Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    আলাে বহনকারী হও

    তুমি যেখানেই যাও-না-কেন, আলাে বহন করে নিয়ে যাও। তুমি দেখাও যে, উদ্দেশ্য বাস্তবায়নে তােমার শক্তি আছে, তুমি অস্থির চিত্তের ব্যক্তি নও, মন্দ সঙ্গীদের পীড়াপীড়ির মধ্যে সহজে দোদুল্যমান হবে না। যারা ঈশ্বরকে অসম্মান করে তাদের পরামর্শে একটি তাৎক্ষণিক আরােহনকারী সিড়িতে পা বাড়াবে না, কিন্তু তার পরিবর্তে আত্মাগণকে সংস্কারের চেষ্টা কর, পুনরুদ্ধার কর এবং মন্দতা হতে রক্ষা কর।MYPBen 19.1

    যারা বিরুদ্ধাচার করে তাদের জন্য প্রার্থনায় আশ্রয় লও, বিনম্রতা এবং আত্মার নম্রতায় চল। একটি আত্মাকে অন্যায় বা ভুল থেকে রক্ষা করে খ্রীষ্টের ক্রুশতলে আনলে স্বর্গে আনন্দের সৃষ্টি হবে এবং তােমার আনন্দ মুকুটে একটি তারকা যােগ হবে। একজন মুক্তি প্রাপ্ত আত্মা, তার ঐশ্বরিক প্রভাবের মাধ্যমে অন্যান্য আত্মাগণকে পরিত্রাণের জ্ঞানের কাছে নিয়ে আসে, আর এভাবে কাজ বহুগুণে বৃদ্ধি পাবে, আর কেবল, বিচার দিনের প্রকাশকালে কাজের ব্যাপকতা প্রকাশ পাবে।MYPBen 19.2

    তুমি সামান্যই অবদান রাখতে পারবে একথা মনে করে প্রভুর কাজ করতে ইতস্তত করবে না; বিশ্বস্ততা সহকারে তােমার সামান্য কাজটাই কর কেননা ঈশ্বর তােমার প্রচেষ্টার সঙ্গে কাজ করবেন। প্রভুর আনন্দে প্রবেশের একজন যােগ্য ব্যক্তিরূপে তিনি জীবন পুস্তকে তােমার নাম লিখবেন। আসুন, আমরা প্রভুকে সবিনয় অনুরােধ করি যেন কার্যকারীবৃন্দ এগিয়ে আসে, কেননা ক্ষেত্রে শস্য সংগ্রহের সময় হয়েছে; শস্য প্রচুর বটে কিন্তু কার্যকারী লােক অল্প।MYPBen 19.3