Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
যুবক যুবতিদের প্রতি বার্তা - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    জীবন ব্যাপি সংঘাত

    তােমরা কি একটি শান্ত কবুতরকে ধরার চেষ্টাকারী একটি বাজপাখি দেখেছ? সহজাত প্রবৃত্তি কবুতরকে শিখিয়েছে যে, বাজপাখিটির লক্ষ্য তার শিকার ধরার জন্য, এবং তাকে তার শিকার অপেক্ষা আরও উঁচুতে পৌছতে হবে। অতএব সে উঁচু থেকে আরও উঁচু নীলাকাশের গম্বুজের মধ্যে গিয়ে পৌছে, বাজপাখি যেখানে কখনও ধাওয়া করে সুযােগের সদ্ব্যবহার করে তাকে ধরার জন্য অনুসরণ করবে না। কিন্তু সব বিফলে গেল। কবুতর ততক্ষণ পর্যন্ত নিরাপদ যতক্ষণ পর্যন্ত সব বাধা অতিক্রম করে সে তার ওড়া অব্যাহত রাখবে অথবা যতক্ষণ তাকে নীচে নামাবে না, কিন্তু একবার যদি সে নীচে পড়তে থাকে, অথবা নীচের দিকে উড়ে নামতে থাকে, তবে সুচতুর শত্রু তার শিকারীর উপরে নেমে আসবে। আমরা বার বার শ্বাসরুদ্ধ অবস্থায় এ দৃশ্য দেখেছি, ছােট্ট কবুতরটির প্রতি আমাদের দরদ হয়। আমাদের কাছে কতই না দুঃখের হবে যদি দেখা যায় একটি নিষ্ঠুর বাজপাখির কাছে একটি শিকার এসে পড়ে!MYPBen 97.2

    শয়তান এবং তার মনােহগ্ধকর প্রলােভনের সঙ্গে আমাদের সামনে জীবন ব্যাপি যুদ্ধ রয়েছে। শত্র আত্মাকে ফাঁদে আটকানাের জন্য তার প্রতিটি যুক্তি, প্রতিটি প্রতারণা ব্যবহার করে; আর জীবন মুকুট লাভ করতে হলে, আমাদের ঐকান্তিক, অধ্যবসায়ী কর্ম প্রচেষ্টা প্রদর্শন করতে হবে। বিজয় লাভ না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধাস্ত্র রেখে দিলে চলবে না অথবা আমরা যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করলে চলবে না, তাহলেই আমরা মুক্তিকর্তাতে বিজয়ী হতে পারব। যাবৎ আমরা বিশ্বাসের আদিকর্তা এবং সিদ্ধিকর্তার উপরে আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখব, সে পর্যন্ত আমরা নিরাপদ থাকব। কিন্তু আমাদের আসক্তি উধ্বস্থ বিষয়ের প্রতি স্থাপন করতে হবে, কিন্তু পার্থিব বিষয়ের প্রতি নয়। বিশ্বাসে খ্রীষ্টের অনুগ্রহের সাফল্য অর্জনে আমাদের উচ্চ হতে আরও উচ্চে উঠতে হবে। প্রতিদিন তার তুলনাহীন সৌন্দর্য দ্বারা, আমাদের আরও তার গৌরবময় প্রতিমর্তিতে বৃদ্ধি পেতে হবে। যখন আমরা এরূপ স্বর্গের সঙ্গে যােগাযােগ রক্ষা করে জীবন যাপন করব, তখন শয়তান অনর্থকই আমাদের জন্য তার জাল স্থাপন করবে। - The Youth Instructor, May 12, 1898.MYPBen 97.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents