Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    অনুমােদিত বিজয় — ২৭

    যদি আমরা আমাদের সমস্ত শক্তির-উৎসের সঙ্গে সংযুক্ত করি তাহলে আমাদের কি পরিমাণ শক্তি হবে সেই শক্তির ক্ষমতা সম্পর্কে আমাদের সামান্যই ধারণা রয়েছে। আমরা বার বার পাপে পড়ি, এবং মনে করি এটি সব সময় এমনটাই ঘটবে। আমরা আমাদের দুর্বলতার সঙ্গে লেগেই থাকি, মনে হয় এমন কিছু যা ঢেলে ফেলা যায়। খ্রীষ্ট আমাদের বলেন যে, যদি আমরা বিজয়ী হতে চাই, তাহলে আমাদের মুখ একটি চকমকি পাথরের ন্যায় স্থাপন করতে হবে। তিনি তাঁর নিজ দেহ কাঠের উপরে স্থাপন করে আমাদের পাপ সকল বহন করেছেন; এবং তিনি আমাদের যে শক্তি দিয়েছেন তার মাধ্যমে জগৎ, মাংস, এবং দিয়াবলের প্রতিরােধ করতে পারি। এ কারণে আমরা আমাদের দুর্বলতা এবং অদক্ষতার কথা বলব না, কিন্তু খ্রীষ্ট এবং তার শক্তির কথা বলব। যখন আমরা শয়তানের শক্তির কথা বলি, তখন শত্রু আমাদের ওপর তার শক্তি আরাে দৃঢ়ভাবে প্রয়ােগ করে। আমরা যখন মহা ক্ষমতাশালী ব্যক্তির কথা বলি, শত্ৰু পিছু হটে যায়। আমরা যখন ঈশ্বরের কাছে আকর্ষিত হই তিনিও আমাদেরকে তার কাছে আকর্ষণ করেন । ...।MYPBen 99.1

    আমরা অনেকেই আমাদের সুযােগের সদ্ব্যবহার করতে ব্যর্থ হই । আমরা সঠিক কাজটি করার জন্য কয়েকবার দুর্বল প্রচেষ্টা চালাই, এবং পরে আমরা আমাদের পুরাতন জীবন এবং পাপের মধ্যে ফিরে যাই। যদি আমরা কখনও ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি, তবে আমাদের সিদ্ধ চরিত্র নিয়ে যেতে হবে, আমাদের চরিত্রে কোনাে দাগ, কোনাে কোচকানাে রেখা, অথবা এমন কোনাে কিছু থাকবে না। আমরা যেমন শেষ কালের নিকটবর্তী হচ্ছি, শয়তান আরও বেশি সক্রিয়ভাবে কাজ করছে। সে আমাদের অলক্ষ্যে তার ফাদ পেতে রাখে, যেন সে আমাদের মনে স্থান করে নিতে পারে। প্রতিটি উপায়ে সে আত্মা হতে ঈশ্বরের গৌরব অন্ধকারাচ্ছন্ন করার চেষ্টা করে। এটি আমাদের উপর নির্ভর করে, সে আমাদের হৃদয় এবং মনকে নিয়ন্ত্রণ করবে না অব্রাহামের খামারে একটি উপাধি ধারণ করে আমরা নতুন পৃথিবীতে একটি স্থান গ্রহণ করব।MYPBen 99.2

    মানব প্রচেষ্টার সঙ্গে ঈশ্বরের শক্তির সংমিশ্রণ আমাদের জন্য একটি গৌরবময় বিজয় কার্য সাধন করেছে। আমরা কি এর প্রশংসা করব না? স্বর্গের সমস্ত ধন যীশুতে আমাদেরকে দেয়া হয়েছে। ঈশ্বর শত্রুর সঙ্গে ষড়যন্ত্রের সভায় যােগ দেবেন না, তিনি বলেন যে, তিনি যা করেছেন তার চেয়ে আরও অধিক কিছু করতে পারেন। স্বর্গের দূতগণ সাক্ষ্য দিতে পারেন যে, তিনি যে বিশ্ব সৃষ্টি করেছেন তিনি আরও অধিক কিছু করতে পারেন। ঈশ্বরের শক্তির উৎস রয়েছে, যে বিষয় আমরা এখনও তার কিছুই জানি না, আর এসব থেকে তিনি আমাদের প্রয়ােজনের সময় জোগান দেবেন। কিন্তু আমাদের শ্রম স্বর্গের সঙ্গে যুক্ত হবে। আমাদের বুদ্ধিমত্তা, আমাদের সহজে প্রত্যক্ষ করার শক্তি, আমাদের সত্তার সর্ব শক্তির অনুশীলন করতে হবে।... যদি জরুরী অবস্থায় ফিরে আসি, এবং প্রভুর অপেক্ষা রত মানবের ন্যায় অস্ত্রসজ্জিত হই; যদি আমরা আমরা আমাদের চরিত্রের প্রত্যেকটি খুঁতের উপরে বিজয়ই হই, ঈশ্বর আমাদের বর্ধিত জ্যোতি-শক্তি-সাহায্য দেবেন। . The Youth’s Instructor, January 4, 1900.MYPBen 100.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents