Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
খ্রীষ্টীয় পরিচর্যা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    প্রাপ্তির শর্তবলি

    যারা তাদের প্রতিবেশীকে দেওয়ার জন্য জীবন খাদ্য ভিক্ষা করছেন তাদের সকলের কাছেই পবিত্র আত্মা আগমন করবেন। -- Testimonies for the Church 6:90.ChSBen 252.1

    আমরা যখন আমাদের হৃদয় খ্রীষ্টের সঙ্গে সংযুক্ত করি, এবং আমাদের জীবন তাঁর পরিচর্যার সঙ্গে সামঞ্জস্যে আসে, যে আত্মা পঞ্চাশত্তমীর দিন শিষ্যদের উপরে পতিত হয়েছিল, আমাদের উপরেও পতিত হবে। -- Testimonies for the Church 8:246.ChSBen 252.2

    ঈশ্বরের অনুগ্রহের ধন যে পৃথিবীর মানুষের দিকে প্রবাহিত হয় না সেটা ঈশ্বরের পক্ষ থেকে কোন বাধা নিষেধের কারণে নয়। -- Christ’s Object Lessons, 419.ChSBen 252.3

    আত্মা আমাদের চাহিদা এবং অভ্যর্থনার জন্য অপেক্ষমান। -- Christ’s Object Lessons, 121.ChSBen 252.4

    যদি আমাদের এটাই শক্তিলাভের মাধ্যম হয়, কেন আমরা আত্মার উপহারের জন্য ক্ষুধিত এবং তৃষ্ণিত হই না? কেন আমরা এর বিষয় কথা বলি না, এর জন্য প্রার্থনা করি না, এবং এর বিষয়ে প্রচার করি না? -- The Acts of the Apostles, 50.ChSBen 252.5

    প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে যেমনটি হওয়া উচিত তেমনটি যদি দেখা না যায়, তার কারণ প্রতিশ্রুতি যেভাবে গ্রহণ করা উচিত ছিল সেভাবে গৃহীত হয়নি। সকলেই ইচ্ছুক থাকলে সকলেই আত্মায় পরিপূর্ণ হতেন। -- The Acts of the Apostles, 50.ChSBen 252.6

    প্রতিদিন আত্মার বাপ্তিস্মের জন্য, প্রত্যেক কর্মীকে ঈশ্বরের কাছে তার আবেদন জানানো উচিত। খ্রীষ্টান কর্মীদের সংস্থাগুলির স্বর্গীয় জ্ঞানের উদ্দেশ্যে বিশেষ সহায়তার জন্য প্রার্থনায় সমবেত হওয়া আবশ্যক, যাতে তারা কিভাবে বুদ্ধিপূর্বক পরিকল্পনা করতে এবং তা সম্পাদন করতে হয় তা জানতে পারে। বিশেষত তাদের প্রার্থনা করা উচিত যেন ঈশ্বর তাঁর মনোনীত অগ্রদূতদের মিশন ক্ষেত্রে বাপ্তাইজিত করেন তাঁর আত্মার এক বিরাট পরিমাপের সঙ্গে। -The Acts of Apostles, 50, 51.ChSBen 252.7

    খ্রীষ্টানরা তাদের সমস্ত মতবিরোধ দূরে রাখুন এবং হারিয়ে যাওয়া মানুষের উদ্ধারের জন্য নিজেদের ঈশ্বরের কাছে নিবেদন করুন। তারা বিশ্বাস প্রতিশ্রুতি আর্শীবাদ যাচনা করুন, এবং তা অব্যশই আসবে। -- Testimonies for the Church 8:21.ChSBen 252.8

    শিষ্যগণ নিজেদের আশীর্বাদের লাভের জন্য প্রার্থানা করেননি। তারা আত্মার ভারে ভারক্রান্ত ছিলেন। সুসমাচারাকে জগতের প্রান্ত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব ছিল, আর তারা খ্রীষ্টের প্রতিশ্রুতি মোতাবেক শক্তি পাওয়ার দাবি। করেছিলেন। তখন পবিত্র আত্মা বর্ষিত হয়েছিল, এবং একদিনে হাজার হাজার মানুষ মনপরিবর্তন করেছিলেন। - The Southern Watchman, August, 1,1905.ChSBen 252.9

    খ্রীষ্ট তাঁর মণ্ডলীর উদ্দেশ্যে পবিত্র আত্মা উপহারের অঙ্গীকার করেছেন, এবং এই প্রতিশ্রুতি আমাদের জন্য প্রথম শিষ্যদের মতই কার্যকর। কিন্তু অন্যান্য প্রত্যেক প্রতিশ্রুতির মতো, এটাও প্রদত্ত হয়েছে শর্তসাপেক্ষে। অনেকেই আছেন যারা বিশ্বাস করেন এবং প্রভুর প্রতিশ্রুতি পাওয়ার দাবি করে; তারা খ্রীষ্টের প্রসঙ্গে এবং পবিত্র আত্মার বিষয়ে কথা বলেন, কিন্তু কোন উপকার পান না। তারা দিব্য প্রতিনিধিদের দ্বারা চালিত এবং নিয়ন্ত্রিত হওয়ার জন্য মন প্রাণ উৎসর্গ করেন না। আমরা পবিত্র আত্মাকে ব্যবহার করতে পারি না। পবিত্র আত্মা আমাদের ব্যবহার করবেন। পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বর তাঁর লোকেদের মধ্যে কাজ করেন “তাঁর সংকল্প এবং মঙ্গলকার্য সাধনের জন্য।” কিন্তু অনেকেই এতে নিয়োজিত হবেন না। তারা স্বেচ্ছায় চলতে চান। এই কারণেই তারা স্বর্গীয় উপহার গ্রহণ করেন না । যারা বিনীতভাবে ঈশ্বরের মুখাপেক্ষি হয়ে থাকেন, যারা তাঁর পরিচালনা এবং অনুগ্রহের দিকে চেয়ে থাকেন, কেবলমাত্র তাদেরই পবিত্র আত্মা প্রদান করা হয়। ঈশ্বরের পরাক্রম তাদের চাহিদা এবং সংবর্ধনার জন্য অপেক্ষা করছ্ েএই অঙ্গীকারকৃত আশীর্বাদকে, বিশ্বাস দাবি করার মাধ্যমে, এর ধারা অপরাপর আশীর্বাদকে টেনে আনে। খ্রীষ্টের অনুগ্রহের ধন অনুসারে এটি প্রদত্ত, এবং তিনি প্রত্যেক আত্মার গ্রহণযোগ্যতা অনুসারে তা সরবরাহ করতে প্রস্তুত। -- The Desire of Ages, 672.ChSBen 253.1

    ঈশ্বরের আত্মার মহবর্ষণ, যা তাঁর মহিমায় সারা জগৎকে আলোকিত করে, যতক্ষণ আমরা একটি আলোকপ্রাপ্ত প্রজামণ্ডলী না পাই, অর্থাৎ ঈশ্বরের সহকর্মী হওয়ার তাৎপর্য অভিজ্ঞতার মাধ্যমে অবগত হতে না পারি, ততদিন পর্যন্ত আসবে না। খ্রীষ্টের পরিচর্যার জন্য যখন আমরা সম্পূর্নরূপে, আন্তরিকভাবে নিবেদিত হব, সেই ঘটানার স্বীকৃতিস্বরূপ ঈশ্বর অপরিমেয়রূপে পবিত্র আত্মা ঢেলে দেবেন; কিন্তু মণ্ডলীর বৃহত্তর অংশ যতক্ষণ ঈশ্বরের পরিচর্যায় তাঁর সহকর্মী না হন ততক্ষণ এটা হবে না। -- The Review and Herald, July 21, 1896ChSBen 253.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents