মনপরিবর্ত্তনের পূর্বে যে পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহার ও তাহার স্ত্রীর ধর্ম্ম-বিশ্বাসের মধ্যে যত বড় পার্থক্যই দৃষ্ট হউক না কেন, মনপরিবর্ত্তনের পর তাহার সঙ্গিনীর প্রতি বিশ্বস্ততা প্রদর্শন করা তাহার পক্ষে অধিকতর প্রয়োজন ; এমন কি যদি ও ইহার ফলে তাড়না ও ক্লেশ ঘটে, তথাপি ঈশ্বরের দাবী দাওয়াকে প্রত্যেক জাগতিক সম্বন্ধের উর্দ্ধে স্থান দিতে হইবে । প্রেম ও মৃদুতার আত্মায় চালিত হইলে এই বিশ্বস্ততা অবিশ্বাসিনীকে লাভ করিবার পক্ষে এক ফলদায়ক প্রভাব বিস্তার করিতে পারে ।1AH 48, 49, 61-69 CCh 351.1