Go to full page →

অধ্যাবসায়ের পুরস্কার—৬৫ MYPBen 202

যুবক যুবতিদের স্মরণে রাখতে হবে যে, অলস ব্যক্তি জীবনের। প্রতিদিনের বিশ্বস্তভাবে কাজের মাধ্যমে অর্জিত অমূল্য অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয়। যে ব্যক্তি অলস এবং স্বেচ্ছায় অজ্ঞতা প্রকাশক, সে তার পথে সতত। প্রতিবন্ধকতা স্থাপন করে। সে সর্বদা ন্যায়পরায়ন প্রেমের মাধ্যমে আসা কৃষ্টি। অস্বীকার করে। মানব স্বার্থে যে সাহায্যকারী হাত এগিয়ে দিতে ব্যর্থ হয়, সে । ঈশ্বরকে ঠকায়। তার জীবনের পথ ঈশ্বর কর্তৃক চিহ্নিত পথ থেকে জীবনের। পথ ভিন্ন; কেননা হিতকর কাজ তুচ্ছ করা পরীক্ষাকে উৎসাহিত করে এবং কার্যকরভাবে অতীব কার্যকর কর্মশক্তিকে পঙ্গু করে দেয় । MYPBen 202.1

কেবল মুষ্ঠিমেয় নয়, কিন্তু হাজার হাজার মানুষ রয়েছে, যারা কেবল । তাদেরকে দেওয়া ঈশ্বরের অনুগ্রহের সুবিধা অপচয় করার জন্য বেঁচে আছে। ঈশ্বর তাদের কাছে যে ধন, পৃথিবীর ফল গচ্ছিত রেখেছেন, তার জন্য তারা ঈশ্বরের কাছে কত কৃতজ্ঞতা উপহার আনতে ভুলে যায়। তারা ভুলে যায় যে, ঈশ্বর তাদের বুদ্ধিপূর্বক তার প্রদত্ত তালন্ত ব্যবহারকারী হতে একই সঙ্গে উৎপাদনকারীও হতে বলেছেন। ঈশ্বরের সাহায্যকারী হস্ত স্বরূপ ঈশ্বর তাদের । কাছ থেকে যে কাজ আশা করেন তা যদি তারা উপলব্ধি করতে পারত, তাহলে । তারা এটিকে সব দায়িত্ব পরিহার করার এবং সেবা করার একটি সুযােগ বলে । উপলব্ধি করত না। MYPBen 202.2