Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    নৈতিক সাহস প্রয়ােজন

    আমাদের যুবক-যুবতিগণ সব দিক থেকেই প্রলােভনের সম্মুখীন হবে, এবং তাদের এমনভাবে শিক্ষিত হতে হবে যেন তারা উচ্চতর শক্তিতে, শিক্ষায় নির্ভর করে যা মরণশীল মানব দিতে পারবে না। প্রত্যেক স্থানে প্রভুর অবজ্ঞাকারীরা রয়েছে, যারা অভ্যাসগতভাবে খ্রীষ্ট ধর্মের ওপর ঘৃণা ছুড়ে মারবে। তারা এগুলােকে মূর্খতার সহজ বিশ্বাসের উপরে আরােপ করার জন্য শিশুদের খেলনার বিষয় বলে আখ্যা দেয়।MYPBen 82.1

    যাদের নৈতিক শক্তি নেই, তাদের এ কথা বলার সাহস নেই: “এ ধরণের আলাপ-আলােচনা যদি বন্ধ না হয় আমি তােমাদের সান্নিধ্যে থাকতে পারি না। বিশ্বের ত্রাণকর্তা, যীশু আমার মুক্তিদাতা, তাতেই আমার অনন্ত জীবনের প্রত্যাশা কেন্দ্রিভূত।” কিন্তু এটাই তাদেরকে নীরব রাখার একটি উপায়। যদি তুমি তাদের সঙ্গে তর্ক কর, তাহলে তারা তর্ক-বিতর্ক করবে, এবং তুমি এমন কিছুই বলতে পারবে না, যা তাদেরকে স্পর্শ করবে; কিন্তু যদি তুমি খ্রীষ্টের জন্য জীবিত থাক; তুমি যদি স্বর্গের ঈশ্বরের প্রতি তােমার আনুগত্যে অটল থাক, তবে তুমি তাদের জন্য যা করতে পার তা বিতর্ক দ্বারা করতে ব্যর্থ হবে, এবং ঈশ্বরত্বের শক্তি দ্বারা তাদেরকে তাদের ধর্মতত্ত্বের প্রতারণা থেকে স্বমতে আনতে পারবে।MYPBen 82.2

    যারা খ্রীষ্টের রক্ত দ্বারা ক্রীত, যাদের কাছে তালন্ত গচ্ছিত রাখা হয়েছে, যার দ্বারা তারা ঈশ্বরের গৌরব করতে পারে; যে বার্তা সুসমাচারের মধ্যে প্রেরণ করা হয়েছিল, তা নিয়েই যদি তারা ঠাট্টা করে, খ্রীষ্টের ঈশ্বরত্ব অস্বীকার করে, তাদের নিজেদের সব যুক্তির উপর নির্ভর করে, এবং ভিত্তিহীন বিষয় নিয়ে তর্ক করে তবে তার চেয়ে দুঃখের দৃশ্য আর হতে পারে না। যখন উৎপীড়নের দ্বারা পরীক্ষিত হয়, যখন মৃত্যুর মুখােমুখি হয়, যে সব প্রতারণা তারা ভালােবেসেছে, তা রােদের মধ্যে বরফের ন্যায় গলে নিঃশেষ হয়ে যাবেMYPBen 82.3

    যে ঐশ্বরিক অনুগ্রহের আবেদন প্রত্যাখ্যান করেছে তার শবাধারের, কাছে গিয়ে দাঁড়ানাে কতই ভয়াবহ ব্যাপার! এটি বলা কিরূপই ভয়াবহ ব্যাপার: এই একটি হারানাে জীবন! এই সেই ব্যক্তি যে, সর্বোচ্চ শিখরে। পৌছতে পারত এবং অমরত্ব লাভ করতে পারত, কিন্তু সে শয়তানের কাছে তার জীবন সমর্পণ করেছে, মানুষের মিথ্যা দর্শন বিদ্যার ফাঁদে আটকে পড়েছিল, এবং মন্দ ব্যক্তির খেলার পুতুল হয়েছে! জীবনের কাছে খ্রীষ্টিয়ানের প্রত্যাশা একটি নােঙ্গরের মত, নিশ্চিত এবং অবিচল উভয়ই, এবং এটি এমন কিছুর মধ্যে প্রবেশ করে যা পর্দার মধ্যে, যেখানে আমাদের জন্য খ্রীষ্ট প্রথমে প্রবেশ করেছেন। আমাদের সম্মুখে মহৎ ঘটনাবলির জন্য প্রস্তুত হবার লক্ষ্যে আমাদের একটি ব্যক্তিগত কাজ রয়েছে।MYPBen 82.4

    ______________________________________

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents