পাঠক পিতৃকূল পতিগণ এবং ভাববাদীগণের সঙ্গে কথােপকথন করতে পারেন; তিনি অতিশয় অনুপ্রেরণা দায়ক অনুভূতির মধ্য দিয়ে অগ্রসর হতে পারেন; তিনি খ্রীষ্টকে দেখতে পারেন, যিনি স্বর্গের সম্রাট ছিলেন; ঈশ্বরের সমান হয়েও মানব জাতির পর্যায় নেমে এলেন এবং মুক্তি পরিকল্পনা সম্পন্ন। করলেন, শয়তানের শৃঙ্খলা বন্ধন চূর্ণ করলেন এবং তার জন্য ঈশ্বর তুল্য মানবত্ব পুনরায় লাভ করলেন। খ্রীষ্ট নিজের ওপর মানবত্বকে তুলে নিলেন; এবং ত্রিশ বছর যাবৎ মানবের সমতায় ধৈর্য ধারণ করলেন, এবং পরে তাঁর জীবন পাপের জন্য উৎসর্গ করলেন, যেন মানব জাতি ধ্বংস না হয়-এটাই গভীর চিন্তার বিষয় এবং মনােযােগী অধ্যবসায়ের বিষয় MYPBen 247.1
মন প্রকাশিত বিস্ময়কর সত্য আঁকড়ে ধরুক, এবং এটি কখনও এর শক্তিসমূহ তুচ্ছ বিষয়ের উপরে প্রয়ােগ করে তৃপ্ত হবে না; অত্যন্ত ঘৃণা সহকারে অকিঞ্চিৎকর সাহিত্য এবং অনাবশ্যক আমােদ প্রমােদ হতে পিছুপা হবে যা আজিকার তরুণ-তরুণীদেরকে চরিত্রহীন করছে। যাদের বাইবেলের কবি এবং সাধুগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে থাকে, এবং যাদের আত্মা বিশ্বাসী বীরগণের গৌরবময় কার্য দ্বারা উদ্দীপিত তার যদি পূর্বে বিখ্যাত জাগতিক লেখকগণের বিষয়ে অধ্যয়নে নিজেদের নিয়ােজিত করেও থাকে অথবা পৃথিবীর ফরৌণ, হেরােদ ও কৈসরের বীরত্বপূর্ণ খ্যাতির বিষয়ে ধ্যান করেও থাকে তাহলেও তারা হৃদয়ের আরও বিশুদ্ধতা, মনের উন্নতির জন্য সেখান থেকে বেরিয়ে আসবে। MYPBen 247.2
তরুণদের শক্তিসমূহ অতীব সুপ্ত, কেননা তারা ঈশ্বর ভয়কে ভত্তানের আরম্ভ স্বরূপ করে না। প্রভু দানিয়েলকে অজ্ঞান এবং বুদ্ধি দিয়েছিলেন, কেননা তিনি ধর্মীয় নীতির জন্য বিপ্ন স্বরূপ হয় এমন কোনাে শক্তি দ্বারা প্রভাবিত হননি। কারণ আমাদের মুষ্টিমেয় লােক আছে, যাদের মন স্থির এবং কঠিন, তারা মহত্বেও অন্বেষণ করে অথচ স্বর্গ হতে বিযুক্ত মনুষ্য সন্তানগণ ঈশ্বর ভয়হীন, তাঁকে প্রেম করে না, এবং সমাদর করে MYPBen 247.3
মানুষ যেভাবে মুখে বলে সেভাবে ধর্মীয় জীবন যাপন করে না। ঈশ্বর মানুষের জন্য সব করতে পারেন কিছু সামান্যই করেন, কারণ অতি সহজেই প্রশংসিত হয়; পরিণামের বিষয় অতি সত্বর চিন্তা করেন। ঈশ্বর চান যেন আমরা আমাদের দক্ষতা বৃদ্ধি করি, এবং প্রতিটি সুযােগের সদ্ব্যবহার করি, উন্নতি সাধন করি, ধীশক্তি বৃদ্ধি করি। মানুষ একটি উচ্চতর মহত্ত্বর জীবন লাভের জন্য জন্ম গ্রহণ করেছে। আমাদের মরণশীল জীবন ঈশ্বরের জীবনের সঙ্গে পরিমাপ করার জন্য প্রস্তুতিমূলক একটি জীবন। MYPBen 247.4