Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
খ্রীষ্টীয় পরিচর্যা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    নিপুণতা

    প্রত্যেক খ্রীষ্টবিশ্বাসীর কর্তব্য হল শৃঙ্খলা, পূর্ণতা, এবং তৎপরতা অভ্যাাস করা। যে কোন চরিত্রের কাজে গড়িমসি করার কোন অজুহাত নেই। যখন কেউ সর্বদা কাজে লেগে থাকে, অথচ কাজ সম্পন্ন হয় না, তার কারণ হল কাজে মন ও প্রাণ না দেওয়া । যার গতি মন্থর এবং অসুবিধার মধ্যে যিনি কাজ করেন, তিনি অনুভব করুন এই ক্রটি সংশোধন করতে হবে। সর্বোত্তম ফলাফল লাভের জন্য সময়কে কিভাবে ব্যবহার করতে হবে তার মনে তার পরিকল্পনা থাকবে। কৌশল এবং পদ্ধতির দ্বারা অন্যের দশ ঘন্টার কাজ কেউ পাঁচ ঘন্টায় সেরে ফেলবেন। যারা গৃহস্থলীর কাজে নিয়োজিত থাকেন তারা সর্বাদাই কর্মক্ষেত্রে থাকেন, তাদের অনেক কাজ বলে নয়, কিন্তু কারণ তারা সময় বাঁচানোর পরিকল্পনা করেন না। তাদের ধীর, দীর্ঘসূত্রী পন্থায় তারা সামান্য কাজকেই বিশাল করে তোলেন। কিন্তু কেউ চাইলে, এই সব ব্যস্তবাগীশ, প্রলম্বিত অভ্যাসগুলি জয় করতে পারেন। তাদের কাজের একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা থাকতে হবে। কোন নির্দিষ্ট কাজের জন্য কতক্ষণ সময় প্রয়োজন তা স্থির করুন এবং তারপর যথাসময়ে কাজটি সম্পাদন করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করুন। ইচ্ছাশক্তির অনুশীলন হাতগুলিকে সুকুশলভাবে পরিচালিত করবে। -- Christ’s Object Lessons, 344.ChSBen 237.1

    খ্রীষ্টের পরিচর্যা তাৎক্ষণিক আনুগত্যের দাবিদার। -- The Southern Watchman, August, 1904.ChSBen 237.2

    প্রভু দাবি করেন যে তার দাসগণের মধ্যে এমন আত্মা দেখা যাবে যা প্রাণের মূল্য অবিলম্বে অনুভব করবে, কর্তব্য সাধনে তৎপর হবে, এবং তারা তাদের উপর প্রভুর যে দায়বদ্ধতা ন্যস্ত করেছেন দ্রুত তার প্রতিক্রিয়া দেবেন। -- Testimonies for the Church 9:123.ChSBen 237.3

    ঈশ্বরপ্রদত্ত কর্তব্যে শিল্পনৈপুণ্য সত্য ধর্মের অন্যতম মূল্যবান অঙ্গ। মানুষের উচিত ঈশ্বরের ইচ্ছা সাধনের জন্য পরিস্থিতিকে তাঁর যন্ত্রপাতি হিসাবে ব্যবহার করা। সঠিক সময়ে তাৎক্ষণিক ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ গৌরবময় বিজয় লাভ করবে, আর বিলম্ব ও অবহেলার ফলশ্রুতি ব্যর্থতা এবং ঈশ্বরের অসম্মান। -- Prophets and Kings, 676.ChSBen 237.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents