Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
খ্রীষ্টীয় পরিচর্যা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    সাধারণ শ্রেণী থেকে আহ্বান

    সাধারণ মানুষকে কর্মী হিসাবে নিজেদের জায়গা করে নিতে হবে। ত্রাণকর্তা যেমন মানবতার দুঃখ ভাগ করে নিয়েছিলেন তেমনি তাদের সহমানবদের দুঃখের অংশ নিলে, তারা বিশ্বাসে প্রত্যক্ষ করবেন যে তিনি তাদের সঙ্গে কাজ করছেন। -Gospel Workers, 38.ChSBen 28.4

    সমস্ত ক্ষেত্রে, নিকটে ও দূরে, মাঠ থেকে এবং বাণিজ্যিক পেশাগুলি থেকে মানুষকে ডাকা হবে, যা মূলত মনকে অধিকার করে থাকে, এবং তারা অভিজ্ঞ মানুষের সাহচর্যে শিক্ষিত হবে। তারা কার্যকরভাবে শ্রম করতে শেখার সাথে সাথে পরাক্রমের সঙ্গে সত্য প্রচার করবে। দিব্য প্রকৃতির সর্বাধিক বিস্ময়কর কাজকর্মের মাধ্যমে বাধার পাহাড় অপসারিত হবে এবং সমুদ্রে নিক্ষিপ্ত হবে। পৃথিবী নিবাসীদের কাছে এত গুরুত্বপূর্ণ বার্তাটি শ্রবণসাধ্য ও উপলব্ধ হবে। সত্য কী তা মানুষ জানতে পারবে। অগ্রসর, এবং আরও অগ্রসরভাবে কাজটি এগিয়ে যেতে থাকবে যতক্ষণ পর্যন্ত না সমুদয় জগৎ সতর্কবার্তা পায়; আর তারপরেই সব শেষ। -Testimonies for the Church 9:96.ChSBen 29.1

    মানুষের শিক্ষানিকেতনে যাদের পুংঙ্খানুপুঙ্খ শিক্ষা লাভের সুযোগ হয়নি ঈশ্বর তাদের ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করবেন। তাঁর এই কাজ করার ক্ষমতায় সন্দেহপোষণ মানে অবিশ্বাসের প্রকাশ; এতে যার পক্ষে অসম্ভব বলে কিছু নাই তাঁর সর্বশক্তিমত্তাকে সীমায়িত করা হয়। হায় অনাহূত অবিশ্বস্ত সতর্কতা! এর ফলে মণ্ডলীর অনেক শক্তি অব্যবহৃত থেকে যায়; এটা পথ অবরুদ্ধ করে রাখে, যাতে পবিত্র আত্মা মানুষকে ব্যবহার করতে না পারে; খ্রীষ্টের ধারায় যারা শ্রম করতে ইচ্ছুক ও আগ্রহী এটা তাদের নিষ্ক্রিয় করে রাখে, অনেকে যারা উপযুক্ত সুযোগ পেলে দক্ষতা সহকারে ঈশ্বরের সঙ্গে শ্রম করতে উন্মুখ তারা এতে নিরুৎসাহিত হয়। -Gospel Workers, 4888, 489.ChSBen 29.2

    প্রত্যেক আত্মার উন্নয়নের বিশেষ সুযোগ রয়েছে। যারা খ্রীষ্টের সঙ্গে সংযুক্ত রয়েছে, তারা ঈশ্বরের পুত্রের জ্ঞান ও অনুগ্রহে পূর্ণাঙ্গ মানব ও মানবীরূপে বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা সত্যকে বিশ্বাসের দাবি করে তারা যদি শিক্ষা এবং কাজে তাদের যথাসাধ্য সুযোগ এবং যোগ্যতার সদ্ব্যবহারের অবকাশ পায়, তারা খ্রীষ্টে বলবান হবে। তাদের পেশা যাই হোক - তারা কৃষক, কারিগর, শিক্ষক কিম্বা পাস্টর হোক Ñ তারা যদি সম্পূর্ণরূপে নিজেদের ঈশ্বরের উদ্দেশ্যে পবিত্রীকৃত করে, তারা স্বর্গীয় প্রভুর সুদক্ষ শ্রমিকে পরিণত হবে। -Testimonies for the Church 6:423.ChSBen 29.3

    মণ্ডলীর মধ্যে যাদের জীবনের বিবিধ কাজে লিপ্ত হওয়ার যথেষ্ট প্রতিভা থাকে, যেমন শিক্ষাদান, নির্মাণ, উৎপাদন এবং কৃষিকার্য, সাধারণত মণ্ডলীর সগঠনের উদ্দেশ্যে তারা কমিটিতে পরিচর্যা কিম্বা শব্বাথ স্কুল শিক্ষক, প্রচারক, বা মণ্ডলীর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কাজ সম্পূর্ণ করতে প্রস্তুত থাকবেন। -The Review and Herald, February 15, 1887.ChSBen 29.4

    তাঁর কাজ চালিয়ে যাওয়ার জন্য, খ্রীষ্ট যিগূদী মহাসভার বা রোম সাম্রাজ্যের কোন বিদ্বান কিম্বা বাগ্মীকে মনোনয়ন করেন নি। স্ব-ধার্মিক ইহুদি শিক্ষকদের পাশ কাটিয়ে, পরম কর্মী জগতে আলোড়ন সৃষ্টিকারী সত্য প্রচারের জন্য বিনয়ী, অশিক্ষিত লোকদের বেছে নিয়েছিলেন। এই সকল মানুষকে তিনি তাঁর মণ্ডলীর নেতা হিসাবে প্রশিক্ষণ ও শিক্ষিত করার পরিকল্পনা করেছিলেন। পরবর্তীতে তারাই অন্যদের শিক্ষিত করে তাদের সুসমাচার প্রচারার্থে প্রেরণ করবেন। তারা যাতে তাদের কাজে সাফল্য পায় তার জন্য তাদের পবিত্র আত্মার শক্তি প্রদান করা হয়েছিলেন। মানব শক্তি বা মানবিক জ্ঞান দ্বারা সুসমাচার প্রচারিত হয়নি, কিন্তু প্রচারিত হয় ঈশ্বরের শক্তিতে। -The Acts of the Apostles, 17.ChSBen 29.5

    উদ্ধারকর্তা যাদের আদেশ দিয়েছিলেন, “যাও, এবং সমস্ত জাতিকে শিক্ষা দাও,” তাদের মধ্যে অনেকেই ছিলেন বিনম্র জীবনের বিভিন্ন স্তরের পুরুষ এবং স্ত্রীলোক - যারা তাদের পালনকর্তাকে ভালবাসতে শিখেছিল এবং তাঁর নিঃস্বার্থ সেবার উদাহরণ অনুসরণ করতে বদ্ধপরিকর ছিল। এই দুর্বল লোকদের তাদের এক মূল্যবান দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা খ্রীষ্টের মাধ্যমে মুক্তির সুসংবাদ সমগ্র দুনিয়ায় পৌঁছে দেবে। -The Acts of the Apostles, 105, 106.ChSBen 30.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents