Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
খ্রীষ্টীয় পরিচর্যা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    মন্দগামী মণ্ডলীর কাছে আবেদন

    এটা একটা আশ্চর্য যে, শত শত কর্মীর যেখানে কাজ করার কথা সেখানে, আজ কোনক্রমে এক জনকে পাওয়া যায়। স্বর্গীয় জগৎ অনীহা, শৈথিলল্য, এবং দর্শনদারি ঈশ্বরের পুত্র ও কন্যাদের নাম তালিকাভুক্ত না দেখে বিস্ময়াবিষ্ট হয়। সত্যের মধ্যে নিহিত আছে জীবন্ত শক্তি। -Testimonies for the Church 9:42.ChSBen 92.2

    আমরা উদাসীনতা এবং নিষ্ক্রয়তায় কখনও বাঁচতে পারি না। সত্যিকারের রূপান্তরিত ব্যক্তির কাছে অসহায়, অকেজো জীবন বলে কিছু হতে পারে না। ... যারা পৃথিবীতে ঈশ্বরকে সহায়তা দিতে অস্বীকার করে, তারা স্বর্গে তাঁকে সাহায্য করার অবকাশ পাবে না। তাদের স্বর্গে নিয়ে যাওয়া নিরাপদ নয়। Ñ Christ’s Object Lessons, 280.ChSBen 92.3

    সমুদয় স্বর্গ প্রবল আগ্রহে মণ্ডলীকে লক্ষ্য করেছে, দেখছে তার স্বতন্ত্র সদস্যরা, যারা অন্ধকার আছেন, তাদের আলোকিত করতে কী করছে। The Review and Herald, February 27, 1894.ChSBen 92.4

    আপনার একাগ্রভাবে বিবেচনা করা উচিত যে আপনি মহান ঈশ্বরের সঙ্গে কাজ করছেন, এবং চিরদিন মনে রাখা উচিত যে তিনি তাচ্ছিল্যকর শিশু নন। আপনি ইচ্ছামতো তাঁর সেবায় নিয়োজিত হতে পারবেন না এবং আনন্দে একে ছেড়ে দিতে পারবেন না। -Testimonies for the Church 2:221.ChSBen 92.5

    স্বর্গীয় বুদ্ধিজীবীরা মানব সংস্থাগুলিকে সহযোগিতা করার অপেক্ষায় রয়েছেন, কিন্তু আমরা তাদের উপস্থিতি শনাক্ত করতে পারি নি। -Testimonies for the Church 6:297.ChSBen 93.1

    স্বর্গীয় দূতগণ দীর্ঘদিন ধরে মানব প্রতিনিধিদের জন্য - মণ্ডলীর সভ্যদের জন্য - অপেক্ষা করেছেন তাদের সঙ্গে যৌথভাবে মহৎ কার্যটি সুসম্পন্নের জন্য সহযোগিতা করতে। তারা আপনার জন্য কার্য করছেন। -Testimonies for the Church 9:46, 47.ChSBen 93.2

    অনেকে, অনেক মানুুষ ঈশ্বরের দিনের দিকে এগিয়ে চলেছেন কিছু না করে, দায়িত্ব এড়িয়ে থেকে, এবং ফলস্বরূপ তারা ধর্মীয় বামনে পরিণত হচ্ছেন। এখন পর্যন্ত ঈশ্বরের জন্য কাজের ক্ষেত্রে তাদের জীবন ইতিহাসের পাতাগুলি দুঃখজনকভাবে ফাঁকা দেখা যায়। তারা ঈশ্বরের উদ্যানের বৃক্ষরাজি, কিন্তু কেবল জমি দখলকারী, তাদের ফলহীন ডালপালা যে ক্ষেত্রকে অন্ধকার করে রাখে সেখানে ফলবান বৃক্ষ বিরাজ করতে পারত। -The Review and Herald, May 22, 1888.ChSBen 93.3

    যারা খ্রীষ্টের পক্ষে সামান্য যা কিছুই করেন না, তাদের জন্য বিপদ রয়েছে। ঈশ্বরের অনুগ্রহ তার আত্মায় দীর্ঘস্থায়ী হবে না, যিনি অনেক সুবিধা এবং সুযোগ পেয়েও নীরব থাকেন। -The Review and Herald, August 22, 1889.ChSBen 93.4

    এখন ঘুমানোর কোন সময় নাই, - অনর্থক খেদোক্তির অবকাশ নাই। যিনি এখন ঘুমোতে উদ্যোগী, তিনি শুভ কাজ করার মূল্যবান সুযোগ হাতছাড়া করবেন। আমরা বিশাল শস্যক্ষেত্রে আঁটি সংগ্রহের জন্য আশীর্বাদের নিশ্চিয়তা পেয়েছি; এবং উদ্ধারপ্রাপ্ত প্রতিটি আত্মা, আমাদের আরাধ্য মুক্তিদাতা যীশুর মুকুটে একটি অতিরিক্ত তারকা হবে। যুদ্ধকে আর একটু চালিয়ে নিয়ে যিনি নতুন বিজয় অর্জন করবেন এবং অনন্তকালের জন্য নতুন ট্রফি সংগ্রহ করবেন, তেমন কে রণসমাজ ছাড়তে আগ্রহী হবেন? -The Review and Herald, October 25, 1881.ChSBen 93.5

    স্বর্গের বার্তাবাহকগণ তাদের কাজ করছেন; কিন্তু আমরা কী করছি? ভাই ও বোনেরা, ঈশ্বর আপনাকে সময়ের সদ্ব্যবহার করতে আহ্বান জানিয়েছেন। ঈশ্বরের নৈকট্য লাভ করুন। আপনার মধ্যে যে উপহার রয়েছে তা আলোকিত করুন। যারা আমাদের বিশ্বাসের কারণের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন, তারা এখন এই জ্ঞানকে কোনও না কোনও উদ্দেশ্যে ব্যবহার করুন। -Historical Sketches, 288.ChSBen 93.6

    কি করে আপনি, যিনি প্রভুর প্রার্থনা পুনরাবৃত্তি করেন, “তোমার রাজ্য আসুক, স্বর্গে যেমন পৃথিবীতেও তেমনি তোমার ইচ্ছা পূর্ণ হোক,” অন্যের কাছে সত্যের মশাল বয়ে নিয়ে যেতে সাহায্য না করে নিশ্চিন্তে বসে থাকতে পারেন? অন্যের উপকারার্থে এতটুকু না করে আপনি কিভাবে নিজের এবং নিজের পরিবারের স্বার্থে আশীর্বাদের জন্য ঈশ্বরের সামনে হাত পাততে পারেন? -Historical Sketches, 288.ChSBen 93.7

    আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা বিচার করার সময় পেলে, তাদের অলস অবস্থানকে তাদের ঈশ্বরদত্ত প্রতিভার পাপলিপ্ত প্রত্যাখ্যান হিসাবে বিবেচনা করতেন। ভাই ও বোনেরা, আপনাদের হৃদয়ের কঠোরতায় আপনাদের রক্ষা করার সমস্ত পবিত্র স্বর্গ দূতগণ মর্মাহত। আমাদের রক্ষা করার জন্য খ্রীষ্ট নিজের জীবন দিয়েছিলেন, তবুও আপনারা যারা তাঁর ভালবাসা অবগত আছেন তাদেরও, তাঁর অনুগ্রহের আশীর্বাদ তাদের কাছে পৌঁছে দিতে এত অনীহা যাদের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন। কর্তব্য সম্পর্কে এমন ঔদাসীন্য ও অবহেলা স্বর্গদূতদের কাছে একটি পরম বিস্ময়। যে আত্মাদের আপনি অবহেলা করেছেন তাদের সঙ্গে বিচার দিবসে আপনারা সাক্ষাৎ হবে। ঐ মহৎ দিনে আপনি আত্মা-দোষী এবং আত্ম-নিন্দিত হবেন। প্রভু এখন আপনাকে অনুশোচনার দিকে পরিচালিত করুন। তিনি তাঁর লোকেদের তাঁর দ্রাক্ষাক্ষেত্রের প্রদত্ত কাজকে অবহেলা করার জন্য ক্ষমা করুন। -Testimonies for the Church 6:425, 426ChSBen 94.1

    মণ্ডলীর অলস সদস্যকে তার তালন্ত মাটির ভিতর থেকে বের করে পোদ্দারদের কাছে রাখার প্রয়োজনীয়তা উপলব্ধি করাতে আমরা কী বলতে পারি? স্বর্গ রাজ্যের অভ্যন্তরে কোন অলস, কোন শ্লথ ব্যক্তি থাকবে না। আহা ঈশ্বর যদি এর সার্বিক গুরুত্ব ঘুমন্ত মণ্ডলীর সামনে প্রতিষ্ঠিত রাখতেন! আহা, সিয়োন জাগ্রত হোক এবং তার সুন্দর পোশাকে আভুষিত হোক! আহ সে ঝলমল করবে। -Testimonies for the Church 6:434.ChSBen 94.2

    যারা সত্য জানেন না তাদের জন্য কাজ করার দরকার, ঠিক আপনি যখন অন্ধকারে ছিলেন তখন যেমন কাজ করা হয়েছিল। আর ঘুমানো সময় নাই, আর অলস নিশ্চেষ্ট হওয়ার অবকাশ নাই। গৃহকর্তা প্রত্যেককে একটি কাজ দিয়েছেন। আমাদের এগিয়ে যেতে হবে, পিছনে গেমে চলবে না। প্রতিদিন আমাদের নতুন রূপান্তর চাই। আমরা চাই আমাদের হৃদয়ে যীশুর প্রেম স্পন্দিত হোক, যেন আমরা বহু আত্মার উদ্ধারের সহায়ক হই। Ñ The Review and Herald, June 10, 1880.ChSBen 94.3

    প্রভু যীশু চান যারা নিজেদের ঈশ্বরের সন্তান বলে দাবি করেন, তারা কেবল সর্বপ্রকার অন্যায় থেকে দূরে থেকেই ক্ষান্ত হবেন না, কিন্তু প্রচুর পরিমাণে দাতব্য, আত্মত্যাগ এবং নম্রতার কাজে লিপ্ত থাকবে না। প্রভু মানসিকতা ও কর্মের বিধিবিধান উপস্থাপন করেছেন আমাদের কাজের মধ্যে আমাদেরকে সর্তক করার জন্য। তিনি বলেন, “যার নেই, তার যা আছে বলে হয় তাও কেড়ে নেওয়া হবে।” যারা সুযোগের সদ্ধব্যবহার করে না, ঈশ্বরদত্ত অনুগ্রহ কাজে লাগান না, তাদের অলস্যের জন্য তারা তাদের অধিকার হারাবেন। প্রয়োজনে তাদের জ্ঞান কাজে লাগবে না। দিব্য বিষয়ে বর্ধিত জ্ঞান পরীক্ষা ও প্রলোভনের মোকাবিলায় সক্ষমতা দেয়। যখন উপীড়ন এবং পরীক্ষা আসে, এই শ্রেণী তাদের সাহস ও বিশ্বাস হারিয়ে ফেলে এবং তাদের ভিত্তি নিশ্চিহ্ন হয়, কারণ তারা তাদের আত্মাকে চিরস্থায়ী শৈলে নিবদ্ধ করেন নি। -The Review and Herald, March 27, 1894.ChSBen 94.4

    শেষ মহাদিনে এটা কত ভয়ানক হবে যখন দেখা যাবে যাদের সঙ্গে আমরা পরিচিত হয়েছি এবং ওঠাবসা করেছি তারা আমাদের থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবেন; সম্ভবত আমাদের সন্তানদের, আমাদের পরিবারের পরিত্রাণহীন সদস্যদের, এবং আমাদের অন্তরঙ্গ মিত্রদের মধ্যে যারা আমাদের বাড়ি এসেছেন এবং আমাদের সঙ্গে খাওয়াদাওয়া করেছেন তাদের চিরকালের জন্য হারাতে হবে। তখন আমরা নিজেদের প্রশ্ন করব, এটা কি আমার অসহিষ্ণুতা, আমার অখ্রীষ্টায় আচরণের জন্য ঘটল; নাকি আত্মা নিয়ন্ত্রণে না থাকার জন্য খ্রীষ্টের ধর্ম তাদের কাছে বিরক্তিকর হয়ে উঠেছিল?ChSBen 95.1

    প্রভুর শীঘ্র আগমনের বিষয়ে জগৎকে অবশ্যই সর্তক করতে হবে। কাজ করার জন্য আমাদের হাতে অল্প সময় আছে। অনন্তকালের অনেক বছর কেটে গেছে যেখানে প্রথমে তাঁর রাজ্য ও ধার্মিকতা অন্বেষণের কাজে উন্নতি এবং অপরকে আলোা দেখানোর অবকাশ ছিল। ঈশ্বর এখন তাঁর প্রজাদের আহ্বান করেন, যাদের মহা আলো রয়েছে এবং যারা সত্যে প্রতিষ্ঠিত, যাদের উপর প্রভুর কাজের দায়িত্বভার দেওয়া হয়েছে, তারা যেন নিজেদের এবং অপরের কল্যাণে এমন কাজ করেন যা ইতিপূর্বে কখনো করেন নি। প্রতিটি ক্ষমতা ব্যবহার করুন; প্রতিটি দক্ষতা, প্রতিটি প্রত্যাদিষ্ট প্রতিভা প্রয়োগ করুন; ঈশ্বর আপনাকে যতটা আলো দিয়েছেন সমস্তই অপরের মঙ্গলের জন্য ব্যবহার করুন। প্রচারক হওয়ার চেষ্টা করবেন না, বরং ঈশ্বরের সুযোগ কর্মী হয়ে উঠুন। -The Southern Watchman, June 20, 1905.ChSBen 95.2