Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
খ্রীষ্টীয় পরিচর্যা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    পেশা বনাম অভিব্যক্তি

    অন্তরে গৃহীত প্রতিটি গুরুত্বপূর্ণ সত্যকে অবশ্যই জীবনে প্রকাশ করার চেষ্টা করতে হবে। এটা খ্রীষ্টের প্রেমের সংবর্ধনার অনুপাতে লোকেরা যদি অন্যদের কাছে এর ক্ষমতা প্রচার করতে চায়; তাহলে এই ঘোষণা তাদের নিজেদের আত্মার কাছে এর মান আরও গভীর ও তীব্র করে তুলবে। -The Review and Herald, February 19, 1889. আমাদের বিশ্বাস ভালো কাজের উৎপাদক হওয়া উচিত; কেননা কর্মবিহীন বিশ্বাস মৃত। -Testimonies for the Church 4:145.ChSBen 97.4

    যারা সুসমাচার বার্তা অন্তরে গ্রহণ করবেন তারা সকলেই এটি ঘোষণা করতে আগ্রহী হবেন। খ্রীষ্টের স্বর্গ -জাত প্রেম অবশ্যই ব্যক্ত হবে। Christ’s Object Lessons, 125.ChSBen 98.1

    বাস্তব পরিচর্যার মাধ্যমে আমাদের ঈশ্বরের প্রশংসা করতে হবে, আমাদের সর্বশক্তি দিয়ে তাঁর নামের গৌরব ঘোষণা করতে হবে। -Christ’s Object Lessons, 300.ChSBen 98.2

    এই সময়ে ত্রিদূতীয় বার্তার তত্ত্বটি সম্পর্কে আমাদের বিশ্বাস নিছক সম্মতি কিম্বা আস্থার মাধ্যমে স্তব্ধ হবে না। আমাদের অবশ্যই খ্রীষ্টের অনুগ্রহ তৈল সঙ্গে থাকবে যা প্রদীপকে প্রজ্বলিত রাখবে এবং জীবন দীপকে দীপ্ত দিতে সহায়তা করবে, এতে যারা অন্ধকারে আছে তারা পথ দেখতে পাবে। -Testimonies for the Church 9:155.ChSBen 98.3

    আপনার প্রেমময় পরিশ্রম এবং সম্পাদিত শুভ কর্মের অনুপাত আপনি আত্মিক শক্তি ও আশীর্বাদ প্রাপ্ত হবেন। -Testimonies for the Church 3:526.ChSBen 98.4

    খ্রীষ্টের জন্য আরও অনেক কিছু করা যেতে পারত, যদি যারা সত্য পেয়েছেন তাদের সকলেই সত্য অনুশীলন করতেন। Testimonies for the Church 9:40.ChSBen 98.5

    আমাকে দেখানো হয়েছিল, মানুষ হিসাবে আমাদের ঘাটতি আছে। আমাদের বিশ্বাস অনুসারে আমাদের কাজ হয় না। আমাদের বিশ্বাস সাক্ষ্য দেয় যে আমরা মরণশীলকে দত্ত সর্বকালের সবচেয়ে গুরুতর ও গুরুত্বপূর্ণ বার্তা ঘোষণার অধীনে বাস করছি। তবুও এই ঘটনার সম্পূর্ণ দৃষ্টিতে, আমাদের প্রচেষ্টা, আমাদের উদ্যোগ, আমাদের আত্মত্যাগের উদ্যম কাজটির, প্রকৃতির তুল্যমূল্য নয়। আমাদের মৃতদের থেকে জাগ্রত হতে হবে, এবং খ্রীষ্ট আমাদের জীবন দান করবেন। -Testimonies for the Church 2:114.ChSBen 98.6

    বিশ্বাসে এগিয়ে চলুন, এবং আপনার বিশ্বাস অনুযায়ী সত্য ঘোষণা করুন। যাদের জন্য আপনি পরিশ্রম করেন তারা দেখুক যে আপনার কাছে এটি জীবন্ত বাস্তব। -Testimonies for the Church 9:42.ChSBen 98.7

    খ্রীষ্টতুল্য জীবনই খ্রীষ্টানধর্মের উন্নতির স্বপক্ষে সবচেয়ে বলিষ্ঠ যুক্তি। -Testimonies for the Church 9:21.ChSBen 98.8

    অনেকে আছেন যারা নামেমাত্র খ্রীষ্টের নাম নেয় কিন্তু তদের অন্তঃকরণ তাঁর পরিচর্যায় নিয়োজিত নয়। তারা কেবল ধার্মিকতার পেশায় নিজেকে সজ্জিত করেছে, এবং এই কাজের মাধ্যমেই তারা নিজেদের অপবাদের মাত্রা বাড়িয়েছে, এবং আরও বড় প্রতারক হয়েছে এবং আত্মা বিনাশে শয়তানের আরও সফল এজেন্ট হয়ে উঠেছে। -The Review and Herald, March 27, 1888.ChSBen 98.9

    প্রভুর দিকে যাদের দৃষ্টি, তারা সত্যের প্রতি আনুগত্যের মাধ্যমে তাদের আত্মাকে শুদ্ধ করছেন। সজাগ দৃষ্টিতে তারা একাত্মভাবে কাজ করেন। প্রভু যে দ্বারদেশে দণ্ডায়মান সেটা তারা অবহিত বলে, আত্মার মুক্তির উদ্দেশ্যে কাজ করার ক্ষেত্রে স্বর্গীয় বোদ্ধাদের সঙ্গে সহযোগিতা করার জন্য তাদের উদ্দীপনা প্রবল হয়। এরা সেই বিশ্বস্ত ও জ্ঞানী দাস যারা প্রভুর পরিবারকে “যথাসময়ে তাদের খাদ্যের অংশ প্রদান করে।” তারা যে সত্য ঘোষণা করছেন তা এখনের জন্য বিশেষভাবে প্রযোজ্য। হনোক, হো, আব্রাহাম, এবং মোশি, যেমন প্রত্যেক তার সময়ের উপযোগী সত্য ঘোষণা করেছিলেন, খ্রীষ্টের সেবকেরা তদ্রূপ তাদের প্রজন্মের জন্য বিশেষ সর্তকবার্তা প্রদান করবেন। -The Desire of Ages, 634.ChSBen 99.1

    ঈশ্বরের সামনে আমাদের অবস্থান, আমাদের প্রাপ্ত আলোকের পরিমাণের উপর নয়, কিন্তু আমাদের যতটা আছে তার ব্যবহারের উপর নির্ভর করে। সুতরাং পরজাতিরাও, যারা তাদের জ্ঞানত সঠিক পথে আছে তার ব্যবহারের উপর নির্ভর করে। সুতরাং পরজাতিরাও, যারা তাদের জ্ঞানত সঠিক পথে চলে তারা তাদের চেয়ে অনুকূল অবস্থায় আছে যারা মহান আলোক পেয়েছেন এবং ঈশ্বরের সেবক বলে নিজেদের পেশার বিরুদ্ধাচরণ করেন। -The Desire of Ages, 239.ChSBen 99.2

    প্রত্যেক খ্রীষ্টপ্রেমীর বিশেষত্ব কেবল অনুসন্ধান নয়, বরং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আগমনকে ত্বরান্বিত করা। প্রভুর নাম যারা ধারণ করেন তাদের প্রত্যেক যদি তাঁর মহিমার ফল উৎপাদন করতেন, কত দ্রুত না সারা জগতে সুসমাচারের বীজ বপন করা যেত। দ্রুত শেষ মহাফসল পেকে উঠবে, এবং বহুমূল্য শস্য সংগ্রহের জন্য খ্রীষ্ট আসবেন। Christ’s Object Lessons, 69.ChSBen 99.3

    খ্রীষ্ট বিশ্বাসীদের উচিত নিজেদের জাগ্রত করে তাদের উপেক্ষিত দায়িত্বকে গ্রহণ করা, কারণ তাদের নিজেদের আত্মার মুক্তি তাদের ব্যক্তিগত প্রচেষ্টার উপর নির্ভরশীল। -The Review and Herald, August 23, 1881.ChSBen 99.4

    সত্য উপাসনা খ্রীষ্টের সঙ্গে একযোগে কাজের অন্তর্ভুক্ত। প্রার্থনা, উপদেশ, এবং কথাবার্তা, এসব সস্তা ফল যা প্রায়শই আবদ্ধ থাকে; কিন্তু ভালো কাজের যে ফল, অভাবী, পিতৃহীন, এবং বিধবাদের পরিচর্যায় মাধ্যমে প্রসূত ফলই যথার্থ ফল, এবং সেগুলি স্বাভাবিকভাবেই ভাল গাছে জন্মায়। -The Review and Herald, August 16, 1881.ChSBen 99.5

    মণ্ডলীর স্বতন্ত্র সদস্যদের আলোক বিচ্ছুরণ এবং আলোক প্রাপ্তির নির্ধারিত কাজের দায়িত্ব মাথায় নিতে হবে। প্রভুর দ্রাক্ষাক্ষেত্রে আলস্য প্রদর্শন করে কেউ নিস্তার পাবে না। -The Review and Herald, February 19, 1889.ChSBen 99.6

    কার্যকর নীতি হচ্ছে সেই ফল যা খ্রীষ্ট আমাদের উৎপাদন করতে দেখতে চান; বদান্যতার কাজ, সদয় বাক্যালাপ, এবং দরিদ্র, অভাবী এবং ক্লিষ্টদের আন্তরিক প্রতিপালন। -The Review and Herald, August 16, 1881.ChSBen 100.1

    যাকোবের কূপের পাশে যীশুর সঙ্গে যে শমরীয় স্ত্রীলোকটি কথা বলেছিলেন তিনি ত্রাণকর্তাকে খুঁজে পাওয়ার পর অন্যদের তাঁর সান্নিধ্যে আনতে দেরি করেননি। তিনি তাঁর নিজের শিষ্যদের খুঁজে পাওয়ার পর অন্যদের তাঁর সান্নিধ্যে আনতে দেরি করেননি। তিনি তাঁর নিজের শিষ্যদের চেয়ে নিজেকে আরও কার্যকর মিশনারি হিসাবে প্রমাণ দিয়েছিলেন। শিষ্যগণ শমরিয়াতে এমন কিছু দেখেননি যা নির্দেশ করে যে এটি একটি উৎসাহব্যঞ্জক কর্মক্ষেত্র। তাদের চিন্তা ভবিষ্যতে একটি মহৎ কার্য সাধনের বিষয়ে নিবদ্ধ ছিল। কিন্তু যে মহিলাকে তারা অবজ্ঞা করেছিলেন তার মাধ্যমে সারা একটা শহর যীশুর কথা শুনতে আনীত হয়। তিনি তৎক্ষণাৎ এই আলো নিজের দেশবাসীর কাছে পৌঁছেছিলেন। এই স্ত্রীলোকটি খ্রীষ্টে বাস্তব বিশ্বাসের কাজের প্রতিনিধিত্ব করেছিলেন। --The Ministry of Healing, 102.ChSBen 100.2

    সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্টগণ তাদের কাজে প্রগতি এনেছেন, সদস্য সংখ্যা দ্বিগুণ হয়েছে, নানা মিশন প্রতিষ্ঠা হয়েছে, এবং জগতের, বিবিধ অন্ধকারময় স্থানে সত্যের ধ্বজা উত্তেলিত হয়েছে; কিন্তু তবুও ঈশ্বরের চাহিদার তুলনায় এই অগ্রগতি মন্থর। (কেন?) চার্চের সদস্যগণ স্বতন্ত্রভাবে যা করতে সক্ষম তাতে তারা আন্তরিক প্রচেষ্টার অভাব প্রদর্শন করেন, এবং কাজের প্রতিটি শাখা ঐকান্তিক ধার্মিকতা, ভক্তি, বিনম্রতা, এবং ঈশ্বরভীরু শ্রমিকের অভাবে পঙ্গু হয়ে যাচ্ছে। খ্রীষ্টের ক্রুশের সৈনগণ কোথায়? ঈশ্বরভীরু, সচ্চরিত্র, একাগ্রচিত্ত, যারা দৃঢ়ভাবে ঈশ্বরের গৌরব অন্বেষণ করেন, তারা ক্রুটিবিচ্যুতির বিরুদ্ধে সংগ্রামের জন্য প্রস্তুত হন। এই আত্মিক দ্বন্দ্বের মুহূর্তে অনেক অজ্ঞ কাপুরুষ মানসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে। হায়, দুর্বলতা ছেড়ে তারা যদি শক্তিশালী হয়ে ওঠেন এবং লড়াইয়ে বীরত্বের পরিচয় দেন, এবং বিদেশী সৈন্যদের বিতাড়িত করেন! -Historical Sketches, 290.ChSBen 100.3

    এটা একটা সর্বজনীন নীতি যে যখনই কেউ তার ঈশ্বরদত্ত শক্তিগুলি ব্যবহার করতে অস্বীকার করেন, এই সকল শক্তি ক্ষয় এবং বিনষ্ট হয়ে যায়। যে সত্য ব্যবহার করা হয় না, প্রদান করা হয় না, তার জীবনদায়ী শক্তি এবং নিরাময় গুণ হারিয়ে যায়। -The Acts of the Apostles, 206.ChSBen 100.4

    আপনার ধার্মিকতাকে আবদ্ধ রাখার পরিবর্তে, প্রেমের কাজের অগ্রগতির মতো কোন কিছুই ফলপ্রসূ হবে না। -Testimonies for the Church 4:236.ChSBen 100.5

    অনুগ্রহের মাধ্যমে প্রাপ্ত আশীর্বাদকে নিয়ে যারা নিষ্ক্রিয়ভাবে খ্রীষ্টান জীবন বজায় রাখার চেষ্টা করেন, অথচ খ্রীষ্টের জন্য কাজের কাজ কিছুই করেন না, তারা সাধারণভাবে কর্ম না করে, খেয়ে বাঁচার চেষ্টা করেন। এবং প্রাকৃতিক জগতের মতো আত্মিক ক্ষেত্রেও এর ফল সর্বদাই অবক্ষয় ও বিনাশ। -Steps to Christ, 80, 81.ChSBen 100.6

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents