Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
খ্রীষ্টীয় পরিচর্যা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    তুমি এখানে কী করছ?

    প্রকৃত ও অনুগতদের অবিশ্রান্ত কার্যকলাপের উপর অনেক কিছু নির্ভর করে; এবং এই কারণেই শয়তান অনুগতদের মাধ্যমে সম্পাদিত ঐশ্বরিক উদ্দেশ্যকে নস্যাৎ করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যায়। সে কিছু লোককে তাদের উচ্চ ও পবিত্র মিশন থেকে দৃষ্টি সরিয়ে ইহ জীবনের ভোগসুখে সন্তুষ্ট রাখে। সে তাদেরকে স্বাচ্ছন্দ্যে স্থিতি করতে বা বৃহত্তর জাগতিক সুযোগ অন্বেষণের জন্য এমন স্থান থেকে সরে যেতে প্রবৃত্ত করে যেখানে থাকলে তারা চিরকল্যাণকর শক্তি হতে পারেন। অন্যেরা বিরুদ্ধাচরণ কিম্বা উৎপীড়নের কারণে হতাশ হয়ে কর্তব্যে ইতি টেনে পালাতে বাধ্য হয়। কিন্তু এইরূপ সকলকে ঈশ্বর পরম করুণার সঙ্গে বিবেচনা করেন। আত্মার চিরশত্রু ঈশ্বরের যে সকল সন্তানের কণ্ঠ রোধ করতে সফল হয়, তাদের প্রত্যেকে জিজ্ঞাসিত হয়,“তুমি এখানে কী করছ?” আমি তোমাকে সুমুদয় জগতে গিয়ে সুসমাচার প্রচার করতে আজ্ঞা দিয়েছি, ঈশ্বরের দিনের জন্য লোক প্রস্তুত করতে বলেছি। তুমি এখানে কেন? কে তোমাকে পাঠিয়েছে? -Prophets and Kings 171,172.ChSBen 183.1

    ব্যক্তিদের সাদৃশ্যে পরিবারগুলোকেও প্রশ্নটি করা হয়, “তোমরা এই জায়গাতে কী করছ?” অনেক মণ্ডলীতে ঈশ্বরের সত্য বাক্যে প্রশিক্ষিত বহু পরিবার রয়েছে, তারা যে পরিচর্যা প্রদানে উপযুক্ত তা প্রদান করতে পরিষেবাহীন ক্ষেত্রগুলিতে গিয়ে তাদের প্রভাবের পরিধি প্রশস্ত করতে পারে। -Prophets and Kings, 172.ChSBen 183.2