Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    যুবক-যুবতিদের প্রতি একটি আহ্বান—২

    ঈশ্বর চান যুবক-যুবতিরা যেন তার মহান কাজের জন্য প্রস্তুত হতে এবং দায়িত্ব বহনের জন্য উপযুক্ত হতে আন্তরিক হয়। ঈশ্বর নির্দোষ-মনা, শক্তিশালী, সাহসী, এবং যারা সম্মুখ-সংগ্রামে দৃঢ়সংকল্প এমন যুবক-যুবতিদের আহ্বান জানান, যেন তারা ঈশ্বরের গৌরব করতে পারে এবং মানব জাতির আশীর্বাদ স্বরূপ হয়। যদি যুবক-যুবতিরা বাইবেলকে তাদের অধ্যয়ন পুস্তক করে, যা তাদের দ্রুত ধাবমান বাসনাকে শান্ত করে, এবং তাদের স্রষ্টা ও মুক্তিকর্তার রব শােনে, তাহলে তারা কেবল ঈশ্বরের সঙ্গেই শান্তি রক্ষা করবে না, কিন্তু তারা নিজেদের সমর্থ এবং নীতি ও বুদ্ধির দিক দিয়ে উন্নত দেখবে। আমার যুব-বন্ধু, এটি হবে তােমার চিরস্থায়ি আগ্রহ, ঈশ্বরের বাক্যের শিক্ষামালায় মনােযােগ প্রদান করবে, কেননা ঐসব তােমার কাছে অমূল্য গুরুত্বপূর্ণ হবে।MYPBen 17.1

    আমি তােমাদের অনুনয় বিনয় করি, যেন তােমরা জ্ঞানবান হও, এবং চিন্তা করে দেখ, ঈশ্বরের আত্মা কর্তৃক অনিয়ন্ত্রিত ছন্নছাড়া জীবনের পরিণাম কি হতে পারে । “তােমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না; কেননা মনুষ্য যাহা কিছু বুনিবে তাহাই কাটিবে। ফলত আপন মাংসের উদ্দেশে যে বুনে, সে মাংস হইতে ক্ৰয়রূপ শস্য পাইবে; কিন্তু আত্মার উদ্দেশে যে বুনে যে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে।” তােমার আত্মার জন্য, খ্রীষ্টের জন্য, তিনি ধ্বংস হতে তােমাকে বাঁচাবার জন্য আপনাকে দিলেন, তােমার জীবনের দোরগােড়ে থেমে দাঁড়ালেন, এবং তােমার সব দায়িত্ব, তােমার সব সুযোেগ, তােমার সম্ভাবনাগুলাে পরিমাপ করলেন। একটি উচ্চ লক্ষ্য পূর্ণ করতে ঈশ্বর তােমাকে একটি সুযােগ দিয়েছেন। তােমার প্রভাব ঈশ্বরের সত্যের পক্ষে কথা বলতে পারে; মানব মুক্তির মহৎ কাজে তুমি ঈশ্বরের সঙ্গে সহ-কার্যকারী হতে পার। ...MYPBen 17.2