সবার আগে ভূতল দখল করাই হল দুষ্টতা দমনের সর্বোত্তম উপায়। মনের কর্ষণ এবং বাইবেলের বহুমূল্য সত্যের বীজ বপনে মহত্তর যত্ন এবং সতর্কতা অবলম্বন আবশ্যক। প্রভু, তাঁর মহা কৃপায়, শাস্ত্রে পবিত্র জীবন যাপনের নিয়ম নীতি ব্যক্ত করেছেন।... MYPBen 273.3
তিনি আমাদের সুবিধার্থে, আমাদের চলার পথে যে বিপদ রয়েছে, এবং তা থেকে কিভাবে নিস্তার পাওয়া যায় সে সম্পর্কে লিখিত নির্দেশনা দেওয়ার জন্য পবিত্র ব্যক্তিবর্গকে অনুপ্রাণিত করেছেন। যারা শাস্ত্র অন্বেষণ করণার্থে তাঁর নির্দেশের আজ্ঞাবহ হয়, তারা এই সব বিষয় উপেক্ষা করবে না। শেষকালীন সংকট সমূহের মধ্যে, মণ্ডলীর প্রত্যেক সদস্যের তার প্রত্যাশা এবং বিশ্বাসের কারণসমূহ বােধগম্য হওয়া উচিৎ। কারণসমূহ যেগুলাে বুঝে ওঠা কঠিন নয় যদি আমরা প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহে বৃদ্ধিলাভ করি। মনকে অধিকার করার জন্য যথেষ্ট রয়েছে।- “ Christian Temperance and His Bible Hygiene ,” pp 123-126. (1890) MYPBen 273.4