Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
খ্রীষ্টীয় পরিচর্যা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    অধ্যায় ১ — পরিচর্যার উদ্দেশ্য ঐশ্বরিক আহ্বান

    মানব প্রতিনিধির উপর নির্ভর

    মানুষের মধ্যে প্রতিনিধি হিসাবে ঈশ্বর অপতিত স্বর্গদূতগণকে নির্বাচন করেন নি। কিন্তু আবেগময় পরিত্রাণকামী মানুষকে তিনি মনোনয়ন করেছেন। খ্রীষ্ট মানবতা গ্রহণ করেছিলেন যাতে মানবতায় পৌছাতে পারেন। জগতে পরিত্রাণ আনয়নের জন্য একটি ঐশী-মানব ত্রাণকর্তার প্রয়োজন হয়েছিল। এবং “খ্রীষ্টের অননুসন্ধের ঐশ্বর্য” প্রচারের জন্য পুরুষ এবং স্ত্রীলোকদের উপর পবিত্র দায়িত্ব অর্পণ করা হয়েছে। - The Acts of the Apostles, 134.ChSBen 13.1

    মর্মম্পর্শী দৃশ্যটি অবলোকন করুন। তাঁর মনোনীত বারো জন পরিবেষ্টিত স্বর্গের মহিমা প্রত্যক্ষ করুন। তাদের কাজের জন্য তিনি তাদের পথক করেন। এই দুর্বল প্রতিনিধিদের দ্বারা, তাঁর বাক্য ও আত্মার মাধ্যমে, তিনি সকলের নাগালের মধ্যেই পরিত্রাণের পরিকল্পনা করেছেন। - The Acts of the Apostles, 18ChSBen 13.2

    “জোফায় লোক পাঠাও, আর এক শিমোনকে ডেকে আন।” এইভাবে ঈশ্বর সুসমাচার প্রচার এবং তার সংগঠিত মণ্ডলীর প্রতি নিজের দৃষ্টিভঙ্গির প্রমাণ দিয়েছেন। কর্ণীলিয়কে ক্রুশের গল্প শোনানোর দায়িত্ব স্বর্গদূতকে দেওয়া হয় নি। কোন ব্যক্তির বিষয়, এমন কি স্বয়ং শতপতি পর্যন্ত, মানবিক দূর্বলতা ও প্রলোভনের অধীন ছিলেন, তাই তার কাছে ক্রুশবিদ্ধ ও পুনরুত্থিত ত্রাণকর্তার বিষয়ে প্রচার ব্যক্তিকেই করতে হবে। - The Acts of the Apostles, 134.ChSBen 13.3

    ফিলিপের কাছে যে স্বর্গদূতকে পাঠানো হয়েছিল তিনিই ইথিওপিয়া নিবাসীদের জন্য কাজটি সম্পন্ন করতে পারতেন, কিন্তু সেটা ঈশ্বরের কর্মপন্থা নয়। তাঁর পরিকল্পনা হল মানুষ তার সহমানবদের জন্য কাজ করবে। - The Acts of the Apostles, 109. ChSBen 13.4

    প্রেরিত আরও বলেন, “মৃৎপাত্রে রক্ষিত আমাদের এই সম্পদ, এই অপূর্ব শক্তি, আমাদের নিজস্ব নয়, বরং পরাৎপরের। ঈশ্বর নিষ্পাপ স্বর্গদূতদের মাধ্যমে তাঁর সত্য ঘোষণা করতে পারতেন, কিন্তু এটা তাঁর পরিকল্পনা নয়। তাঁর সংকল্প অনুসারে কার্য সাধনের যন্ত্ররূপে তিনি দুর্বলতায় আষ্টেপৃষ্ঠ বাঁধা মানুষকেই বেছে নেন। মাটির পাত্রেই রয়েছে অমূল্য নিধি। মানুষের মাধ্যমে তাঁর আশীর্বাদ জগতের কাছে পৌছানো হয়। তাদের মাধ্যমে পাপের অন্ধকারে তাঁর মহিমা ঝলমল করে। প্রেমময় পরিচর্যায় তারা পাপী ও অভাবীদের কাছে যায় এবং তাদের ক্রশের দিকে পরিচালিত করে। এবং তাদের সমুদয় কর্মে তারা সর্বোপরি ও সর্বপ্রধানের গৌরব, মর্যাদা ও প্রশংসা আরোপ করে। -The Acts of the Apostles, 330.ChSBen 13.5

    পরিত্রাতার উদ্দেশ্য ছিল স্বর্গারোহণের পরে তিনি মানুষের মধ্যস্থতাকারী হবেন, এবং তাঁর অনুগামীরা তাঁর শুরু করা কাজ এগিয়ে নিয়ে যাবেন। যারা অন্ধকারের মধ্যে বসে আছে, তাদের জন্য কি সুসমাচারের আলো দেওয়ার ব্যাপারে মানব প্রতিনিধিগণ বিশেষ আগ্রহ দেখাবেন না? কেউ কেউ আছেন, যারা সত্যের আলো বহন করার জন্য পৃথিবীর শেষ প্রান্তে যেতে ইচ্ছুক, কিন্তু ঈশ্বর আশা করেন যে সত্য জানা প্রত্যেক ব্যক্তি যেন সত্যের খাতিরে অন্যেদের জয় করতে পারেন। ধ্বংসোন্মুখ আত্মাদের উদ্ধারের জন্য আমরা যদি বিশেষ আত্মাহুতি দিতে অনিচ্ছুক হই, তাহলে কিভাবে আমরা ঈশ্বরের নগরে প্রবেশের যোগত্য পেতে পারি? -- Testimonies for the Church 9:103.ChSBen 14.1

    তাঁর জ্ঞানের মধ্যে যারা সত্য অন্বেষণ করেন তাদের প্রভু যারা সত্য অবহিত তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। আর নিঃসন্দেহে, এটি হচ্ছে মহাকাশের কথা-তাদের কাছে রয়েছে অন্ধাকার- মানবতা,জ্ঞানের মহাপ্রবাহ থেকে তারা দক্ষতা অর্জন করে। প্রচার মানসিকতা, কর্মসংস্থা, যার মাধ্যমে সুসমাচার মন ও হৃদয় পরিবর্তনকারী শক্তি কার্যকর করে।-- The Acts of the Apostles, 134.ChSBen 14.2

    আমাদের সাহায্য ছাড়াই ঈশ্বর পাপীদের মুক্তির লক্ষ্যে পৌঁছাতে পারতেন, কিন্তু আমাদের খ্রীষ্টতুল্য চরিত্র গঠন করতে হলে অবশ্যই তাঁর কাজের অংশ নিতে হবে। তাঁর আনন্দের মধ্যে প্রবেশ করার জন্য তাঁর আত্মত্যাগের মাধ্যমে আত্মার উদ্ধার প্রত্যক্ষ করে আনন্দলাভ করতে আমাদের অবশ্যই তাদের মুক্তির জন্য প্রভুর কাজে অংশগ্রহন করতে হবে। -The Desire of Ages, 142.ChSBen 14.3

    মানুষের মধ্যে তাঁর প্রতিনিধি হিসাবে খ্রীষ্ট স্বর্গদূতদের নির্বাচন করেন না, যারা কখনও পথভ্রষ্ট হন না, কিন্তু মানুষ যারা ভাবাবেগ নিয়ে চলে তাদের বেছে নিলেন। খ্রীষ্ট মনুষ্যরূপ ধারণ করলেন যেন তিনি মনুষ্যের কাছে পৌছাতে পারেন। ঈশ্বরত্বের প্রয়োজন হয় মানুবত্বের, কেননা জগতের পরিত্রাণের জন্য ঐশ্বরিকতা এবং মানবতা উভয়েরই প্রয়োজন হয়। ঈশ্বর স্বরূপের প্রয়োজন হয় মানবরূপ, যেন মানবতা ঈশ্বর এবং মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যম হতে পারে।-- The Desire of Ages, 296.ChSBen 14.4

    প্রায় অধৈর্য হয়ে স্বর্গদূতগণ আমাদের সহযোগিতার জন্য অপেক্ষা করেছেন, কেননা মানুষের সঙ্গে যোগাযোগ করতে হলে মানবমাধ্যম আবশ্যক। এবং আমরা যখন পূর্ণ ভক্তি সহ খ্রীষ্টে আত্মনিবেদন করি, স্বর্গদূতগণ আনন্দ করেন, কেননা তখন তারা আমাদের কন্ঠস্বরের মাধ্যমে কথা বলে ঈশ্বরের প্রেম প্রকাশ করতে সক্ষম হন।-- The Desire of Ages, 297.ChSBen 14.5

    আমাদের ঈশ্বরের সঙ্গে একযোগে শ্রমিক হতে হবে; কেননা মানব সংস্থা ব্যতীত ঈশ্বর তাঁর কাজ সম্পূর্ণ করবেন না। -- The Review and Herald, March 1, 1887.ChSBen 14.6

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents