Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
খ্রীষ্টীয় পরিচর্যা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    আবশ্যিক পদক্ষেপ

    আমাকে দেখানো হয়েছিল ঈশ্বরের লোকেরা কিছু পরিবর্তন সাধনের অপেক্ষায় আছেন, - তাদের ধরে রাখতে বাধ্য করার শক্তির আশা। কিন্তু তারা নিরাশ হবেন, কারণ তারা ভ্রান্ত। তাদের অবশ্যই কাজ করা প্রয়োজন; তাদের নিজেদের কাজটি ধরে রাখতে হবে, এবং নিজেদেরকে কাজটির বিষয়ে যথার্থ জ্ঞানের জন্য ঈশ্বরের কাছে আন্তরিক আকৃতি জানতে হবে। আমাদের সামনে যে দৃশ্যগুলি অতিবাহিত হচ্ছে সেগুলি আমাদেরকে জাগ্রত করতে, এবং যারা শুনবেন তাদের হৃদয়ে সত্যের আবেদন রাখতে পর্যাপ্ত পরিমাণে কার্যকরী হবে। পৃথিবীর শস্য প্রায় পরিপক্ক হতে চলেছে। -Testimonies for the Church 1:261.ChSBen 86.4

    মহাবিশ্বের সমস্ত কিছু যারা সত্য অবগত আছেন তাদের প্রতি আহ্বান জানায় তৃতীয় স্বর্গদূতের বার্তায় তাদের কাছে প্রকাশিত সত্যটি ঘোষণার জন্য নিজেদের অকুণ্ঠচিত্তে উৎসর্গ করতে। আমরা যা কিছু দেখি ও শুনি তা আমাদের কর্তব্য পালনে আহ্বান করে। শয়তানী এজেন্সিগুলির কার্যক্রম প্রতিটি খ্রীষ্টবিশ্বাসীকে তার পক্ষে দাঁড়ানোর আহ্বান করে। শয়তানী এজেন্সিগুলির কার্যক্রম প্রতিটি খ্রীষ্টবিশ্বাসীকে তার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানায়। Testimonies for the Church 9:25, 26.ChSBen 87.1

    খ্রীষ্টের শীঘ্র আগমনের বার্তা পৃথিবীর সমুদয় জাতিকে দিতে হবে। শত্রুর শক্তিকে পরাভূত করতে সজাগ, অবিশ্রান্ত প্রচেষ্টায় প্রয়োজন। হাহগুটিয়ে বসে থেকে কান্নাকাটি করা আমাদের কাজ নয়, কিন্তু আমাদের কাজের সময়ে এবং অনন্তকালের নিরিখে কাজ করতে হবে। -The Southern Watchman, May 29, 1902.ChSBen 87.2

    “কিছু করো, শীঘ্র করো, দিয়া তব সকল শক্তি;
    অধিক বিশ্রামে নেতিয়ে পড়ে স্বর্গদূতের ডানা;
    এবং ঈশ্বর স্বয়ং নিষ্কিৃয় হয়ে, আশীর্বাদ করেন না।”
    ChSBen 87.3

    -Testimonies for the Church 5:308.

    কেউ যেন না ভাবেন তার কাজ না করে হাত গুটিয়ে বসে থাকার স্বাধীনতা আছে। উদাসীনতা এবং নিষ্ক্রিয়তার মধ্যে থেকে কেউ পরিত্রাণ লাভ করবে সেটা একেবারে আকাশকুসুম কল্পনা। পার্থিব পরিচর্যাকালে খ্রীষ্ট কী সাধন করেছিলেন একবার ভাবুন। কত আন্তরিক কত অক্লান্ত ছিল তাঁর প্রচেষ্টা! তাঁকে প্রদত্ত কাজকে অবহেলা করতে কোন কিছুতেই তিনি অনুমতি দেন নি। আমরা কি তার পদাঙ্ক অনুসরণ করছি? -The Colporteur Evangelist, 38.ChSBen 87.4

    আত্মার মুক্তির কাজে দিব্য এবং মানসিক এজেন্সিগুলি সম্মিলিতভাবে কাজ করে। ঈশ্বর তাঁর ভাগের কাজ সম্পন্ন করেছেন, আর এখন খ্রীষ্টীয় ক্রিয়াকলাপ প্রয়োজন। এই জন্য ঈশ্বর ডাক দিয়েছেন। তিনি আশা করেন যে তাঁর প্রজারা সমস্ত জাতির কাছে সত্যের আলো উপস্থাপনে অংশ নেবে। প্রভু যীশু খ্রীষ্টের সাথে এই অংশীদারিত্বে প্রবেশ করবে? -The Review and Herald, March 1, 1887.ChSBen 87.5

    মণ্ডলীকে জীবন্ত মণ্ডলী হতে গেলে কার্যকরী মণ্ডলী হতে হবে। কেবল পাপ ও ক্রটির বিরোধী শক্তির বিরুদ্ধে নিজস্ব ভিত্তি স্থির রাখা এবং সন্তোষজনক পদক্ষেপ নিয়ে অগ্রসর হওয়ার গৌরবে সন্তুষ্ট হওয়া অনুচিত, কিন্তু খ্রীষ্টের জোয়াল বহন করতে হবে, এবং নেতৃত্বের পায়ে পা মিলিয়ে নব নিযুক্ত পথিক হয়ে চলার পথে এগিয়ে চলতে হবে। -The Review and Herald, August 4, 1891.ChSBen 87.6

    যুদ্ধের তাগিদ দেওয়ার জন্য আমাদের হাতে অল্পই সময় আছে; তারপর খ্রীষ্ট আসবেন, এবং এই বিদ্রোহের দৃশ্যটি সমাপ্ত হবে। অতঃপর খ্রীষ্টের সঙ্গে কাজ করে তাঁর রাজত্বকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের শেষ প্রচেষ্টা। যুদ্ধক্ষেত্রে সম্মুখভাগে কিছু লোক দণ্ডায়মান যারা পরাক্রমের সঙ্গে আগত অমঙ্গলের প্রতিরোধ করছেন, কর্তব্য পদে পতিত হচ্ছেন, অন্যেরা হতাশ হয়ে পতিত বীরদের দিকে দৃষ্টিপাত করেন, কিন্তু তাদের কাজ বন্ধ করার সময় নেই। তাদের অবশ্যই পদমর্যাদা ছেড়ে, মৃত্যু দ্বারা অবশ হাত থেকে বিজয়কেতন নিজের হাতে তুলে নিয়ে নবোদ্যমে নতুন শক্তিতে সত্য এবং খ্রীষ্টের সম্মান রক্ষা করতে হবে। আগে এমন কখনও করা হয়নি, পাপের বিরুদ্ধে - অন্ধকারের শক্তির বিরূদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা বর্তমান সত্যে বিশ্বাস করেন, এই সময়ে তাদের শক্তিশালী এবং দৃঢ়নিশ্চিত ভূমিকায় অবতীর্ণ হতে হবে। তাদের অনুশীলন এবং দৃষ্টান্ত উভয়ের মাধ্যমে সত্য শিক্ষা দিতে হবে। -The Review and Herald, October 25, 1881.ChSBen 87.7

    প্রভু এখন প্রতিটি অঞ্চলে সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্টদের তাঁর কাছে নিজেদের উৎসর্গ করতে এবং তাদের পরিস্থিতি অনুযায়ী তাঁর কাজের সহায়তা করার জন্য সর্বোত্তমভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। -Testimonies for the Church 9:132.ChSBen 88.1

    অলসতা এবং ধর্ম একসাথে চলতে পারে না। খ্রীষ্টান জীবন এবং অভিজ্ঞতায় আমাদের বড় অভাব হল ঈশ্বরের কাজে নিষ্ক্রিয়তা। আপনার শরীরের পেশীগুলি দুর্বল এবং অকেজো হয়ে যাবে যদি এগুলি ব্যায়ামের মাধ্যমে সঞ্চালিত না হয়, এবং আত্মিক প্রকৃতিতে এটা একই রকম। আপনি যদি শক্তিশালী হন তবে আপনাকে অবশ্যই আপনার শক্তিগুলি ব্যবহার করতে হবে। -The Review and Herald, March 13, 1888.ChSBen 88.2

    আমাদের পরিশ্রমী কর্মী হতে হবে, একজন অলস ব্যক্তি দুর্ভাগা জীব। কিন্তু যে মহৎ কার্য সাধনের জন্য খ্রীষ্ট নিজের জীবন দিয়েছেন সেখানে অলসতার পক্ষে কী অজুহাত দেওয়া যায়? আত্মিক সুযোগ সুবিধাগুলি যদি ব্যবহার না করা হয় সেগুলি অস্তিত্ব হারাবে এবং শয়তান তাদের বিনাশের জন্য এই ছক তৈরি করেছে। আমাদের জগতে খ্রীষ্টের দ্বিতীয় আগমনের জন্য একটি লোকদল প্রস্তুতির কাজে সমস্ত স্বর্গ সক্রিয়ভাবে জড়িত, এবং “আমরা ঈশ্বরের সঙ্গে একসাথে শ্রমিক” সব কিছুর পরিসমাপ্তির সন্নিকট। এখন আমাদের কর্ম করার সুযোগ। -The Review and Herald, January 24, 1893.ChSBen 88.3

    আন্তরিক মিশনারিদের বড়ই প্রয়োজন। আকস্মিক প্রচেষ্টার ফল নগণ্য। আমাদের মনোযোগ আকর্ষণ করতে হবে। আমাদের গভীরভাবে আন্তরিক হতে হবে। -Testimonies for the Church 9:45.ChSBen 88.4

    আমাদের মধ্যে এমনও লোক আছেন, তারা যদি বিবেচনার জন্য সময় নিতে পারেন তাহলে তাদের ঈশ্বরদত্ত প্রতিভাদের পাপপূর্ণ অবহেলার মধ্যে কোন ক্রটিই দেখতে পাবেন না। -Testimonies for the Church 6:425.ChSBen 88.5

    বিশ্বে আমাদের অবস্থান কী? আমরা অপেক্ষার সময়ের মধ্যে রয়েছি। কিন্তু এই সময়টি বিমূর্ত ভক্তিতে অপচয় করা উচিত নয়। অপেক্ষা, পর্যবেক্ষণ, এবং সজাগতা কর্মসাধনে সম্মিলিত হবে। আমাদের জীবন পার্থিব বিষয়ে ছোটাছুটি, দৌড়ঝাঁপ এবং পরিকল্পনায় ব্যস্ত থাকবে না, ব্যক্তিগত ধার্মিকতা এবং ঈশ্বরের প্রয়োজনে অবহেলা করবে না। আমাদের কারবারের ক্ষেত্রে অলস হওয়া অনুচিত, কিন্তু আমাদের আত্মায় আকুল হওয়া এবং সদাপ্রভুর পরিচর্যা করা উচিত। আত্মার প্রদীপটি পরিপাটি থাকবে, এবং আমাদের অবশ্যই প্রদীপের সঙ্গে পাত্রে অনুগ্রহের তেল থাকতে হবে। সমস্ত সাবধানতা অবলম্বন করতে হবে আত্মিক অবক্ষয় প্রতিরোধকল্পে, পাছে প্রভুর দিন চোরের মতো আমাদের অতিক্রম করে যায়। -Testimonies for the Church 8:169.এই জীবনে আপনি সম্ভবত যত ভালো কাজ সঞ্চয় করতে পারেন করে নিন। -Testimonies for the Church 5:488.ChSBen 89.1

    যারা যীশুর নাম ব্যবহার করেন তারা হবেন তাঁর অন্তরঙ্গ কর্মীবাহিনী। প্রত্যেক স্বতন্ত্র সদস্যকে খ্রীষ্ট যীশুর প্রস্তরের উপরে নির্মিত হতে হবে। একটা প্রবল ঝড় উঠছে যা প্রত্যেকের আত্মিক ভিতকে প্রবলভাবে ঝাকিয়ে পরীক্ষা করবে। অতএব, বালুকাক্ষেত্র এড়িয়ে চলুন; প্রস্তরের সন্ধান করুন। গভীর খনন করুন! অশ্রুসিক্ত নয়নে, আন্তরিক প্রার্থনার সঙ্গে গাঁথুন। এখন থেকে আপনাদের প্রত্যেকে যেন সৎকর্মের মাধ্যমে আপনাদের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করেন। এই শেষ দিনগুলিতে কলেবের মতো মানুষের অত্যন্ত প্রয়োজন। -Testimonies for the Church 5:129, 130.ChSBen 89.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents