ঈশ্বর বিশেষরূপে আদেশ দিয়াছেন, যেন বৃদ্ধ ও বৃদ্ধাদিগের সমাদর করা হয়। তিনি বলেন “পক্বকেশ শোভার মুকুত ; তাহা ধার্ম্মিকতার পথে পাওয়া যায়।” হিতোপদেশ ১৬:৩১। যে সকল যুদ্ধ হইয়া গিয়াছে, যে সকল জয়লাভ হইয়া গিয়াছে, যে সকল ভার বহন করা হইয়াছে ও যে সকল পরীক্ষা প্রতিরোধ করা হইয়াছে, - ইঁহারা সেই সকল বিষয় সম্মন্ধেই বলিয়া থাকেন। শ্রান্ত ও ক্লান্ত পদগুলি বিশ্রামের নিকটবর্ত্তী হইতেছে এবং স্থানগুলি শীঘ্র খালি হইতে যাইতেছে, ইঁহারা তদ্বিষয়ে বলিয়া থাকেন। ইঁহাদের বিষয় চিন্তা করিতে সন্তানগণকে সাহায্য করুন, তাহা হইলে তাহাদের ভদ্রতা ও সমাদর দ্বারা তাহারা বৃদ্ধগণের পথ সুমধুর করিতে পারিবে এবং “তুমি পক্বকেশ প্রাচীনের সম্মুখে উঠিয়া দাঁড়াইবে, বৃদ্ধলোককে সমাদর করিবে” — লেবি (১৯:৩২)- এই আদেশ পালন করিয়া তাহাদের নবীন জীবনে অনুগ্রহ ও সৌন্দর্য্য আনয়ন করিতে পারিবে। 37Ed 244; CCh 497.1
সৌজন্য বা ভদ্রতাও আত্মার একটী অনুগ্রহ-দান,— সকলেরই ইহা অনুশীলন করা কর্ত্তব্য। প্রকৃতিকে সুমধুর বা কোমল করিতে ইহার শক্তি অসামান্য। ইহা ব্যতীত সমুদয় জগৎ কঠিন ও কর্কশ হইয়া যায়। যাহারা খ্রীষ্টের অনুগামী বলিয়া স্বীকার করে, অথচ কর্কশ, নিষ্ঠুর ও অভদ্র- তাহারা যীশুর সম্বন্ধে কিছুই জানে না। তাহাদের সরলতা নিঃসন্ধিগ্ধ ও সততা সংশয়শূন্য হইতে পারে, কিন্তু সরলতা ও সততা দ্বারা দয়া ও সৌজন্যের অভাব পূরণ হইতে পারে না। 38PK 237. CCh 497.2