Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
খ্রীষ্টীয় পরিচর্যা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ব্যক্তিগত অভিজ্ঞতার উল্লেখ

    কিন্তু যারা খ্রীষ্ট-পরিহিত হয়েছেন তারা পবিত্র আত্মার পরিচালনায় ধাপে ধাপে তাদের অভিজ্ঞতার প্রতিচ্ছবি প্রকাশ করবেন। ঈশ্বরের এবং যীশু খ্রীষ্টের জ্ঞানের জন্য, যাকে তিনি প্রেরণ করেছেন, তাদের ক্ষুধা ও তৃষ্ণা, তাদের শাস্ত্র অন্বেষণের ফলশ্রুতি, তাদের প্রার্থনা, তাদের হৃদয় যন্ত্রণা, এবং তাদের উদ্দেশ্য খ্রীষ্টের বাণী, ” তোমার পাপ ক্ষমা করা হবে।” এই সকল বিষয় গোপন রাখা কারও পক্ষে অস্বাভাবিক, এবং যারা খ্রীষ্টের প্রেমে পরিপূর্ণ তারা এটা করবেন না। প্রভু যেমন তাদের পবিত্র সত্যের আমানত দিয়েছেন সেই অনুপাতে তাদেরও আকাঙ্ক্ষা জাগবে অন্যকে এমন আর্শীবাদের অধিকারী করতে। এবং ঈশ্বরের অনুগ্রহের সমৃদ্ধ ধনভান্ডার তারা যতটা অবগত করাবেন, তার চেয়ে বেশি করে খ্রীষ্টের করুণা তাদের উপর বর্ষিত হবে। -Christ’s Object Lessons, 125.ChSBen 125.3

    প্রত্যেক আত্মিক শক্তিকে কাজে পরিণত করতে জাগ্রত করুণ যাদের সঙ্গে সাক্ষাৎ করেন তাদের বলেন যে সমস্ত কিছুর অন্তিম কাল ঘনিয়ে এসেছে। প্রভু যীশু খ্রীষ্ট তাদের হৃদয়ের দরজা খুলে দেবেন এবং তাদের মনে চিরস্থায়ী প্রভাব ফেলবেন। পুরুষ এবং স্ত্রীলোকদের তাদের আত্মিক অসচেতনতা থেকে জাগ্রত করার আপ্রাণ চেষ্টা করুন। আপনি কিভাবে যীশুকে পেয়েছেন এবং তাঁর পরিচর্যায় অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আপনি কিভাবে ধন্য হয়েছেন তা তাদেরকে বলুন। যীশুর পদতলে বসে আপনি কী আশীবার্দ পান এবং তার বাক্য থেকে কত বহুমূল্য শিক্ষা পান তাদের জানান। খ্রীষ্ঠীয় জীবনের সুখও আনন্দের বিষয় তাদের বলুন। আপনার উষ্ণ , আন্তরিক বচন শুনে তারা বিশ্বস্ত হবেন যে আপনি বহুমূল্য মণিমুক্তা লাভ করেছেন। আপনার আনন্দদায়ক , উৎসাহী কথাগুলি তাদের দেখিয়ে দিক যে আপনি নিশ্চিত উচ্চ পথের সন্ধান পেয়েছেন। এটাই আসল মিশনারি কর্ম এবং এটা করা হলেই, অনেকে স্বপ্ন থেকে জেগে ওঠার মতো জেগে উঠবে। | -Testimonies for the Church 9:38.ChSBen 125.4

    ঈশ্বর যাদের তাঁর প্রচারযন্ত্র হিসাবে নিয়োগ করেন কেউ কেউ তাদের অযোগ্য বিবেচনা করতে পারেন; কিন্তু তারা যদি প্রার্থনা করতে পারেন, যদি সত্যের প্রতি ভালবাসার কারণে সরলভাবে কথা বলতে পারেন, তাহলে তারা পবিত্র আত্মার শক্তিতে মানুষের কাছে পৌঁছাতে পারেন। তারা যেই সরলতায় সত্যকে উপস্থাপন করেন, বাইবেল থেকে পাঠ করেন কিম্বা অভিজ্ঞতার ঘটনাগুলি স্মরণ করেন, পবিত্র আত্মা মন ও চরিত্রের উপর একটি প্রভাব প্রস্তুত করেন। তারা ঈশ্বরের ইচ্ছায় অধীন হয়ে যাবেন; এ পর্যন্ত যে সত্য উপলব্ধ হয়নি তা জীবন্ত বিশ্বাসরূপে হৃদয়ে সঞ্চারিত হবে এবং তা আত্মিক বাস্তবতা হয়ে উঠবে। -Testimonies for the Church 6:444.ChSBen 126.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents