Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
খ্রীষ্টীয় পরিচর্যা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    যুগের সংকট

    আমরা যুগের সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। ঈশ্বরের বিচারগুলি দ্রুতগতিতে পরস্পর পরস্পরকে অনুসরণ করবে Ñ অগ্নিকাণ্ড, বন্যা, এবং ভূমিকম্প যুদ্ধ ও রক্তপাতের সঙ্গে উপস্থিত হবে। এই সময়ের দুর্দান্ত এবং পরিকল্পিত ঘটনাবলিতে আমাদের আশ্চর্য হলে চলবে না; কেননা করুণার স্বর্গদূত অনুতাপহীনদের আশ্রয় দিতে দীর্ঘক্ষণ বিলম্ব করবেন না। ChSBen 55.1

    সংকট আমাদের ধীরে ধীরে গ্রাস করছে। সূর্য তার স্বাভাবিক পরিক্রমার সঙ্গে আকাশে কিরণ দেয়, রোপন ও নির্মাণ করছে, বিবাহ এবং বিবাহ দিচ্ছে। ব্যবসায়ীরা এখনও কেনাবেচা করছে। মানুষ একে অপরকে বিদ্রূপ করছে, সর্বোচ্চ পদের জন্য লড়াই চালাচ্ছে। বিনোদনপ্রিয়রা এখনও প্রেক্ষাগৃহ, ঘোড়দৌড় ও জুয়ার আসরে ভিড় জমাচ্ছে। সর্বাধিক উত্তেজনা বিরাজ করছে, তথাপি সুযোগকাল ক্ষিপ্রগতিতে অবরুদ্ধ হচ্ছে এবং প্রত্যেক মামলার অনন্তকালীন নিষ্পত্তি ঘটতে চলেছে। শয়তান দেখেছে যে তার সময় খুব কম। সে তার সমস্ত সংঘগুলিকে চালু রেখেছে, যাতে পরীক্ষাকাল সমাপ্ত হওয়ার পূর্বেই মানুষ প্রতারিত, বিভ্রান্ত, অধীনস্থ এবং পথভ্রষ্ট হয় এবং করুণার দ্বার যেন চিরতরে রুদ্ধ হয়। -The Southern Watchman, October 3, 1905.ChSBen 55.2

    অজ্ঞালঙ্ঘনের মাত্রা চরম সীমায় পৌঁছে গেছে। জগতে বিভ্রান্তি ছেয়ে গেছে, এবং শীঘ্রই মহাসন্ত্রাস মানুষের উপর আসছে। শেষ খুবই নিকটবর্তী। আমরা যারা সত্যকে জানি তাদের উচিত অবিশ্বাস্য আশ্চর্যরূপে জগতে যা ঘটতে যাচ্ছে সেজন্য প্রস্তুত থাকা। -Testimonies for the Church 8:28.ChSBen 55.3

    এই সময়ের প্রচলিত অধর্ম থেকে আমরা জানতে পারি যে শেষ সংকট নাগালের মধ্যে এসে গেছে। যখন ঈশ্বরের আইন অমান্য সর্বজনীন হয়, মানুষ যখন প্রতিবেশীদের মাধ্যমে অত্যাচারিত ও ক্ষতিগ্রস্ত হয়, প্রভু হস্তক্ষেপ করবেন । -Chris’s Object Lessons, 178.ChSBen 55.4

    আমরা মহৎ ও গুরুতর ঘটনাবলির দ্বারপ্রান্তে রয়েছি। ভাববাণীগুলি পূর্ণ হচ্ছে। অনবদ্য ঘটনার ইতিহাস স্বর্গীয় পুস্তকে লিপিবদ্ধ হচ্ছে। আমাদের জগতের সব কিছুই উত্তেজনায় রয়েছে। যুদ্ধ এবং যুদ্ধের জনরব রয়েছে। জাতিগণ ক্রাধন্বিত, এবং মৃতদের বিচারের সময় আগত। ঈশ্বরের দিনকে দ্রুত আনয়নের জন্য ঘটনাবলির বিশাল পরিবর্তন হচ্ছে। যেন আর একটা মুহৃর্ত অবশিষ্ট আছে। যখন ইতিমধ্যেই জাতির বিরুদ্ধে জাতির, এবং রাজ্যের বিরুদ্ধে রাজ্যের উত্থান হচ্ছে, সেখানে সাধারণ প্রবত্তি নাই। ঈশ্বরের দাসগণ কপালে মুদ্রাঙ্কিত করা পর্যন্ত চার বায়ু ধরা থাকবে। অতঃপর জগতের শক্তিগুলি শেষ মহাযুদ্ধের জন্য তাদের বাহিনী সুসজ্জিত করবে। -Testimonies for the Church 6:14.ChSBen 55.5

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents