আমাদের সন্তানেরা কি পড়বে? একটি সাংঘাতিক প্রশ্ন এবং যা একটি মারাত্মক উত্তরের দাবি রাখে। আমি দেখে কষ্ট পেয়েছি, খ্রীষ্টিয় পরিবারগুলাে মাসিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা এবং খবরের কাগজ পড়ে যা মনের উপরে উত্তম কোনাে প্রভাব রাখে না। আমি তাদের লক্ষ করেছি যারা কল্পিত গল্প, কাহিনী এবং রূপ কথার স্বাদ আস্বাদন করে। তাদের ঈশ্বরের সত্যের বাক্য শ্রবণ করার সুযােগ রয়েছে, আমাদের সত্যের সঙ্গে সুপরিচিত হবার কারণ রয়েছে; কিন্তু তারা, প্রকৃত ঈশ্বর ভক্তির নিদারুণ অভাব নিয়ে হচ্ছে। MYPBen 271.1
এই সব স্নেহের যুবক-যুবতিদের তাদের চরিত্র গঠনের জন্য সর্বোত্তম বিষয়বস্তুর আবশ্যক— প্রেম এবং ঈশ্বর ভয় এবং খ্রীষ্টিয় জ্ঞান। কিন্তু অনেকের সত্যের জ্ঞান উপলব্ধি করার ধীশক্তি নাই যেমনটি যীশুতে পাওয়া যায়। মন উত্তেজনাকর গল্প দ্বারা পরিতৃপ্ত হয়। তারা এক অবাস্তব বিশ্বে বাস করে, এবং জীবনের বাস্তব কার্যাদির জন্য অনুপযুক্ত হয়ে পড়ে। MYPBen 271.2