Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
খ্রীষ্টীয় পরিচর্যা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    অধ্যায় ২০ — ধনী ও প্রভাবশালীদের নাগাল

    অবহেলিত নয়

    ধনবানদের জন্য কাজ করার দরকার আছে। স্বর্গীয় উপহারের ভারপ্রাপ্ত হিসাবে নিজেদের দায়দায়িত্ব সম্পর্কে তাদের জাগ্রত হওয়া দরকার। তাদের স্মরণ করিয়ে দেওয়া দরকার যে জীবিত এবং মৃতদের বিচারকর্তার কাছে তাদের নিকাশ দিতে হবে। ঈশ্বরপ্রেম এবং ঈশ্বরভীতিতে বিত্তশালীর প্রয়োজন আপনার পরিশ্রমের। প্রায়শই তিনি নিজের ঐশ্বর্যের উপর ভরসা করেন, এবং তার বিপদ অনুভব করেন না। তার মানসচক্ষু স্থায়ী মূল্যের সস্তুর প্রতি আকর্ষিত হওয়া দরকার। -- Christ’s Object Lessons, 230.ChSBen 202.1

    যারা তাদের শিক্ষা, সম্পদ, বা আহ্বানের জন্য এই জগতে উচ্চপদে প্রতিষ্ঠিত, তারা আত্মার স্বার্থে ব্যক্তিগতভাবে কদাচিৎ সম্বোধিত হন। অনেক খ্রীষ্টান কর্মী এই শ্রেণীর মানুষের কাছে যেতে দ্বিধাবোধ করেন। কিন্তু এটা হওয়া উচিত নয়। কেউ আইনজীবি, ব্যবসায়ী, বা বিচারক বলে, তাকে ডুবতে দেখে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বিনাশ দেখতে পারিনা। আমরা যদি কাউকে জোয়ারের দিকে ছুটে যেতে দেখি, তার পদমর্যাদা বা আহ্বান যাই হোক, আমরা তাকে ফিরে আসার অনুরোধ জানাতে ইতস্তত করব না। কখনই আত্মার ধ্বংসের বিষয়ে মানুষের সতর্ক করতে আমাদের কুণ্ঠাবোধ করা চলবে না। জাগতিক বস্তুর প্রতি তাদের আপাত মোহের কারণে কাউকেই অবহেলা কর উচিত নয়। -- Christ’s Object Lessons, 230, 231. ChSBen 202.2

    যারা উচ্চস্থানে আছেন তাদের জন্য আমাদের আত্মার বেদনা থাকতে হবে; বিবাহ ভোজে আগমনের জন্য তাদের কাছে আমাদের ঐকান্তিক আবেদন রাখা দরকার। -- The Southern Watchman, March 15, 1904.ChSBen 202.3

    প্রভু আকাঙ্ক্ষা করেন যেন ধনবানেরা মনপরিবর্তন করেন, এবং অন্যদের কাছে পৌঁছাতে তাঁর সহায়ক হস্তস্বরূপ হন। তিনি বাসনা করেন যারা সংস্কার ও পুনরুদ্ধারের কাজে সাহায্য করতে পারেন তারা যেন সত্যের আলো দেখতে পান এবং চরিত্রে রূপান্তরিত হন, এবং তাঁর সেবার্থে তাদের কাছে ন্যস্ত তহবিল ব্যবহার করতে পরিচালিত হন। ঈশ্বর তাদের যে মূলধন কর্জ দিয়েছেন, তা সৎ কাজে, দূরে সকল শ্রেণীর মানুষের কাছে সুসমাচার প্রচারের পথ উন্ম্ক্তু করতে বিনিয়োগ করা আবশ্যক। -- Testimonies for the Church 9:114.ChSBen 202.4

    যারা সমাজের উচ্চস্তরের অন্তর্ভুক্ত তাদের কোমল আন্তরিক ¯্নহে এবং ভ্রাতৃবাৎসল্যে অনুসন্ধান করতে হবে। ব্যবসায়িক লোক, উচ্চপদস্থ ব্যক্তি, বৃহৎ উদ্ভাবক অনুষদের অধিকারী এবং বৈজ্ঞানিক অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ, প্রতিভাধর মানুষ, সুসমাচারের শিক্ষক যাদের মন এই মুহূর্তে বিশেষ সর্ত্যে অহূত হয়নি, -- এদের প্রথম আহ্বান শোনাতে হবে। তাদের অবশ্যই আমন্ত্রণ দিতে হবে। -- Christ’s Object Lessons, 230.ChSBen 203.1

    অধ্যক্ষ এবং উচ্চতর শ্রেণীতে সত্য পৌঁছানোর প্রচেষ্টা না করায় ভুল হয়েছে। আমাদের বিশ্বাসের বাইরের লোকেরা গড়ে বেশি পরিত্যক্ত হয়েছেন। যদিও তাদের স্বভাবচরিত্র পাওয়ার জন্য তাদের সঙ্গে আমাদের মেলামেশা করা উচিত নয়, সেখানে সর্বত্র এমন সৎব্যক্তি রয়েছেন যাদের জন্য আমাদের সর্তকতার সঙ্গে বিজ্ঞতা ও বুদ্ধিপূর্বক তাদের আত্মার প্রতি পূর্ণ ভালবাসা নিয়ে পরিশ্রম করতে হবে। এখানে এবং অন্যান্য দেশে উভয়ক্ষেত্রেই নরনারীর প্রশিক্ষণের জন্য শ্রম দিতে একটি তহবিল সংগ্রহ করতে হবে। -- Testimonies for the Church 5:580,581.ChSBen 203.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents