ করবে, যারা বায়ুতে বীজবপন করবে এবং সে ঘুর্ণিবায়ু চয়ন করবে। যারা মহা জ্যোতির বিরুদ্ধে পাপ করেছে, তাদের নাম বিচারে তাদের সঙ্গে লিখিত হবে, যারা সান্নিধ্য এবং তাঁর শক্তির পরাক্রম হতে পৃথক হয়েছে। তারা হারিয়ে যাবে, এবং খ্রীষ্টের অনুগ্রহের নিদারুণ ঘৃণার সঙ্গে গণিত হবে।MYPBen 81.2

    আমি আমার সন্তানদেরকে মৃত্যুর পথে পরিচালিত হতে না দেখে বরং কবরে শায়িত দেখব। ভয়াবহ ঘটনা হল যে, আমি সন্তানদের লালন-পালন করেছি স্বর্গের ঈশ্বরের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, শেষকালীন ধর্মোদ্রোহীদের দলে বৃদ্ধি পেয়ে শয়তানের কৃষ্ণ পতাকার নিচে অগ্রসর হওয়ার জন্য, এটি আমার কাছে একটি মারাত্মক ভয়ের চিন্তা স্বরূপ হবে ।MYPBen 81.3