Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
খ্রীষ্টীয় পরিচর্যা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    স্বর্গীয় মাধ্যমগুলির সহযোগিতা

    স্বর্গদূতদের পরিচর্যা আমাদের আরও উত্তমরূপে উপলব্ধি করা দরকার। এটা মনে রাখা ভালো যে ঈশ্বরের প্রত্যেক সন্তানের স্বর্গীয় প্রাণীদের সহযোগিতা রয়েছে। আলো এবং শক্তি অদৃশ্য সেনবাহিনী, যারা বিশ্বাস করে এবং ঈশ্বরের অঙ্গীকার মান্য করে সেই নম্রচিত্ত বিনয়ীদের সহবর্তী হন। করূব ও সরাফ এবং দূতগণ, যারা শক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, তারা ঈশ্বরের দক্ষিণে দণ্ডায়মান থাকেন, “উঁহারা সকলে কি সেবাকারী আত্মা নহেন? যাহারা পরিত্রাণের অধিকারী হইবে, উহারা কি তাহাদের পরিচর্যার জন্য প্রেরিত নহেন।” -- The Acts of the Apostles, 154.মনে রাখবেন যে প্রভু যীশু হলেন প্রধান কর্মী। তিনি বপন করা বীজে জল সিঞ্চন করেন। তিনি আপনার মনে এমন কথা সঞ্চার করবেন যা মর্র্মস্থলে পৌঁছাবে। -- Testimonies for the Church 9:41ChSBen 258.3

    ঈশ্বরের কাজে নিজেকে সম্পূূর্ণরূপে উৎসর্গ করুন। তিনি আপনার বল, তিনি আপনার ডানদিকে থাকবেন, তাঁর করুণাময় ছক পূরণ করতে তিনি আপনাকে সহায়তা করেন। -- Testimonies for the Church 9:41.ChSBen 258.4

    স্বর্গীয় বুদ্ধিজীবীরা সেই মানব এজেন্টদের সাথে কাজ করবেন যারা দৃঢ় বিশ্বাসে চরিত্রের বিশুদ্ধতা অন্বেষণ করে যা কার্যে পরিণত হয়। এই কাজে নিযুক্ত প্রত্যেককে খ্রীষ্ট বলেন, আমি তোমাকে সাহায্য করতে তোমার দক্ষিণে রয়েছি। -- Christ’s Object Lessons, 332.ChSBen 258.5

    মানুষের ইচ্ছা যখন ঈশ্বরের ইচ্ছায় সহযোগী হয় তা সর্বশক্তিমান হয়ে ওঠে। তাঁর আদেশে যা কিছুই করা হোক না কেন তাঁর শক্তিতে সেটা সম্পাদিত হতে পারে। তাঁর সমূহ আদেশ কার্যকর । -- Christ’s Object Lessons, 333.ChSBen 259.1

    নষ্ট আত্মার উদ্ধারকল্পে কাজ করতে, আপনার স্বর্গদুতদের সাহচর্য রয়েছে। হাজার হাজার, এবং অযুত অযুত স্বর্গদূত আমাদের সকল মণ্ডলীর সদস্যদের ঈশ্বর উদারভাবে যে আলো দান করেছেন তা ছাড়তে যোগাযোগের অপেক্ষায় রয়েছেন, যেন লোকের খ্রীষ্টের আগরনের জন্য প্রস্তুত হতে পারে। -- Testimonies for the Church 9:129.ChSBen 259.2

    এই কাজে স্বর্গের সমস্ত দূত সহযোগিতা করার জন্য প্রস্তুত। স্বর্গের সমুদয় ঐশ্বর্য তাদের প্রয়োজন রয়েছে যারা হারিয়ে যাওয়া আত্মাদের উদ্ধার করতে চাইছেন। দূতগণ আপনাকে সবচেয়ে অসাবধানী এবং সবচেয়ে কঠোর মানুষের কাছে পৌঁছাতে সহায়তা করবেন। এবং যখন কোন এক জনকে ঈশ্বরের কাছে ফিরিয়ে আনা হবে, সমগ্র স্বর্গ উল্লসিত হবে। সরাফ এবং করূরগণ তাদের স্বর্ণবীণা হাতে নেবেন, এবং ঈশ্বরের এবং মেষশাবকের প্রশংসাগান করবেন তাদের মনুষ্য সন্তানদের প্রতি করুণা এবং প্রেমময় দয়ার জন্য। -- Christ’s Object Lessons, 197.ChSBen 259.3

    যিনি গালীলের লোকদের ডেকেছিলেন তিনি আজও তাঁর পরিচর্যায় মানুষকে ডাকছেন। এবং তিনি প্রথম শিষ্যদের মাধ্যমে যেমন তেমনই আমাদের মাধ্যমে তাঁর শক্তি প্রকাশ করতে ইচ্ছুক। আমরা যতই অসম্পূর্ণ এবং পাপী হই না কেন, প্রভু আমাদের সঙ্গে তাঁর নিজের অংশীদারিত্বের প্রস্তাব রাখেন, খ্রীষ্টের শিক্ষানবিশ হওয়ার মাধ্যমে। তিনি আমাদের ঐশী নির্দেশের অধীনে আসতে আমন্ত্রণ জানান, যাতে খ্রীষ্টের সঙ্গে একত্রিত হয়ে আমরা ঈশ্বরের পরিচর্যা কাজ করতে পারি। -- The Desire of Ages, 297.ChSBen 259.4

    আপনি কি মনে করেন না যে যারা সম্পূর্ণ জীবন যাপন করেন খ্রীষ্ট তাদের মূল্য দেন? আপনি কি মনে করেন না যে প্রিয় যোহনের মতো যারা তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা তাঁর কারণে কঠিন এবং বিপদসংকুল স্থানে বিরাজ করেন? তিনি তাঁর বিশ্বস্ত ব্যক্তিদের অন্বেষণ করেন, এবং তাদের সঙ্গে সংযোগ রাখেন, তাদের উৎসাহ ও শক্তি প্রদান করেন। এবং ঈশ্বরের দূতগণ, যারা শক্তিতে শ্রেষ্ঠ, ঈশ্বর তাদের মানব কর্মীদের সেবার জন্য পাঠান, যারা সত্য না-জানা মানুষের কাছে সত্যবাক্য প্রচার করেন। -- Testimonies for the Church 8:17.ChSBen 259.5

    সমগ্র স্বর্গ ক্রিয়াশীল, এবং ঈশ্বরের স্বর্গদূতেরা এমন সকলের সঙ্গে সহযোগিতা করার জন্য অপেক্ষা করছেন যারা খ্রীষ্ট যাদের জন্য মৃত্যুবরণ করেছেন তাদের মুক্তির সুসমাচার শোনানোর জন্য চেষ্টাচরিত্র করছেন। দূতগণ যারা পরিত্রাণের উত্তরাধিকারী হবেন তাদের পরিচর্যার প্রত্যেক যথার্থ সন্তানকে বলেছেন, ” তোমার সেবাকার্য রয়েছে । তোমরা যাও,... দাড়াঁইয়া লোকদিগকে এই জীবনের সমস্ত কথা বল।” প্রেরিত ৫ঃ২০। যদি সম্বোধিত লোকেরা এই আদেশ মান্য করেন, প্রভু তাদের পথ প্রস্তুত করবেন এবং তাদের যে পথে যেতে হবে তা অধিকারে রাখবেন। - Testimonies for the Church 6:433,434. ChSBen 259.6

    এইরকম সময়ে , ঈশ্বরের প্রতিটি সন্তানের অন্যকে সহায়তা করার জন্য সক্রিয়ভাবে নিযুক্ত হওয়া উচিত। যাদের বাইবেলের সত্য সম্পর্কে উপলব্ধি আছে তারা যখন আলো পিপাসু নরনারীকে অন্বেষণের চেষ্টা করেন, দূতগণ তাদের সঙ্গে যোগদান করেন। আর যেখানে স্বর্গদূতেরা যান সেখানে এগিয়ে যেতে কারও ভয় পায় না। নিবেদিত কর্মীদের বিশ্বস্ত প্রচেষ্টার ফলস্বরূপ, অনেকেই প্রতিমাপূজক থেকে জীবন্ত ঈশ্বরের উপাসকে পরিণত হবে। অনেকে মনুষ্যনির্মিত প্রতিষ্ঠানকে শ্রদ্ধা জ্ঞাপন করা বন্ধ করে দেবে, এবং নির্ভীকভাবে ঈশ্বর এবং তাঁর ব্যবস্থার পক্ষে অবস্থান নেবে। -Prophets and Kings,ChSBen 260.1

    স্বর্গের শাসনকর্তারা এবং শক্তিগুলি যুদ্ধের দিকে নজর রাখছেন যা স্পষ্টতই হতাশাব্যঞ্জক পরিস্থিতিতে ঈশ্বরের দাসগণ এগিয়ে নিয়ে চলেছেন । নতুন বিজয় অর্জন করা হচ্ছে , নতুন সম্মান জয় করা হচেছ , খ্রীষ্টানরা যখন মুক্তিদাতার পতাকাতলে সম্মিলিত হন তারা বিশ্বাসের উত্তম লড়াইয়ের পক্ষে লড়তে অগ্রগামী হন। সমস্ত স্বর্গদূতেরা ঈশ্বরের বিনীত বিশ্বস্ত লোকদের পরিচর্যায় নিযুক্ত; প্রভুর কর্ম সৈনিকেরা এখানে নীচে যেমন প্রশংসাগীত গাইছেন, তা ঊর্ধ্বের সমবেত সঙ্গীতের সঙ্গে মিশ্রিত হয়ে ঈশ্বর এবং তাঁর পুত্রের মাহাত্ম্য কীর্তন করছে। -The Acts of the Apostles, 154. ChSBen 260.2

    মানুষের থেকে নির্গত শক্তি কাজকে সফল করে এমন নয়, মানবিক এজেন্টেদের সঙ্গে সম্মিলিত স্বর্গীয় বুদ্ধিমত্তাদের শক্তি কাজটিকে পরিপূর্ণতার দিকে নিয়ে যায়। কোন পৌল রোপন করতে পারেন এবং কোন আপল্লো জল দিতে পারেন, কিন্তু বৃদ্ধিদাতা ঈশ্বর । পরিচর্যায় মানুষ । ঈশ্বরের অংশের কাজ করতে পারে না। মানব মাধ্যম হিসাবে সে স্বর্গীয় প্রজ্ঞাবানদের সহযোগিতা করতে পারে, এবং সারল্য ও মৃদুশীলতায় তার যথাসাধ্য করতে পারে, এটা স্মরণে রেখে যে ঈশ্বর কর্মীগনের পরম কর্মী। - The Review and Herald, November 14, 1893.ChSBen 260.3

    খ্রীষ্টানদের সর্বদা প্রভুতে এক বলিষ্ঠ সহায়ক আছে। ঈশ্বরের সাহায্যে ধারা আমরা জানতে না পারি; কিন্তু এটা আমরা জানিঃ যারা তাঁর উপরে ভরসা করে তাদের তিনি কখনও ব্যর্থ করবেন না। খ্রীষ্টানরা যদি উপলব্ধি করতে পারেন প্রভু তাদের পথকে কতবার সুশৃঙ্খল করেছেন যাতে তাদের সম্পর্কে শয়তানের উদ্দেশ্য সম্পন্ন না হয়, তারা হোচঁট খাওয়ার অভিযোগ করতে পারবেন না। তাদের বিশ্বাস ঈশ্বরে নিবদ্ধ থাকবে, এবং কোন প্রলোভনের ক্ষমতা নেই তাদের নড়াবার। -Prophets and Kings, 576. ChSBen 260.4

    যারা পরির্চযায় নিয়োজিত তারা সকলেই ঈশ্বরের সহায়ক হাত। তারা স্বর্গদূতদের সহকর্মী; বরঞ্চ, তারা মানব মাধ্যম যাদের মধ্য দিয়ে দূতগণ তাদের কার্য সম্পাদন করেন। দূতগণ তাদের কন্ঠের মাধ্যমে কথা বলেন এবং তাদের হাতের দ্বারা কাজ করেন। এবং মানব কর্মীগণ , স্বর্গীয় এজেন্সির সঙ্গে সহযোগিতা করে শিক্ষা এবং অভিজ্ঞতা সমৃদ্ধ হন। -Education, 271.ChSBen 261.1

    খ্রীষ্ট সকল পুরুষ ও মহিলাদের আহ্বান করেছেন তাঁর ধার্মীকতার যুদ্ধসজ্জা পরিধান করে কাজ শুরু করতে। ” আমি তোমাকে সাহায্যের জন্য তোমার দক্ষিনে আছি,” তিনি ঘোষণ করেছেন । আপনার সমুদয় কষ্ট এবং বিভ্রন্তি আপনার ঈশ্বরকে বলুন। তিনি কখনও আপনার বিশ্বাসের অমর্যাদা করবেন না। তাঁর মণ্ডলী , যে কর্মীরা সত্যের বীজ ছড়াতে এগিয়ে যায়। খ্রীষ্টের বিষয়ে ভাবুন। তিনি তাঁর দিব্য স্থানে বিরাজমান, নিঃসঙ্গ পরিবেশে নয়, কিন্তু অযুত অযুত স্বর্গদূত তাঁর আদেশ পালনের জন্য তাঁকে ঘিরে রয়েছেন। এবং তিনি তাদের আদেশ দেন ঈশ্বরে আস্থাবান দুর্বলতম সন্তের কাছে গিয়ে তার পরিচর্যা করতে। উচ্চ এবং নীচ, ধনী এবং গরীব, সকলের জন্য একই আয়োজন। -The Southern Watchman, November 7,1905.ChSBen 261.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents