Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
খ্রীষ্টীয় পরিচর্যা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    অধ্যায় ৩ — ঈশ্বরের প্রজাদের শর্ত

    প্রচার উদ্যোগের অভাব

    বিশ্রামবার পালনকারী অ্যাডভেন্টিস্টদের মধ্যে চেতনার বড়ই অভাব রয়েছে। কর্মকর্তারা এবং লোকেরা যদি পর্যাপ্ত পরিমাণে সজাগ থাকতেন, তাহলে তারা উদাসীনভাবে বিশ্রাম নিতেন না, যেখানে ঈশ্বর তাদের তাঁর ব্যবস্থার তত্ত্বাধায়ক করে সম্মানিত করেছেন তাদের মনে সেটা মুদ্রিত করে এবং হৃদয়ে লিপিবদ্ধ করে। -Testimonies for the Church 3:202.ChSBen 39.1

    সত্যিকারের মিশনারি উদ্যম একটা পেশাকে মহত্ত্ব দিতে চার্চগুলিকে নির্জন করে দিয়েছে; তাদের হৃদয়ে এখন আর আত্মার প্রতি ভালোবাসা এবং খ্রীষ্টের খেঁয়াড়ে তাদের পরিচালনা করার আকাঙ্ক্ষায় উদ্দীপ্ত হয় না। আমরা আন্তরিক কর্মী চাই। প্রত্যেক এলাকা থেকে যে আর্তনাদ ওঠে আসে ঃ “আসুন এবং আমাদের সাহায্য করুন,” তাতে সাড়া দেওয়ার কি কেউ নেই? -Testimonies for the Church 4:156.ChSBen 39.2

    আমাকে দেখানো হয়েছিল যে মানুষ হিসাবে আমাদের ঘাটতি রয়েছে। আমাদের কাজ আমাদের বিশ্বাস মোতাবেক নয়। আমাদের বিশ্বাস সাক্ষ্য দেয় যে মরণশীল মানুষকে প্রদত্ত সর্বকালের সর্বাপেক্ষা গুরুতর ও গুরুত্বপূর্ণ বার্তা ঘোষণার অধীনে আমরা বসবাস করছি। তবুও এই ঘটনার সম্পূর্ণ দৃষ্টিতে, আমাদের প্রচেষ্টা, আমাদের উদ্যোগ, আমাদের আত্মত্যাগের চেতনা, কাজের প্রকৃতির সমতুল্য নয়। মৃতদের থেকে আমাদের জাগ্রত হতে হবে, এবং খ্রীষ্ট আমাদের জীবন দান করবেন। -Testimonies for the Church 2:114.ChSBen 39.3

    ঈশ্বরের কাছে ঐকান্তিক জবাবদিহি সম্পর্কে আমাদের মণ্ডলীর ক্ষীণ চেতনার বিষয়ে ভাবলে আমার অন্তঃকরণ ব্যথিত হয়। মণ্ডলীর অদিধকর্তারাই কেবল সৈনিক নয়, কিন্তু প্রত্যেক নরনারী যারা খ্রীষ্টের সেনাবাহিনীর তালিকায় অন্তভর্ূূক্ত হয়েছে; এবং তারা কি সৈন্যের বেতন গ্রহণ করতে ইচ্ছুক, ঠিক যেমন খ্রীষ্ট তাদেরকে তাঁর আত্ম-অস্বীকার এবং আত্মত্যাগের জীবনের মাধ্যমে এক দৃষ্টান্ত প্রদান করেছেন? সামগ্রিকভাবে আমাদের মণ্ডলী কি আত্ম- অস্বীকার দেখিয়েছে? তারা হয়তো আর্থিক অনুদান দিয়েছে, কিন্তু আত্মদান করেনি। -The General Conference Bulletin, 1893, 131.ChSBen 39.4

    খ্রীষ্টের অনুসারীদের মধ্যে অনেকেই আত্মার মুক্তির জন্য জগতের চেয়ে বেশি দায়ভার অনুভব করেন না। চোখের অভিলাষ এবং জীবনের দর্প, প্রদর্শনের প্রেম, আরামপ্রিয়তা, নামধারী খ্রীষ্টানদের ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে, এবং বাস্তবিক ধর্মপ্রচারক আত্মা অল্পই বিদ্যমান থাকে। সিয়োনের পাপিষ্ঠদের চোখ খুলতে এবং প্রবঞ্চকদের কম্পিত করতে কী করা যায়? -The General Conference Bulletin, 1893, 132.ChSBen 39.5

    মেরোস নামে প্রতীকীকৃত একটি শ্রেণী আছে। মিশনারি উদ্যোগ কখনই তাদের মনের নাগাল পায় না। বিদেশী মিশনের আহ্বান তাদের নড়াতে পারে না। যারা ঈশ্বরের পক্ষে কিছুই করছেন না, - খ্রীষ্টের উদ্দেশ্যে আত্মা জয়ের পক্ষে নিস্পৃহ, তারা ঈশ্বরের কাছে কী জবাব দেবেন? এরা নিন্দিত হবে, “তোমরা দুষ্ট ও অলস দাস।” -Historical Sketches, 290.ChSBen 40.1

    আপনার অংশে উঠে আসা ঈশ্বরের কাজ করার সুযোগ আপনার ব্যর্থতার দৃষ্টান্ত হিসাবে আমাকে এই কথাগুলি বল হয় ঃ “সদাপ্রভুর দূত বলেন, মেরোসকে শাপ দাও, তথাকার নিবাসীদের দারুন শাপ দাও, কেননা তারা এলো না সদাপ্রভুর সাহায্যের জন্য, সদাপ্রভুর সাহায্যের জন্য, বিক্রমীদের বিরুদ্ধে।” -Testimonies for the Church 2:247.ChSBen 40.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents