Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
খ্রীষ্টীয় পরিচর্যা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    উচ্চ গুণমান বজায় রাখা

    চমৎকার কাজের যোগ্যতাসম্পন্ন অনেকেই অল্প সাধন করেন, কারণ তাদের চেষ্টা অতি সামান্য। হাজার হাজার মানুষ জীবনের মধ্য দিয়ে এমনভাবে চলে যায় যেন তাদের বেঁচে থাকার জন্য কোন পরম উদ্দেশ্য নেই, পৌঁছানোর কোন উচ্চ মানদণ্ড নেই। এর একটি কারণ হচ্ছে নিজেদের হীনমন্যতা। খ্রীষ্ট আমাদের জন্য অসীম মূল্য প্রদান করেছেন, এবং এই পরিশোধ মূল্য অনুসারে, তিনি চান আমরা যেন নিজেদের মূল্য দিতে পারি। -- Gospel Workers, 291.ChSBen 238.1

    পৃথিবীতে সারা জীবন যীশু ছিলেন একনিষ্ঠ এবং সার্বক্ষণিক কর্মী। তিনি অনেক প্রত্যাশা করেছিলেন; অতএব তাঁকে অধিক প্রচেষ্টা করতে হয়েছিল। -- The Desire of Ages, 72.ChSBen 238.2

    যারা প্রতিপালকের পরিচর্যায় নিযুক্ত আছেন, তাদের অনেক বেশি, গভীরতর, বিস্তৃত, উচ্চতর অভিজ্ঞতার প্রয়োজন, যা অনেকে পাওয়ার চিন্তাই করতে পারেন না। যারা ইতিমধ্যে ঈশ্বরের মহান পরিবারের সদস্য তাদের অনেকেই তাঁর গৌরব দেখার এবং মহিমার পর মহিমা প্রদর্শনের তাৎপর্য অল্পই অবগত। অনেকেই খ্রীষ্টের উৎকর্ষ সম্পর্কে গোধূলির মতো উপলব্ধি রয়েছে, এবং তাদের হৃদয় পুলকে রোমাঞ্চিত হয়। তার ত্রাণকর্তার ভালবাসার পরিপূর্ণ, গভীর চেতনার জন্য লালায়িত হন। প্রাণের প্রতিটি আকাঙ্ক্ষা ঈশ্বরের উদ্দেশ্যে লালিত হোক।-- Gospel Workers, 274.ChSBen 238.3

    আমাদের কর্মাধ্যক্ষ, চিকিৎসক শিক্ষকগণ, এবং প্রতিপালকের পরিষেবায় নিয়োজিত যে কোন বিভাগে সকলের জন্যই, আমি একটা বার্তা বহন করছি। প্রভু আপনাকে আদেশ করেন আরও উঁচুতে উঠে আসতে, পবিত্রতর মর্যাদায় পৌঁছাতে। আপনার এমন গভীরতর অভিজ্ঞতা হবে যা এমনকি আপনার ভাবনার অতীত। যারা ইতিমধ্যে ঈশ্বরের মহান পরিবারের সদস্য তাদের অনেকেই তাঁর মহিমা দর্শন এবং মহিমা থেকে মহিমায় রূপান্তরের অর্থ জানেন না। আপনাদের অনেকেই খ্রীষ্টের চমৎকারেত্ব সম্পর্কে অনুজ্জ্বল অনুভূতি আছে, আর তাতেই আপনাদের হৃদয় আনন্দে শিহরিত হয়। আপনারা মুক্তিদাতার প্রেমের সম্পূর্ণ, সুগভীর অনুভূতি আকাঙ্ক্ষা করেন। আপনারা অসন্তুষ্ট। তবে হতাশ হবেন না। যীশুকে হৃদয়ের সেরা এবং পবিত্রতম শ্রদ্ধা জ্ঞাপন করুন। আলোর প্রতিটি রশ্মিকে সঞ্চিত করুন। নিজেকে আত্মিক ভাবনাচিন্তা এবং পবিত্র যোগাযোগের সংকৃতি প্রদান করুন। আপনারা সকাল বেলার প্রথম আলোয় তাঁর মহিমা দেখেছেন। প্রভুকে জানার জন্য এগিয়ে গেলে, আপনি জানতে পারবেন তাঁর অগ্রগমন প্রভাতের ন্যায় প্রস্তুত। “ধার্মিকদের পথ প্রভাতীয় জ্যোতির ন্যায়, যাহা মধ্যাহ্ন পর্যন্ত উত্তরোত্তর দেদীপ্যমান হয়।” আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে, সেগুলি স্বীকার করে, এবং ক্ষমালাভ করে, আমাদের খ্রীষ্টের বিষয়ে শিক্ষা অব্যাহত থাকবে, যে পর্যন্ত না আমরা নিখুঁত সুসমাচার বিশ্বাসের পূর্ণ দ্বিপ্রহরে পৌঁছাই। -- Testimonies for the Church 8:318.ChSBen 238.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents