Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
খ্রীষ্টীয় পরিচর্যা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    নিশ্চিত প্রতিদান

    যিনি নিজেদের সামর্থ অনুসারে” প্রত্যেক ব্যক্তিকে তার কাজ” নির্ধারিত করেছেন, তিনি কখনই কর্তব্যের বিশ্বস্ত সাধনকে অপুরস্কৃত হতে দেবেন না। আনুগত্য ও বিশ্বাসের প্রতিটি কাজ ঈশ্বরের অনুগ্রহ এবং অনুমোদনের বিশেষ নিদর্শনের সঙ্গে মুকুটযুক্ত হবে। প্রত্যেক কর্মীকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ” যে ব্যক্তি রোদন করিতে করিতে বপনীয় বীজ লইয়া বাহিরে যায়, সে আনন্দগান সহ আপন আটি লইয়া আসিবেই আসিবে।” - Testimonies for the Church5:395.ChSBen 266.1

    আমাদের পরিচর্যা যতই সংক্ষিপ্ত বা কাজ যতই ছোট হোক, যদি সরল বিশ্বাসে আমরা খ্রীষ্টকে অনুসরণ করি , পুরস্কারের জন্য আমাদের হতাশ হতে হবে না। এমনকি সর্বশ্রেষ্ঠ এবং পরম জ্ঞানী ব্যক্তি যা উপার্জন করতে পানে না, দুর্বলতম এবং বিনয়নম্র তা পেতে পারেন, স্বর্গের স্বর্গমণ্ডিত দ্বার আত্ম-বড়াইকারীর সামনে খুলবে না। এটি গর্বিত আত্মার জন্য উন্মুক্ত হবে না। কিন্তু চিরস্থায়ী তোরণগুলি একটি ছোট্ট শিশুর কম্পিত আলতো ছোয়ায় ঁ প্রশস্ত হবে । যারা সরল বিশ্বাস ও ভালবাসা নিয়ে ঈশ্বরের জন্য কাজ করেছেন তাদের উদ্দেশ্য অনুগ্রহের প্রতিদান ধন্য হবে। -Christ’s Object Lessons ,404.ChSBen 266.2

    যারা এই কাজ করেন তাদের শিরাদেশে থাকবে ত্যাগের মুকুট। কিন্তু তারা পাবেন তাদের পুরস্কার । -Testimonies for the Church 6:348.ChSBen 266.3

    ঈশ্বরের পক্ষের প্রতিটি কর্মীর কাছে এই ভাবনাটি অনন্য উদ্দপিনা এবং অন্যতম উৎসাহের বিষয় হওয়া উচিত। এই জীবনে ঈশ্বরের জন্য কাজ প্র্য়াশই নিরর্থক বলে প্রতীয়মান হয়। ভালো কাজ করার প্রচেষ্টা আন্তরিক এবং একনিষ্ট হতে পারে, তথাপি,আমরা তাদের ফলাফল প্রত্যক্ষ করার সুযোগ না পেতে পারি। আমাদের কাছে চেষ্টাটি বিফলে গেছে মনে হওয়া স্বাভাবিক। কিন্তু ত্রাণকর্তা আমাদের নিশ্চয়তা দিয়েছেন। যে আমাদের কাজ স্বর্গে লিপিবদ্ধ হয়েছে, এবং তার প্রতিদান নিষ্ফল হতে পারে না। -Testimonies for the Church 6:305.ChSBen 266.4

    প্রতিটি কাজ, ন্যায়বিচার, করুণা এবং সহৃদয়তা স্বর্গলোকে সংগীত রচনা করে। পিতা আপন সিংহাসন থেকে প্রত্যক্ষ করেন এবং কর্মীদের তাঁর বহুমূল্যে সম্পদের সঙ্গে গণনা করেন। “আর তাহারা আমরই হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমার কার্য করিবার দিনে তাহারা আমার নিজস্ব হইবে।” অভাবী এবং কাতরদের উদ্দেশ্যে প্রতিটি দয়ার কাজ যীশুর আদর্শে সম্পন্ন হয়। যে ব্যক্তি দরিদ্রকে সাহায্য করে, কিম্বা যতনাক্লিষ্ট ও নিপীড়িতদের প্রতি সহানুভুতি দেখায় এবং অনাথদের বন্ধু হয়, সে নিজেকে যীশুর সঙ্গে অত্যন্ত নিবিড় সম্পর্কে আবদ্ধ করে। -The Review and Herald , August 16,1881.ChSBen 266.5

    ভাগ্যবিড়ম্বিত, দৃষ্টিহীন, খঞ্জ,রুগ্ন বিধবা, এবং অনাথদের প্রতি সমস্ত করুণা, দানশীলতা, এবং চিন্তাশীল বিচারকে খ্রীষ্টে তারই উদ্দেশ্যে সাধিত বিবেচনা করেন; এবং এই কাজগুলি স্বর্গীয় নথি পুস্তকে লিপিবদ্ধ আছে, এবং পুরস্কৃত হবে। -Testimonies for the Church 3:512,513.ChSBen 267.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents