Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
খ্রীষ্টীয় পরিচর্যা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    পরীক্ষার মোকাবিলা

    শেষকালীন গুরুতর কাজের মধ্যে কয়েকজন মহাপুরুষ নিযুক্ত হবেন। তারা স্বয়ংসম্পূর্ণ এবং ঈশ্বরের থেকে স্বাধীন, এবং তিনি তাদের ব্যবহার করতে পারবেন না। প্রভুর অনেক বিশ্বস্ত দাস রয়েছেন, যারা ঝাঁকুনির সময় এবং পরীক্ষার সময় দৃশ্যপটে আসবেন। এমন অনেক মূল্যবান ব্যক্তি এখন গোপনে আছেন যারা বালদেবতার কাছে জানু পাতেন নি। তাদের কাছে আলোক ছিল না যা আপনার উপর উজ্জ্বল জ্যোতিতে ঝলমল করে। কিন্তু এটি কোন রুক্ষ এবং অনদৃত বহিরাগতের অধীনে চাপা থাকলেও, সত্যিকারের খ্রীষ্টান চরিত্রের নির্মল উজ্জ্বলতা প্রকাশিত হবে। দিনের বেলা আমরা আকাশের দিকে তাকালে সেখানে তারামণ্ডল দেখতে পাই না। তারাগুলি সেখানেই আছে, বিতানে বিরাজমান রয়েছে, কিন্তু চোখ তাদের আলাদা করতে পারে না। রাত্রিকালে আমরা তাদের আসল দীপ্তি দেখতে পাই। ChSBen 53.1

    সময় খুব বেশি দূরে নয়, যখন প্রত্যেক আত্মার পরীক্ষা নেওয়া হবে। ... এই সময়ে, মণ্ডলীর মধ্যে জঞ্জাল থেকে সোনা পৃথক করা হবে। প্রকৃত ধার্মিকতা স্পষ্টভাবে তার দর্শনদারি ও খোলস থেকে আলাদা বিশিষ্টতা পাবে। অনেক তারক যাদের আমরা তাদের চাকচিক্যের জন্য প্রশংসা করেছি, সেগুলি তখন অন্ধকারের গহ্বরে তলিয়ে যাবে। মেঘের মতো তুষ বাতাসে উড়ে যাবে, এমনকি যে জায়গায় আমরা উত্তম গমের রাশ দেখতে পাই সেখান থেকেও। যারা ধর্মধামের অলঙ্কারে বিভূষিত হয়েছে অথচ খ্রীষ্টের ধার্মিকতার পোশাক পরিধান করেনি, তারা সকলেই তাদের নিজেদের নগ্নতার কারণে লজ্জায় উপস্থিত হবে। -Testimonies for the Church 5:80, 81.ChSBen 53.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents